ইউজার লগইন

গ্রিফিন'এর ব্লগ

পলাই পলাই

মজাদার কাহিনী ঘটতেছে দুইন্যার ভিত্রে। বল্গারেরা পলাইতেছে দিন দুইন্যার্থিকা শ্লার দ্যাস্টারে কত্ত আগাইন্যা ভাবসিলাম। বাল্টা মারা খাইতেছি সকাল্বিকাল দুই বেলাই। যাউজ্ঞা এলা। বাহাদুরে ধর্চে তিন্ডি সন্ত্রাসেরে। বাইন***রা ভাবসিলো পাল্টায় দিবো সবকিছু। এইবারা মারাখা হুমুন্দির্পো। এত্তব্র সাবাস, বাহাদুর সাবের এগেন্সে লিখোস? তোগোর লাইজ্ঞা উইসাইডে রৈছে জাহান্নামের আগুন, এইসাইডে রৈছে ডিবির্ঠাপ। মারাখা গিয়া। আইজকা মানব্বন্দন চো**ছে কয়জন। অরে আবালের্দল, তোগোর বন্দনে গিয়া চাইছিল্ম কয়ডি বালদাঙ্কৈরামু। বালছাল। Sad Sad Sad

এনাএনাদ্দার অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য

ভুমিকাটাঃ-
আইচ্ছা, পিরে আসার্পর আবার্ফের চৈলাগেস্লাম। শাবাগে ডাক দিসিলো যেডি এরাইতে পারিনাই। হাজার্হৌক, দেশের্ডাক এরানি যায়না। পৈলা পৈলা পতিদিং গেসি, এক্সপ্তা পরেত্থে যাউয়া কোমাইয়া দিসি। প্যাটের্ধান্দায় থাক্তে হৈলে এট্টুহিসাব কর্তেই হৈ। যাউজ্ঞা এলা, যা কৈতেসিলাম- শাবাগের আন্দুলুন আমার্ভিত্রে জোশাইনা দিসিলো। কিন্তুক রিসেং কামকার্বারে হাল্কিশ ঝাস্পা হৈয়া যাইতেচি আর্কি। অবৈশ্য আমার্ঝাস্পা হোউয়ায় আস্লে কিছু যায়াসে না। ত্য হাচা কৈতেছি বেলুঙ্গের কতা হুনলেই কেরাম কন্ডম কন্ডম চিন্তা মাতায় হান্দায় যায়, কিকর্মু? মনৈ পাপ। আমি হ্লায় সুবিদাবাদির *ট, হেল্লিগা আমার্কতায় কান্দিয়েন্না। পোলাপাইনে কস্ট কর্তেছে অবৈশ্যৈ সফল হৈবো। যত দুয়া কালামজানি পর্তেছি সবার্সাফল্যের লাইগ্যা।
আইজারা আবার্ফের হাজির্হৈসি আরেআরেক্কান প্রতুত্তরাধুনিক কাইব্য হাতেরাঙ্গুলের ডঘায় লৈয়া। আপ্নেগোর খিদ্মতে প্যাশকর্তেচি এইবেলা

এনাএনাদ্দার অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য

আম্রার পুতলা আম্রারে কয় মেও
তুম্রার পুতলা কেম্মে চুম্মা দেও
তুমার চৌক্ষে যকন রাকি চৌক্ষ
পাংখা মেইল্ল্যা উইরা যায়গা দুক্ষ

এয়েচিগো পিরে এয়েচি

তা ভাই বোন বন্দুরা জিগাইতেই পারেন কই গিয়েচিলাম আর্কৈত্থিকা ফিরে এয়েচি। না না না। আমি কুথাউ যাইনাই। আমার ইন্টার্স্টেট মানে ইন্টার্নেট চইলা গেচিলো আর্কি আমার্থিকা। যাউজ্ঞা এলা, ফিরে যকন এয়েই পরেচি আপ্নেগোর সম্মুকে নিয়ে এয়েচি এক জোশিলা বান্দর্নাচের খেলা। বাচ্চারা এক্টু পিচনে গিয়ে বসো, বুঈড়ারা এট্টু বাত্রুম্ফাত্রুম ঘুইরা আসেন............

মজা

Fishing

নৃত্য

চোখ টিপি

হুক্কা

তো কি হৈলো? খেলা ফিনিশ Confused

এনাদ্দার অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য

ভুমিকাঃ- শিলাজিতভাইয়ে কৈয়া গেসিলেং,
শুনো ঠিক শুরুরয়াগে ভুমিকাটা জমিয়ে বলি
যদিউ অনেক বলার্তবুও অনেক্কমিয়ে বলি............ ইত্যাদি ইত্যাদি লৈয়েই আমগোর আইজকার ইত্যাদি.........

তো যেইটা কইতেছিলাম, প্রাচীন যুগে এক্ষান ইয়ে লিক্সিলাম। ইয়ে মাইনে আসলে সেইযে, লুগজনে যেইটারে কবিতা কয় সেডিই লিক্সিলাম আর কি। মাইনশে এই কবিতা সেই কবিতা লেখে। আমি লিক্সিলাম উত্তরাদুনিকেরো পরের্ভার্সনের কাইব্য। নিজের পের্শংসা নিজেরে কর্তে না কৈরা গেসেন মুরুব্বারা। মাগার বাট লেকিন নিজের ঢুল আবার্ফের নিজেরেই বাজাইতে কইয়া গেসেন মুরুব্বারাই। তাই কি আর করা, আমার্সেই কাইব্য মাশাল্লা খুবেক্টা খ্রাপয়নাই। সেই দুর্দুর থিকা লুগজনে ফুন্দিয়া, চিডি দিয়া পের্সংসা কর্ছিলো। তাই যারে বলে ইন্সপিয়ার্ড হৈয়া আবারো কাইব্য জগতের্খাতাত নিজের নাম লিখাইতে চইলা আইলাম এনাদার অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য লৈয়া। শুইনা কৈয়েঙ্গো, কেরাম হৈলো

এনাদার অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য

ওওই দেখা যায় যাত্রাবাড়ী ওওই যে ফেলাই ওভার
টেরাক ভৈরা গরু আইয়া বাড়াইয়া দিসে পেশার।
পেশার মামা পেশার মামা থাকো তুমি কৈ?

জনমের মাস

জুকার্বাগের শাইটে ঘুর্ফির কর্তেয়াছিলাম। হঠাশ দেখি ফিডারে কইরা একখান নিউজ খাবাইতে চাইতেছে জুকার্ভাই। সবতের জনমের মাস কবে সেডি জানবার্চায়া পোল খুলছে কুঞ্জানি পোলাপাইনে। কি উদ্দেশ্য-বিধেয় কেডা জানে Confused তয় আমারেক কাজিন্বোইনে ভোট দিসে দেইখা আমার ফিডেও চইলা আইসে।
তো, নিলাম অনেগদিন পর একখান ইস্কিরিমশট।
দেইখা লই কি আছে সেই শটে

untitled.JPG

সেই ছুডুকালের মত সুতরাং চিন্নো দিয়া কইতে মঞ্চাইতেছে Wink






নবেম্বর মাসে মাইনষের অমুক জিনিস মেইবি উত্তাল হইয়া ঊডে Cool Crazy মজা কোক Drunk ভাগন্তিস
ফলাফ্ল? ফলাফ্ল?ফলাফ্ল?ফলাফ্ল?ফলাফ্ল?ফলাফ্ল?ফলাফ্ল?ফলাফ্ল?ফলাফ্ল?ফলাফ্ল?
অগাস্টে গাদাগাদা পুলাপাইন Tongue Tongue Tongue

বিটক্যাল। ইটক্যাল। পাটক্যাল।

বিটক্যাল টাইম যাইতেছে আমার। এদিক দেহি বল্গো বিটক্যাল টাইম্পাস কর্তেছে। লুগজনে লেখা ফালায়দিয়া দুমকৈরা উধ্যাও হয়্যা যাইতেছ। কেউ কমেন্টাইতে আগ্রোহি হয় না। আরে বাপ, ওইন্যের পুস্টে না গ্যালে আমার্পুস্টে লুগজনে আইবো কিল্লিগা? আমি লুক্ষারাপ। ধপাস কৈরা মুখের উর্ফে কথা কইয়া ফালাই। এদিক বুইড়া চাচাব্বা চাছিয়াম্মা টাইপের বল্গারেরাও চিহারা দেখান্না। উনেরা সব বড় ভচ হইয়া গেসেন। উনেগো দাবাত দিয়া বল্গে আনতে হৈবো। সব চাচাব্বা আর চাছিয়াম্মা বল্গারেরা এরাম, তা না। কিন্তু অনেকেই এরাম হইয়া গেসে।
যাউজ্ঞা, ঐন্যেরে কি কমু? আমি হালায় নিজেও তো এরাম ভচ ভাব ধৈরা ঘুইরা বেড়াইতেসি। নিজেরেই দিক্কার।
বিটক্যাল লাইফ নিয়া ল্যাখতে বইসা ইটক্যাল মাইরা বস্লাম মাইনষের দিকে Confused দেখি এইফেরা কেডা কেডা পাটক্যাল মারে।

কুসংস্কার লইয়া ভাবনা চিন্তা-৩

কুসংস্কার লইয়া সিরিজ লেখনের চেষ্টা চালাইছিলাম বহুদ্দিনাগে। হের্পর আমার অইন্নান্ন স্বভাবের লাহান ভুইলাও গেস্লাম। আইজকা হটাস মন্টায় চাইলো আবার্ফির কিছু লিখি। পইলা পুস্টে নাজ আফায় কয়েকটা কুসংস্কারের কথা কইছিলেন। সেগ্লার গ্রহনযোগ্য কুনু ব্যাখ্যা পাইনাই। মানে নিজের কাছেই জুইতের লাগে নাই আর কি। তাই সেগ্লার সবগুলার ব্যাখ্যায় না গিয়া, যেইটার ব্যাখ্যা নিজের কাছে জুইতের লাগছে সেইটা দিয়াই আইজকার পুস্ট শ্রু কর্লাম।

কুসংস্কারঃ- গর্ভবতী অবস্থায় বাইরে গেলে সাথে একটা রসুন, এক বক্স দেয়াশলাই.. ইত্যাদি সঙ্গে রাখতে হবে

বুইরা চাচাব্বা আর চাছিয়াম্মাগো ব্লগে আর থাকুম্না

ডিজুশ
দুইন্যার হক্কল সুক, অনলি অন মাই ডিজুশ
গেরামিং এ কৈছেলে। বাট-মগর-লেকিন, এট্টু অয়েটান বুইরা চাচাব্বা আর চাছিয়াম্মার্দল। আপ্নেরা পৈরাছেন সেই প্রাছিং যুগের অন্দকুপের ভিত্রে। দুইন্যা হক্কল সুখ অহন পৈড়া গেছে জুকার্বার্গের শাইটে। ঐখেনে কত্ত কিছু দেকবার পারি। কত্ত মজাউজাও লইবার পারি।
যা কৈতেছিলাম আর্কি। বুইরা চাচাব্বা চাছিয়াম্মাগো বল্গে পইরা থাইকা দিন্দিন কেম্নে কেম্নে হাজার হাজার লাইক্স আর শয় শয় ফেন্দ্রিকুশ মিস্কর্তেছি। হালায় থাকুমই না এই বল্গে। যামুগা, যেই দেশে গুরুরা খায় নরম সবুজ ঘাস, আর নিজের অমুক যায়গায় সাইদ্যা লয় বাঁশ। সেই দ্যাশে যামুগা। নামডিও বদলায়া ফেল্মু। অলিম্পাস জ্রিফিন রাখুম ভাবতেসি।

এইবার কাপ চাই

আমগো কাপ নাই। চা খাওনের লাইগাও তো একখান কাপ দর্কার কি কন?
সেল্লিগা আশা কর্তেছি টাইগাররা এইবার এশিয়া কাপ খান রাইখা দিবো চা খাওনের লাইগা।

বাংলাদেশ ইল্ডিয়ারে হারাই দিলো= বাস্তব
বাংলাদেশ ছিলংকারেও হারাই দিলো=বাস্তব
বাংলাদেশ ফাইনালে ফাকিস্টাংরে হারাই দিলো= ?
কুইঞ্চেন দেহি এডি স্বপন না বাস্তব?
বাংলাদেশ আমার কাছে এডিও বাস্তব বাংলাদেশ

বেশি কইরা হাইটাবেড়ান, ত্যাল্গ্যাসের উপ্রে চাপকমান

প্যাটের ধান্দায় বেরৈতেই হয়। সেইলাইগাই সকালসকাল বেরায়া পর্লাম। বেশ আয়েশ কইরা একখান বিড়ি ধরায়া হাইটা গলির ভিত্রে থিকা বেরইলাম। গলির্ভিত্রে রিস্কাগাড়ি কম দেইখা ভালৈ লাগতেছিলো। ভাব্লাম যাউক লুগজন কম্বেরৈছে, শান্তিতে যাওঞ্জাইবো। ওম্মাগো মা......

এক্টি অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য

বাসের থিকা পইড়া যাওয়া ডিমটা
ট্যাঁ ট্যাঁ কৈরা কাইন্দা দিলেই
হেল্পারের মুবাইলে ওয়াজের সুরে নাইচা ওঠে সিরিয়াস স্বাস্থ্যবান পুলিশের ভুড়ি।

অনেক লাইক এন্ড ধৈন্যা

ভাই

"নাম প্রকাশে অনিচ্ছুক"

আপ্নের বানানি ব্যানার্টা দেইখা মাঝ্রাইতে মন্দিল খুশ হই গেসে। আপ্নেরে চিক্কুর পাইড়া মাইকে ধৈন্যা এত্ত সৌন্দর্য ব্যানার বানানির লাইগা।

ধইন্যা পাতা

লগে কয়েক হাজার লাইক...

হিজিবিজবিজবিজ :::জাম্বাক:::

ছুটু আছিলাম, সেই সুমায়ের কতাবার্তা ইত্যাদি মনে আইলে বেশ দুক্কুদুক্কু এট্টা আনন্দের ভাব আসে মনের ভিত্রে। আহারে কত্তকি যে হারায়া ফেলছি, আবার সেই সুমায়ের হাসিখুশীআনন্দ। আহা আহা কি মজার শৈশব

এক্কেরে শিশুকালে আছিলো একখান মজার অষুদ। নাম তার জাম্বাক। জুতার কালির টিনের সাইজের একটা টিনে পাওয়া যাইতো। সবুজ রঙের আছিলো টিনটা। ভিত্রের অষুদের কালারো ছিলো ঘন সবুজ। আর কি মিস্টি ঝাঁঝালো একটা গন্ধ যে আছিলো। আমার এত ভালোবাসা আছিলো যে একবার পাউরুটির উপ্রে মাখাইয়া নিছিলাম খামু বইলা। মায়ে দেইখা থাব্রা দিয়া পাউরুটি কাইড়া নিছিলো।
সেদিন কি মনে কইরা জানি নেটে সার্চ মার্ছি জাম্বাক কইয়া। খাইছে! এই জিনিস দেখি অখনো রৈয়া গেছে। চেহারা সুরত চেঞ্জ হইছে মাগার অহনো টিক্কা রৈছে দেইখা মনে হাল্কিশ ভরসা পাইছি। যারা জাম্বাকের নাম শুঞ্ছেন মগর দেখেন্নাই তাগো লাইগা ফটুক আমদানী দিলাম।

পুরান জাম্বাক

ঐতিহাসিক কাইব্যাঘাত...

দেশে পুরাদমে শীত নাইমা পর্ছে। সইত্য মিথ্যা প্রবাহ জারি হইয়া গেছে Confused সেই সইত্য মিথ্যা প্রদাহ দেখি ব্লগেও তার বাড়ি দিতেছে। ব্লগের লুকজন সব ল্যাপ কাথা মুড়ি দিয়া কুনুমতে হাত দুইটা বের কইরা এক্টুস্খানি লিখে। তারপর লগফ কইরা ঘুমাইতে যায়। আমগো আছিলো দুইখান বিনুদুন। যাগো রক্ত গ্রম। তাগোরেও পাপিষ্ঠ মডু তাড়াইয়া দিলু। আর যেই বেটারে এদ্দিন ধইরা মিস কর্তেছি সেই বেটার এক্কান অবশ্য পাঠ যোগ্য কবিতা এইখানে কপি পেস্টাইতেছি। এক্কান নিয়ম কইরা দেওন দর্কার, যেই এবিতে রেজিস্টার কর্বো তারেই এই ঐতিহাসিক কাব্য খান পাঠ কইরা সের্পর ব্লগে নয়া লেখা দিতৈবো। পরিশেষে পামর ডেভু আর ফর্সা মডুর কালো মাউস ভেঙ্গে দেউয়ার আন্দুলুন করনের লাইগা সব্বেরে ডাক দিয়া ভাষণ শ্যাষ কর্তেছি। সুম্মা আমিন।


গুলনাহার সাহাবউদ্দিন নামা

১।
একটা জন্মদিনের অনুষ্ঠানে,
কুটকে বসে আছি এক কোনার সোফায়।

এন্ড দেন দেয়ার ইজ

মইরা তো একদিন যাইতেই হইবো।
সো যেকয়দিন বাইচা আছি, পিত্থিবির রূপ-রস-গন্ধ চাইখা লই। আমার্মতো মুখ্যুসুখ্যু মাইনষেগোর এই একটাই সমির্সা। দুইন্যাটারে দুই চৌখ দিয়া দেইখা ফেলতে শখ হয়, দুইকান দিয়া সবকিছু শুইন্যা ফেলতে শখ জাগে, নাকের ছুট্টু দুই ফুটা দিয়া সব সুগন্ধ দুর্গন্ধ মাথার ভিত্রে লইয়া খিচুরী বানাইতে শখ হয়। সারাদিনের বোওওওরিং কাজ কাম শ্যাষ কইরা নেটে মাথা ঢুকাইয়া বিনোদিত হইতে ইচ্ছা হয়। সেই নেটের দুইন্যাও যদি পাইন্সা হইয়া যায়? তাইলে আমাগো আর কি বাকি থাকে। যাও এক দুইখান বিনোদোন আছিলো, তাও হাতছাড়া হইয়া গেলোগা চৌখের পলক ঝাপ্টাইটে না ঝাপ্টাইতেই।
অহন, বিটকাইল্যা দিন পার কইরা আইয়া মনিটরের সামনে বইয়া ঝিমাই। মনের ভিত্রে গিয়ানী গিয়ানী কথাবাত্রা বলক দিয়া ওঠে। ঐযে কইলাম মুখ্যুসুখ্যু মানুষ, তাই সেই বল্কানি উঠা কতাগুলা আর ফিরনী পায়েস হইয়া ওঠে না। হুদাই চাইরদিকে দুধ পোড়া গন্দ ছড়াইয়া যায়।