সহজ কথা
রবি ঠাকুর বলেছিলেনঃ
সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায়না বলা সহজে।
আসলেই তাই।
কত সমস্যা, কত ছোটো ছোটো অব্যক্ত বেদনার কথা বলতে চাই, কিন্তু ঠোঁটের কোণায় এসেও আবার ফিরে যায় সেগুলো, চুপ হয়ে যাই।
ভালো লাগে না।
চাকরির অনিশ্চয়তা আমাকে ভীষণভাবে বিক্ষিপ্ত করে দিচ্ছে।
ভয়ঙ্কর নিঃসঙ্গ লাগে নিজেকে আজকাল।
কী হবে, ভবিষ্যতে কী আছে, জানিনা।
ঈশ্বরবিশ্বাসী হলে বলতাম, আল্লাহ্ই জানে। কিন্তু সে চর্চা বাদ দিয়েছি আজ প্রায় বিশ বছর। তাই সংকটের সময় শুধু ঈশ্বরকে ডাকার ভণ্ডামিটা আমার আসেনা।
নিম্নবিত্ত হলে কুলিকামিন খাটা যায়
উচ্চবিত্ত হলে পিতৃদত্ত টাকায় চলা যায়।
শালার মধ্যবিত্ত হলে কিছুই করা যায়না।
এমন একটা বেড়ী এই সামাজিক বাঁধন, চাকরি, পড়াশোনার বাইরে কিছু চিন্তা করার যে স্বাধীনতা, তা একরকম হরণ করে নিয়ে আমাদেরকে একটা খোঁড়া মানুষের মতো ঠোক্কর খেয়ে খেয়ে পথ চলতে বাধ্য করে।
ভালো লাগছে না
কিচ্ছু ভালো লাগছে না
কিচ্ছুটি ভালো লাগছে না।
মন্তব্য করুন