ইউজার লগইন

আবদুল্লাহ আবু সায়িদ স্যার

``মন্ত্রী-এমপিদের কোনো নীতি নেই` - সায়িদ স্যার এই কথাটি বলার কারনে স্যারকে নাকি আমাদের জাতীয় সংসদে গিয়ে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবী তোলা হয়েছে শোনা যাচ্ছে! স্যার, আমি এই দেশের নাগরিক, ওই ১৬ কোটির মানুষের মধ্যে আমিও একজন এবং আমি বলছি আপনাকে ক্ষমা চাইতে হবেনা, কোন ভাবেই না! আপনি যা বলেছেন তা আমারো মনে কথা, আরো অনেকের! ঠিক কথাই বলেছেন!

এই BAL সরকারের আবুল মন্ত্রী গুলো হয়ত আপনাকে জোর করেই ক্ষমা চাওয়াইতে পারে তবে আমরা তা হতে দিবোনা! প্রয়োজন হলে যেই সংসদে আপনাকে ক্ষমা চাইতে ডাকা হচ্ছে ওই সংসদে আমরা আপনার ছাত্ররা দেয়াল তৈরি করে দিবো আপনার জন্য।

এই রাজনীতিবিদরা দেশ টাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতেসি না! কেউ কিছু বলতেও পারবেনা! বললেই ক্ষমা চাইতে বলা হচ্ছে বা পারলে গুম করে দেয়া হচ্ছে! কিছু কিছু মানুষ যে কথা বলে যাচ্ছেন, এটাও সত্যি তবে আমরা কয়জন তার পাশে গিয়ে দাঁড়াচ্ছি? তাকে সাহস দিতেসি? আমার ভয় হয়, এই আবুল মন্ত্রী গুলো হয়ত স্যারকেও ক্ষমা চাইতে বাধ্য করবেন, আমরা যদি প্রটেস্ট না করি! স্যারের কর্মকাণ্ডের সাথে আমি কোন ভাবেই জড়িত নই, তবে উনি যা করে যাচ্ছেন তা আমি সম্মান করি এবং এই সম্মান থেকেই আমি স্যার কে ক্ষমা চাইতে দিবোনা!

হতাশ হই ব্লগ কমিউনিটির কাজ-কর্ম দেখে! ব্লগে লেখা-লেখি তারাই করেন, যারা বই পড়তে ভালবাসেন, যারা লেখালেখি করতে ভালবাসেন আর এই লোক গুলোই কি স্যারকে ভালবাসেন না? ব্লগ কমিউনিটি থেকে কি আমরা আলাদা করে হইলেও একটা বিবৃতি লিখে বিভিন্ন পত্রিকায় পাঠাতে পারি না যে, স্যার যা বলেছেন সঠিক বলেছেন এবং উনি ক্ষমা চাওয়ার মত কিছু বলেন নি? এমন মেসেজ কি আমরা সরকারের সামনে রাখতে পারিনা?

আমরা জোরে কথা বলছিনা দেখেই আজ আমাদেরই নির্বাচিত সংসদ থেকে স্যারকে ক্ষমা চাওয়ার মত কথা তোলা হচ্ছে! সময় চলে আসছে জোরে কথা বলার এবং একা নয় সবার একসাথে! আসুন কথা বলি এই অন্যায়ের বিরুদ্ধে, জোরে।

ছোট মুখে কিছু বড় মানুষের কাছে অনুরোধ করছি এইবারঃ

রায়হান ভাই ও মেসবাহ ভাই, ব্লগ মাধ্যমে আপনাদের চলাচল অনেক আগে থেকেই। অন্যদের সাথে একটু কথা বলে দেখেন! কয়টা মন্ত্রী ব্লগ পড়ে বলেন? ওদের চোখে মেসেজ দেয়ার জন্য প্রচার মাধ্যমের সাহায্য নেয়া দরকার!

মাসুম ভাই ও শেরীফ ভাই, বিবৃতি দেয়ার ব্যাপারটা একটু সিরিয়াসলি ভাবেন! ব্লগ কমিউনিটি গুলো থেকে প্রচার মাধ্যমে অবশ্যই কিছু মেসেজ যাওয়া উচিৎ, সরকারের উদ্দেশ্যে। আপনাদের সহায়তা কাম্য!

নজরুল ভাই ও রূম্পা আপু, আপ্নারা স্যারের কাছের মানুষ বলেই আমি জানি, এই ব্যাপারটা একটু খেয়াল রাইখেন। স্যারের জন্য আমরা সংসদের সামনে গিয়ে দাঁড়াবো।

ভাস্কর দা, আন্দোলনের মাঠ তৈরি হইতেসে, সামনে থেকে শ্লোগান দেয়ার প্রস্তুতি নেন!

জেবতীক ভাই, আপনার সাথে আমার কখনই কথা হয়নাই তবে আমি আপনার একজন অনুসারী। এই দেশের সব থেকে পপুলার একজন ব্লগার হিসেবে আপনিই হয়ত পারেন আমাদের সব গুলো ব্লগ কমিউনিটি গুলোকে একটি উদ্দেশ্যে কাজের আহবান জানানোর। সব গুলো ব্লগ হয়ত এক সাথে আসবেনা তবে একটি উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতেই পারি! সায়িদ স্যার ক্ষমা চাইবেন না এবং সংসদের এমন মন্তব্য তুলে নিতে হবে এমন একটা মেসেজ আমরা প্রচার মাধ্যম গুলোকে পৌঁছে দিতেই পারি।

দিন দিন আমরা খারাপের দিকেই যাচ্ছি, মিসরে যদি ব্লগ কমিউনিটি এত বড় একটা পরিবর্তন আনতে পারে তাহলে আমরা কেন পারছিনা? আমাদের অবস্থা মিশরের থেকে কোন অংশে ভাল? কোন ভাবেই না! জাতীয় স্বার্থেও যদি আমরা এক হয়ে কাজ করতে না পারি আজকে তাহলে আমাদের খারাপ অবস্থার জন্য আমাদের কেই দায়ী থাকতে হবে! আজকে স্যারকে ক্ষমা চাইতে বলা হচ্ছে কালকে হয়ত আমাকে কোন ভাবে সায়েস্তা করে দেয়া হবে!

বিভিন্ন ব্লগে গিয়ে দেখলাম পারসোনালি অনেকেই অনেক কিছু লিখেছেন যা হয়ত আজকের পরে কালকেই দ্বিতীয় পাতায় আড়াল হয়ে যাবে, কিন্তু এইভাবে কোন লাভই হচ্ছে না! আমরা আমাদের দেশটাকে হারাচ্ছি। কষ্ট লাগে ভাবতে, কিছু একটা করা দরকার একত্রে!

একটি প্রস্তাবঃ
আমরা বন্ধু ব্লগ থেকে একটি বিবৃতি তৈরি করে তা প্রথম আলো ও বাংলানিউজ২৪-এ প্রকাশের ব্যবস্থা করলে কেমন হয়? ঠিক এই কাজটি, অন্য সকল ব্লগের পরিচালনাকারীরা করতে পারেন নিজেদের উদ্যোগে! মেসেজ দিয়ে কতটুকু লাভ হবে তা চিন্তা না করি আমরা, তবে এমন একটা মেসেজ পৌঁছানো প্রয়োজন!

পোস্টটি ২৭ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


আমরা নেটে ব্যাপক লাফালাফি করি.. কিন্তু বাস্তবে রাস্তায় নামলে ১০/১২ জনের বেশী হয় না Sad ... অনেক দিন তো দেখলাম। একটা মানববন্ধনের ডাক দিলে সর্বসাকুলে ১২/১৫ জন। ব্লগ/ফেসবুক আসলে কতটা বিকল্প মিডিয়া হিসেবে দাড়িয়েছে সেটা ভাবার সময় এসেছে।

যাউকগা... রনির সাথে সহমত জানাইয়া গেলাম (সব্বাই তাই করে Wink )

সদ্য সংবাদ : আবু সায়ীদের সমালোচনা করা ঠিক হয়নি: ডেপুটি স্পিকার

রন's picture


আমাদের মাঝে কিছু একটা মিসিং! যার কারনেই এতো কিছু হয়ে যাচ্ছে আমরা চুপ করে আছি Sad

শওকত মাসুম's picture


কেডায়? রন নাকি?

রন's picture


জী মাসুম ভাই, আমিই! আজকে হটাত খেয়াল করলাম পেছনের দেয়াল টাও নাই, আর চুপ থাকতে পারলাম না!

জেবীন's picture


আদর্শ ব্লগারের(!) মতোন উচাঁ গলায় লেখার সাথে সহমত জানায়ে গেলাম!

রন's picture


লজ্জা লাগতেসিলো চুপ করে থাকতে, তাই... Smile

তানবীরা's picture


আদর্শ ব্লগারের(!) মতোন উচাঁ গলায় লেখার সাথে সহমত জানায়ে গেলাম!

জ্যোতি's picture


এই সরকারকে ভোট দিছিলাম বলে লজ্জিত। নিউজ দেখা/ পত্রিকা পড়া ছেড়েই দিছি। অসহ্য লাগছে কান্ডকারখানা।এদের পক্ষে সবই সম্ভব।

রন's picture


আমারো একই অবস্থা! যা ইচ্ছা করে যাইতেসে Sad

১০

শওকত মাসুম's picture


পত্রিকা পড়া ছাইরো না প্লিজ লাগে Smile

১১

রাসেল আশরাফ's picture


আমাদের ডাঙ্গায় বাঘ আর জলে কুমি্। Sad

১২

রন's picture


হুম! তাই বলে এদের ভয়ে আর কতদিন নিজেদের লুকিয়ে রাখব! কিছু একটা তো করা দরকার সবাই একত্রে!

১৩

রুম্পা's picture


একটি অনলাইন পত্রিকার জন্য একটা লেখা লিখেছি। পাঠিয়েছিও। ক্ষোভের লেখা, জানি না ছাপাবে কিনা। অনুমতি দিলে লেখাটি এখানে পোস্ট করতে পারি।

১৪

রন's picture


রুম্পা আপু, অনুমতি দেয়াই আছে, আপনি লেখা দিতে পারেন Smile

১৫

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হুমম...জাগ্রত থাকো.....

~

১৬

হাসান রায়হান's picture


ডেপুটি স্পিকার দেখলাম সেন্সিবল কথা বলছেন। আর আগাবেনা না মনে হয়।

১৭

মেসবাহ য়াযাদ's picture


রুম্পার পোস্টে একটা মন্তব্য দিয়েছি বলে এখানে আর কিছু বললাম না। শুধু ঘৃণা জানিয়ে গেলাম...

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Stare

১৯

অনিমেষ রহমান's picture


মন্তব্যসহ লেখা পড়লাম।
সাথে আছি বন্ধু।

২০

৬ টি তার's picture


Applause Applause Applause Applause Applause

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রন's picture

নিজের সম্পর্কে

কি কমু?