লিমেরিক, হয়তো
১
ঈশ্বর কি অপ্সরাকে বলতে কিছু চাইছিলেন?
স্বয়ং তিনি স্বয়ংবরের লোভের মাশুল তাই দিলেন?
প্রবঞ্চকের প্রপঞ্চতে ফের যদিবা ঠাঁই নিলেন
ঊর্বশী আর রম্ভা তবু উল্টো সুরে গাইছিলেন।
------------------------------------------------
২
তস্করে যে বাক্স লোটে ফস্ করে তা খোয়ায় না
হরহামেশা দৌড়ানিতে হরকরা রাত পোহায় না
------------------------------------------------
৩
কাছের মানুষ মন্দ হলে কপালটাকে গাল পাড়ি
জগত যদি ধন্দে ভরা,কার সাথে ভাব কে আড়ি?
---------------------------------------
মাথায় আসা হঠাত লাইনগুলো ছন্দোবদ্ধ ভাবে সাজিয়ে লিখতে গেলাম, এখন বলছে ৫০ শব্দের কমে ব্লগ হবেনা। তাহলে রবি ঠাকুরের ক্ষণিকা লেখা হতো? অথবা কোনো তিন পদী জাপানি হাইকু?
অথবা সবচেয়ে ছোট উপন্যাস?
জানিনা বাপু, খুবই অসহ্য এই শব্দের ঘ্যানঘ্যানানি।
লিখতে চাই, কিন্তু যা মনে আসে, মনের আশে পাশে তাকে ৫০ শব্দের মধ্যে বাঁধতেই হবে এটা জেলখানার মতো লাগে। বন্দী বন্দী।
মন্তব্য করুন