আজ রাতে আমি লিখতে পারি - পাবলো নেরুদা
আজ রাতে আমি লিখতে পারি তীব্র শোকের পংক্তিমালা
যেমন লিখবো, "নীল তারা ছাওয়া আকাশ আছে কাছে
আরও আছে কাঁপন - সুদূরে।"
আছে আকাশের ঘূর্ণিপাকে গান গাওয়া নিশি হাওয়া
আজ রাতে আমি লিখতে পারি সবচেয়ে দুঃখী পংক্তিমালা
ভালোবেসেছি আমি তাকে, হয়তোবা কখনো সে'ও আমাকে।
বুকের মুঠোয় পুরে এমনই রাত পার
নিঃসীম নক্ষত্রের নিচে গাঢ় চুম্বন বারংবার
সে ভালোবেসেছিলো, কখনো আমিও তাকে।
অমন স্থিত চোখ পারা যায় ভালো না বেসে?
আজ রাতে আমি লিখতে পারি শোকার্ত পংক্তিমালা
এই ভেবে, সে আমার নয়। এও জেনে, তাকে হারিয়েছি আমি।
গাঢ় ,তার বিহনে গাঢ়তর আঁধারের শব্দ, শোনায় উৎসুক আমি
টুপটাপ শিশিরের মতো শব্দমালা ঝরে ভেতরে আমার
অপারগ প্রেম আমার, কী আসে যায় তাতে?
আকাশে তারারা এখনও ঝিলমিল - কেবল সে নেই, নেই সাথে।
এই ই সব। দূরে গাইছে কেউ। সুদূরে।
হৃদয় পরিতৃপ্ত নয়, হারিয়েছি তাকে।
দৃষ্টি খুঁজে ফেরে যাকে নিকটের আশে
মন তাকে চায় - নেই, নেই সে পাশে।
সেই রাত, গাছগুলো তেমনি সাদাটে
আমরাই শুধু নই আগের দু'জন।
নিশ্চিত,আর ভালোবাসিনা, কিন্তু হায় কী ভীষণ ভালোবেসেছিলাম!
মগ্নস্বর,বাতাসে ভর, ছুঁতে চায় কান তার।
অপরের। ও হবেই অন্য কারো।
আমার চুম্বনপূর্ব যেমন অন্য কারো ছিলো কণ্ঠ তার, দৃষ্টি অসীম, উজ্জ্বল শরীর।
আর ভালোবাসিনা তাকে, কি জানি হয়তো বাসি!
ক্ষণকালের প্রেম, বিস্মৃতি অনন্তের।
কারণ এমনি রাত ছিলো, যখন বাহুডোরে সে আমার।
চিত্ত অপরিতৃপ্ত ক্ষয়ে।
যদিও এই শেষ তাকে নিয়ে শোক
এই শেষবার লেখা দুঃখী পংক্তিমালা।
মূল কবিতা : Tonight I Can Write - Pablo Neruda
অসাধারণ..
মন্তব্য করুন