সতেরো কোটি জানোয়ারের দেশ ?
দাঁড়িটুপি মানেই জামাত না, তাহলে শোলাকিয়ার পীর শাহবাগে গিয়ে সংহতি জানাতেন না
আবার দাঁড়িটুপি মানেই ফেরেশতা না, তাহলে নিজামী, সাঈদী, গোয়াজম, মুজাহিদ এরা সবাই ফেরেশতার কাতারে পড়তো
ইসলাম মানেই যেমন জামাত না, তেমনি জামাত মানেই ইসলাম না
ইসলামের সমালোচনা করা মাত্রই সে জানোয়ার না, তার জীবনের অন্য অনেক মূল্যবোধ থাকতে পারে যাকে শ্রদ্ধা করা যায়
ইসলামকে ভালোবাসা মাত্রই সে অটোম্যাটিকালি মহামানব না, তার জীবনের অনেক মূল্যবোধ থাকতে পারে যেটা ঘৃণিত
ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম না, ইসলাম শুধুমাত্র তার অনুসারীদের কাছে শ্রেষ্ঠ ধর্ম
ইসলাম বাংলাদেশেরও একমাত্র ধর্ম না, ইসলাম শুধুমাত্র বাংলাদেশের অনেকগুলো ধর্মের মধ্যে একটা ধর্ম
ধর্মবিশ্বাস কারো জন্য কাজ করে, ধর্মবিশ্বাস কারো জন্য কাজ করেনা। এইজন্য অটোম্যাটিকালি কেউ কারো থেকে উচ্চস্তরের বা নিম্নস্তরের হয়ে যায়না
ধর্মবিশ্বাস এক হলেও তাকে মাথায় তুলে নাচার কিছু নেই, আবার ধর্মবিশ্বাস ভিন্ন হলেই তার বাড়িতে আগুন দেয়ার বা তাকে ধর্ষণ করার কিছু নেই
ধর্ম একটি বিশ্বাস, মানবতাও একটি বিশ্বাস, মুসলিমের আগে আমরা মানুষ, হিন্দুর আগে আমরা মানুষ, খ্রিস্টানের আগে আমরা মানুষ, বৌদ্ধের আগে আমরা মানুষ
জানোয়ার আরেকটা জানোয়ারকে খুন করলে সে জানোয়ারই থাকে
কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে খুন করলে সে মানুষ থাকেনা, জানোয়ারে পরিণত হয়
ভেবে দেখুন, নিজের বিশ্বাসের সাথে না মেলার কারণে, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হবার সুবাদে, রাষ্ট্রের সকল রকম সুযোগ সুবিধা ভোগ করে সংখ্যাগুরু মুসলিমরা সংখ্যালঘু অমুসলিমদেরকে কিভাবে তুচ্ছ করে। প্রতিনিয়ত।
ছোটবেলায় শুরু হয় লাল পিঁপড়া, কালো পিঁপড়ার ভেদাভেদ, আরেকটু বড় হয়ে মালাউন গালি আর পূর্ণবয়স্ক হলে দলবেঁধে খুন আর আক্রমণ।
সতেরো কোটি জানোয়ারের দেশ হিসেবে পরিচিত হতে কেমন লাগবে আপনাদের?
এই দেশে সবাইকে জানোয়ার বলার যুক্তি কোথায় পেলেন? কারা মারছে, কাদের কারণে এই বিশৃংখলা সেটা নিশ্চয়ই আপনার অজানা না।
আমার মনে হয় ইঊ আর জাম্পিং দ্য গান আ বিট। আমি বলিনি এটা জানোয়ারের দেশ, আমি প্রশ্ন করেছি সেটা হতে দেখলে কেমন লাগবে। প্রশ্নটা না বুঝেই অযথা উত্তেজিত হবেন না প্লিজ।
না বাংলাদেশ সতেরো কোটি জানোয়ারের দেশ নয়। হতেই পারেনা। কোনোদিন হবেও না। রাজনীতি বাংলাদেশকে যতোটা কলূষিত করেছে, করে চলেছে, আর কোনো দিকে বাংলাদেশ ততোটা পিছিয়ে নেই। আমরা অগ্রগামী। আমরা হারতে জানিনা। আমরা বাঙালি। রাজনীতি থেকে আমাদেরকে 'কালো ভূত' সরিয়ে ফেলতে হবে। তবেই বাংলাদেশ সতেরো কোটি মানুষের দেশ হয়ে যাবে। অনেকদিন আগে লেখা নিজের একটি কবিতার শেষ লাইন উদ্ধৃত করছি:
‘নিশ্চয়ই মানুষেরা খুঁজে পাবে সুবর্ণ সময়।’
কোনোদিন না হোক সে কামনা আমিও করি। তবে কি'না আশঙ্কা আশার চেয়ে শক্তিশালী। আশা করিনা, কিন্তু আশঙ্কা হয় নিয়তই।
মন্তব্য করুন