ইউজার লগইন

দুঃখিত! এই ছবি গুলান কবে কোথায় তোলা হয়েছে বলব না :D

Pic1

Pic1

Pic1

Pic1

Pic1

Pic1

Pic1

Pic1

Pic1

Pic1

শুনেছি আজ সন্ধ্যায় কোথায় যেন এক সমাবেশ হয়েছে, ঐ সমাবেশে আবার ব্যাপক খানাপিনা হয়েছে।

ঈমানে কইলাম আমি দুইখান চকলেট আর এক গ্লাস লাচ্ছি ছাড়া কিছু খাইনাই। আবার গোপন সূত্র (নজুদা) থেকে জানলাম ওরস্যালাইনের সংকটের কথা, ইহা জাইনা মনে আনন্দ পাইছি Big smile

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

তারার হাসি's picture


আমি মনে হয় গোপন সভার ছবির প্রথম দর্শক!
থাক আমিও জানতে চাইব না ছবিগুলি কোথাকার এবং ছবিতে কারা কারা আছে। Smile

নাহীদ Hossain's picture


খালি খাওন আর খাওন .................. Shock

বকলম's picture


প্রথমেই ছবির জন্য অসংখ্য ধন্যবাদ মিশু ভাইকে।

এখন আসি গেস গেম এ।

প্রথম ছবির সর্ব বামে খুব সম্ভবত মুক্ত বয়ান। বাকী কাউরে চিনি না। সর্ব ডানে সম্ভবত তায়েফ আহমেদ (?)।

২য় ছবির দুই আন্টি থুক্কু আপুমনিদের একজন নুশেরাপু অন্যজন তাঁরার হাসি আকা এফ বেগম। বেগুনী শার্ট পড়াটা মনে হয় পারভেজ ভাই (পুরাটাই আন্দাজ এর উপর)।

৩ নং ছবির সর্ব বামের জন অদ্রোহ হইলও হইতে পারে। (আল্লাহ মালুম)

৪নং ছবির এ্যাশ কালারের শার্ট + চশমাওয়াটা আমাদের টারটেল ভাই ওরফে সাইফুর ভাই মনে মনে হইতাছে।

৫নং এ জীভে জল আনা ফুচকার ছবির জন্য আপনাগোরে মাইনাচ।

৬নং এ আমাদের নরাধম বদ্দা আকা মাহফুজ ভাই।

৭নং এ রাজকন্যা ও সুপার মডেল অপনা মা'মনি।

কতটুকু গুলায়া ফেললাম কেউ ক্লিয়ার করলে ভাই হইতো। ইহা নিতান্তাই ঝড়ে বক মারার অপচেষ্টা।

নুশেরা's picture


ঝড়ে বক মইরা পচা গন্ধ ছড়াইতেছে Tongue

১ এ তায়েফ সর্বডানে ঠিকই আছে। খাদ্যপানীয়ের প্রতি তার প্রীতি ব্ই বা পাঠাভ্যাসের চেয়ে কম না বোঝা গেছে। তার ঠিক পাশে সাদাকালো স্ট্রাইপের টিশার্টে রাকিব। লাল টিশার্ট শামসীর (মতান্তরে শামসীর নানা)।

৩ এ অদ্রোহ মাঝেরজন। বামের লাল টিশার্টের মালিক হলো সবচেয়ে চুপচাপ আজম

টুটুল's picture


রাকিবরে তো দেখি শুধু খানাপিনা নিয়েই বিজি ছিল Wink

তায়েফ আহমাদ's picture


আমারে খাদক অপবাদ দেওনের জইন্য তীব্র ধিক্কার।
ভদ্রতা দেখাইতে গিয়া কেউ খায় না, এইদিকে আবার খাওন নষ্ট করনও গুনাহের কাম।
দুইয়ে মিল্যা আমি একটু সওয়াব কামাইছি বইলা আপ্নে এইভাবে কইতে পার্লেন!! Sad Sad Sad(

আরাফাত শান্ত's picture


বেশ।
১বস্তা ধইন্যাপাতা!

সাহাদাত উদরাজী's picture


বেশ জমছে!

নুশেরা's picture


মিশু নামের পাপ্পারাজির ছবি দিয়ে জনগণকে সতর্ক করে দেয়া হোক Crazy

১০

টুটুল's picture


মিশুরে মাইকে ধন্যবাদ Smile

আর অংশগ্রহণকারী সকলের উচ্ছাসের ছোঁয়া মনে হয় ঢাকায় বসেও টের পেলাম Smile ... অংশগ্রহণকারীদের মধ্যে যারা যারা লেখালেখি থেকে অনেক দুরে বসে বসে ঝিমাচ্ছেন... তাদের নেক্সট আড্ডায় জরিমানার সিস্টেম চালুর অনুরোধ জানাই Smile

১১

ভাঙ্গা পেন্সিল's picture


আগে থেইকা বয়ানদা আর অদ্রোহরে চিনি। শশমা দেইখা নুশেরাপুরে চিনলাম, তারার হাসি তো তারপরে আর চেনা লাগে না Big smile । আন্দাজের উপরে পারভেজ ভাইরেও চিনলাম(বেগুনি শার্ট)। আর কাউরেই চিনতে পারলাম না। বকলম এর কমেন্টে বাকিদের চিনতে পারলাম।

ব্লগে ছবি পোস্ট ট্যাগিং এর সিস্টেম চালু করা হোক Tongue

১২

টুটুল's picture


আচ্ছা এই ধরনের সিস্টেম আছে নাকি? লাইক এফবি

১৩

ভাঙ্গা পেন্সিল's picture


মজা কইরা কইছিলাম। ইম্পলিমেন্ট করা হার্ড মনে হয়. ইমেজ ম্যাপিং দিয়া করা যায়, গুগল এনালিটিকসের গ্রাফের মতো করে। ইমেজ ম্যাপিং এর নমুনা দেখতে পারেন এখানে

গুগল মামারে একটা খোঁচা দিয়া দ্রুপালের জন্য এই লিঙ্কটা পাইলাম। তবে জেক্যোয়ারি দেখে একটু স্লো হবে স্ক্রিপ্ট লোড করার কারণে। ইউজ করে দেখতে পারেন। ম্যানুয়ালি কোড করতে পারলে ভাল হইতো, জাভাস্ক্রিপ্টের বস লোকদের জন্য ব্যাপার হবার কথা না Glasses

১৪

লীনা দিলরুবা's picture


চাটগাঁর লুকরা দেখি খালি খাওয়া-দাওয়াই করছে Cool আড্ডা হৈছে নাকী খাড্ডা Tongue

১৫

নুশেরা's picture


যার চোখ যেইদিকে যায় Big smile

১৬

রাসেল আশরাফ's picture


আড্ডা আর খাড্ডা দিয়া দেশটা শেষ হয়ে গেল.।আড্ডা-খাড্ডা মাইনাস Tongue Tongue Tongue

১৭

নুশেরা's picture


ঢাকা থেকে মেসবাহভাই, টুটুলদা প্রমুখ, মধ্যপ্রাচ্য থেকে বকলমভাই, কোরিয়া থেকে রাসেল আশরাফ সহ বিশ্বব্যাপী ব্লগারকুল ফোনাফুনির মাধ্যমে এই আড্ডায় শরিক হন। ছবিতে তার প্রমাণ দেখা যায় Smile

১৮

নুরুজ্জামান মানিক's picture


ডাবল মাইনাস

১৯

রায়েহাত শুভ's picture


দিক্কারে দিক্কারে চিটাং ছয়লাপ হৈয়া যাউক...
আম্রা বঞ্চিতদের পক্ষের লুক...
পৃথিবীতে দুই ধরণের মানুষ রৈছে, যারা আড্ডা দিছে আর যারা আড্ডা মিস্কর্ছে...

২০

তায়েফ আহমাদ's picture


আহারে....।
পুলাটা ......।
বড় কষ্ট পাইছে.....।
Crazy Crazy

২১

শাওন৩৫০৪'s picture


একমত সহকারে সহমত----
প্রাত:স্মরণীয় বাণী-----

পৃথিবীতে দুই ধরণের মানুষ রৈছে, যারা আড্ডা দিছে আর যারা আড্ডা মিস্কর্ছে...

যারা আড্ডাইছে, ওদেরকে মাইনাস সহকারে রিপুর্ট করলাম, লাল বাটন---
আহেম, ঢাকার আড্ডায় আম্রা যামুতো? আমাগো নিবো? Stare

২২

রোহান's picture


হ আম্রা সেরাম বন্চিত হইছি... এতোগুলান দুস্তপাল আড্ডাইলো আর আম্রারে এক্ষান ফুন পর্যন্ত দিলো না... দিক্কার দিক্কার...

২৩

মুকুল's picture


দিক্কার! Sad

২৪

সাঈদ's picture


দিক্কার । Crazy

২৫

শওকত মাসুম's picture


মিশু দেশে আসলেন, ফেসবুকে স্ট্যাটাস পালটাইলেন, থবরও দিলেন না যে। মিশুরে মাইনাস্
চট্টগ্রামবাসীদেরও আড্ডা রোগে ধরুক। আমিন।

২৬

বকলম's picture


এতকিছু গেস করলাম বাট কিন্তু শিরোনামের কুশ্চেনের উত্তর টাই দেয়া হয় নাই। আড্ডাবাজীর এই স্পটটা খুব সম্ভবত 'সানমার ওশান সিটি', নাকি মিছা কইলাম?!

২৭

নীড় সন্ধানী's picture


১০০% সঠিক উত্তর! Smile

২৮

বকলম's picture


ছবিতে নীড়দা কোনটা?!!

২৯

বকলম's picture


নাকি পারভেজ ভাইই নীড়দা?!! Wink

৩০

নীড় সন্ধানী's picture


Glasses Glasses Glasses
আরেকটু নীচের দিকে খেয়াল করলেই পেয়ে যাবেন উত্তর।

৩১

নীড় সন্ধানী's picture


আড্ডার ছবি দেখে ব্যাপক আপ্লুত হলাম। আফসোসায়িত হলাম। বহুদিন আড্ডা দেইনি। এই একটা নিশ্চিত আড্ডা মিস করতে হলো বেরসিক লাল চোখের যন্ত্রনার জন্য। সপরিবারে আক্রান্ত বলে কথা! Sad Sad

তিন-চার দিন চোখ খুলে ভালো তাকাতে পারিনি কারো দিকে। আজকেই পুরোপুরি সেরেছে। গতকালও দেখি দুই চোখের দুই সাইজ। দুই চোখে মিলিয়ে মোট সোয়া দুই চোখে তাকাতে পেরেছি। নতুন কেউ দেখলে ভড়কে যেতে পারে বলে আড্ডায় হাজির হইনি।

আড্ডা শুনে ভেবেছি ৪/৫ জনের মতো হবে। চট্টগ্রামে এতজন ব্লগার আছে ভাবতেই পারিনি। তেরোজন! এর মধ্যে একজন বিয়ে করতে যাচ্ছে শোনা গেল, কোন সে জন? আরেকটা আড্ডার সুযোগ তৈরী হবে নাকি বিয়ে বাড়ীতে? Party Party

তবে আগামী মাসে কিংবা পরের মাসে আরেকটা ছোট খাট আড্ডার সম্ভাবনা ঘোষনা দিতে চাই। এই আড্ডায় উপস্থিত থাকতে না পারার খেসারত স্বরূপ সেই আড্ডার আপ্যায়নের ভার মডুরামকে না দিয়ে নিজের হাতে নিতে চাই। যদি ইফতারাড্ডা হয় সারাদেশের জীবিত/মৃত সকল ব্লগার স্বাগতম! Tongue Tongue Tongue

৩২

তায়েফ আহমাদ's picture


আমি সবার আগে উপস্থিতি ঘোষনা করলাম..। Big smile Big smile

৩৩

নীড় সন্ধানী's picture


Big Hug Big Hug

৩৪

শাওন৩৫০৪'s picture


ফডুর ফেভু লিঙ্ক নাই? উইথ ট্যাগিং?
ফডুতে চশমা পড়াডা নুশেরা আপু? নাহ, এ হৈতেই পারেনা!!

৩৫

নুশেরা's picture


হ আম্মো তাই কই। আমি এতো পচা না Stare

৩৬

ভাস্কর's picture


ইফতার আড্ডায় থাকনের আগাম ঘোষণা দিলাম...

৩৭

নুশেরা's picture


অগ্রিম স্বাগতম

৩৮

নীড় সন্ধানী's picture


Big Hug Big Hug নিশ্চয়ই

৩৯

জ্যোতি's picture


ছবি দেখে হিংসায় মরছি। এত খাওয়া মাইনষে খায়? এত খাইলে আড্ডা হলো কখন?নীড়দা কুনটা?

৪০

নীড় সন্ধানী's picture


এত্ত খাওয়া কই দেখলেন? এইটা তো মাত্র পানচিনি! আসল খানা তো শুরুই হয় নাই। নীড়দার গায়েবী উপস্থিতি ছিল, ফটুতে আসে না Wink

৪১

নুশেরা's picture


নীড়দা
আমার আর অপনার চোখেরও একই দশা ছিলো। আমরা কিন্তু সানগ্লাস ইস্তেমাল করে চলে গেছি। গিয়ে কাউকে ঠিকমতো দেখি না। কী আছে দুনিয়ায়- বলে চশমায় ব্যাক করলাম। খুশির কথা, সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও কেউ অস্বস্তি দেখায়নি Smile

আপনার জরিমানা ঈদ পুনর্মিলনীর জন্য তোলা থাকলো।

৪২

নীড় সন্ধানী's picture


আমি তেকোনা চোখে কালো শশমা নিয়েও চলে যেতাম। কিন্তু অফিস থেকে বাসায় ঢুকেই ডাক্তারের কাছে ছুটতে হলো পিচ্চি দুটোকে নিয়ে। ফিরতে ফিরতে রাত আটটা পেরিয়ে গেছে। আগামী আড্ডা নিশ্চয়ই বাদ যাবে না.........ইফতারাড্ডা হোক কিংবা ঈদুলআড্ডা হোক .. Smile

৪৩

একলব্যের পুনর্জন্ম's picture


লাল শাড়ী পরা ভদ্রমহিলা কে ? ভাবের তো সীমা নাই তাঁর !! Wink

৪৪

নুশেরা's picture


লাল জামা পরা ঐটা শিশু। লাল শাড়ীর ভদ্রমহিলা পাইলা কই? শাড়ি দেখা যায় যেইটা ঐটারে বলে দারুচিনি রং। বড়জোর জাফরান রং বলা যায়। রঙচঙ কিচ্ছু চিনেনা পুলাপান, আপসুস

৪৫

নুরুজ্জামান মানিক's picture


অপর্ণা কথিত ভদ্রমহিলার কাছ থেকে রঙ বিষয়ে অনেক জ্ঞানলাভ করলাম ।

৪৬

একলব্যের পুনর্জন্ম's picture


হ্যা , মানিক ভাই । দারুচিনি জীবনে দেখি নাই মনে হচ্ছে এখন । Sad

৪৭

একলব্যের পুনর্জন্ম's picture


ক্যাটকেটে যেইটা চোখে বাজতেছে কালার মইধ্যে লাল লাল .........ওইটা লাল না !! আল্লা মালুম । বেশি রংটং দেখলে চোখের পাওয়ার কইমা যায় , আমার সেই দশা Sad Sad

৪৮

নুরুজ্জামান মানিক's picture


আমি মাত্র চোঁখে এন্টিবায়োটিক ড্রপ দিলাম তাই মনে হয় আমিও ঝাপসা দেখছি অগত্যা লাল থুক্কু জাফরান দারুচিনি ইত্যাদি রঙের শাড়িওয়ালী যা বলেছেন তাই সত্য বলে মেনে নিলাম Devil

৪৯

মাহবুব সুমন's picture


Sad

৫০

নজরুল ইসলাম's picture


কালকে দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না আমাদের এলাকায়। তাই সেলফোনে চার্জ দিতে পারি নাই, নাইলে ইচ্ছা ছিলো ফোন করে সবটিরে কইষা ঝাড়ি দিমু বাড়িত গিয়া পড়তে বসনের জন্য। এত কীসের আড্ডাবাজী? পোলাপান সব উচ্ছ্বন্নে যাইতেছে
Angry Angry Angry Angry Angry

৫১

রাসেল আশরাফ's picture


ঠিক কইছেন নজরুল ভাই।আর দেখেন না এমনিতে ফাকিঁবাজি করছে তারপর আবার সেটা নিয়া কেমন লাফালাফি ঝাপাঝাপি করতেছে।শুনলাম সামনের শুক্রবারও নাকি ঢাকাতে এইরকম একটা আড্ডা আছে সেদিন কিন্তু অবশ্যই আগে থেকে সেলফোনে চার্জ দিয়ে রাখবেন এবং কইষা ঝাড়ি দিবেন পারলে কিছু গুন্ডা পাঠায় দিবেন। Steve Steve Steve Steve

৫২

নীড় সন্ধানী's picture


ভাল ছেলেরা আড্ডাবাজি করে না। মাগরিবের আজানের পূর্বেই ঘরে ফিরে যায়।
Cool Cool Cool Cool Cool Cool

৫৩

জ্বিনের বাদশা's picture


মাইনাচ এবং দিক্কার Crazy

Smile)

৫৪

মীর's picture


ছবি পোস্টের জন্য মিশুভাইকে ধন্যবাদ।

সবার জন্য নির্জলা হিংসা

৫৫

চাঙ্কু's picture


আমাদের দেখিয়ে দেখিয়ে সবাই এইরাম আড্ডায় আর খায় কেমনে !!! সবডি খাদক আর আড্ডক দেখি !!! আর সাষ্টের পোলাপাইন বেশী খায় জানতাম কিন্তু এইরাম বেশী খায় তাতো জানতাম না । আফসুস।
আড্ডায়িত সপাইরে মাইনাস ।

৫৬

তায়েফ আহমাদ's picture


চাঙ্কুরে সহমত।
সাস্টের পুলাপাইন আসলেই বেশী খায়! Wink Wink
বুয়েট-চুয়েট তো সেই তুলনায় পাখির আহার.... Big smile Big smile

৫৭

আশফাকুর র's picture


এর পরের ইফতারাড্ডাতে আমিও আসমু।দাওয়াত বঝে নিলাম।তখন দেখা যাবে খাদক কারে কয়।

৫৮

রোহান's picture


সাস্টের পোলাপাইন আর আইইউটির পোলাপাইন -- এগো লগে খানাদানা কম্পিটিশনে না যাওনই ভালা... আর নেহায়েতই যাইতে হইলে এই মুটাসুটা বান্দাকে সাথে নিয়া গেলে কিন্চিত লাভবান হইবার আশা থাকলেও থাকতে পারে...

৫৯

শাওন৩৫০৪'s picture


ঐ বেদ্দপ, সাস্টের পুলাপাইনরে বেশি খাইতে কই দেখলা?
আমারে কুনদিন খাইতে দেখছো? খালি আজাইরা --- Crazy

৬০

তায়েফ আহমাদ's picture


আহারে পুলাটা....
না খাইয়া, না খাইয়া শুকায়া গজার কাঠ হৈয়া যাইতেছে....।

৬১

চাঙ্কু's picture


২০২১ সালে সাষ্টেতো আমরাও ভর্তি হইতে যাইতাছি। তখন এত খানাপিনার পরতিশোধ নিপ ।

সাষ্টের পোলাপাইন নাকি খায় না !! আহারে !!! ফডুতে সাষ্টের সবডি পোলাপাইন না খেয়ে কিরাম ভদ্রভাবে দাড়িয়ে আছে !!! ওরা নন-খায়িত ছেলে !!! Tongue

৬২

তারার হাসি's picture


কয়েকটা ছবি নিয়ে গেলাম।

৬৩

টুটুল's picture


এইখানে আরো কিছু ফটুক আছে

৬৪

টুটুল's picture


CTG adda

৬৫

টুটুল's picture


ওরা ১১ জন।
বাম থেকে...
নরাধম, সাইফুর, আজম, তায়েফ, শামসীর, মুক্ত বয়ান, অদ্রোহ
বসে আছেন -
অন্যরকম, পারভেজ, আহমেদ রাকিব, মিশু
ফটোগ্রাফার: তারার হাসি

৬৬

নজরুল ইসলাম's picture


এই সবগুলা ছেলেই চাটগাঁর? Thinking Thinking Thinking

৬৭

মুক্ত বয়ান's picture


হা হা হা... Smile
তবে, একটা মজার ব্যাপার বলি। সবাই কিন্তু, চট্টগ্রামে থাকে না। হঠাৎ কেমন করে যেন সবাই একসাথে উপস্থিত হয়ে গেল। সেদিন রাতে আর আজ মিলিয়ে অন্তত: ৫-৬ জন আবার চিটাং ছেড়ে এখন ঢাকায়। Laughing out loud

৬৮

তায়েফ আহমাদ's picture


নজরুল ভাইয়ের সন্দেহ বাতিকের প্রতি তেব্ব দেক্কার.... Stare Stare

৬৯

টুটুল's picture


সহজ সরল জিজ্ঞাসায় দিক্কার ক্যান? Puzzled

৭০

নুশেরা's picture


এবির চট্টলাবাসী সদস্য আরো ছিলো কিন্তু, আসতে পারে নাই। নাঈম, আরিফ থেকে আনা দেশের বাইরে।

৭১

হাসান রায়হান's picture


Shock Shock Shock Shock

৭২

পারভেজ's picture


চমৎকার এই আড্ডার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। Smile
আমারবন্ধুকে কাছ থেকে জানার সুযোগ করে দেবার জন্য শামসীর, মিশু ও নুশেরাকে আলাদা করে ধন্যবাদ না দিলেই নয়।
আড্ডা যুগ যুগ জিয়ে Party

৭৩

আসিফ's picture


সবাই কত আড্ডা মারে! Sad

৭৪

বলদ's picture


আড্ডা ভালোই হইছে। সবাইরে দেখে ভালো লাগছিলো

৭৫

মুক্ত বয়ান's picture


এইটা কি??
আপনের আদি ও অকৃত্রিম নিক "কাছিম"এ আসেন... একটু গফ-সফ করি.. Tongue

৭৬

জেবীন's picture


"কাছিম" নিকে কি দারুন খরগোশ হারানি বুদ্ধি নিয়ে চলতো,  এখন "বলদ" নাম নিয়া সব খোয়াইছে,   নইলে আড্ডা'র মানুষদের সাথে কথা বলার জন্যে ফোন দিসি, ও আমারে বলে, ""এখন অনেক হাউকাউয়ে আছি পরে ফোন করমু নে!!" Surprised  কি আর করা কারো সাথে কথা হইলো না...

জলদি পাল্টাও এই নিক, 'কাছিম' নইলে 'সাইফুর' নামেই আসো... 

 

আড্ডাবাজ'রা@  দোয়া করি আরো আরো চেষ্টা চলুক চট্টলাবাসীদের যেন বড়ো হইয়া তারা আড্ডাবাজীতে  আমাদের ধারে-কাছে  আসতে পারে... Smile

৭৭

মেসবাহ য়াযাদ's picture


ফটুক ভালো হয় নাই... আমি কৈ... এইডা কি ফটুকশপের কারসাজি ?
মানিনা, মানবোনা... চিটাগাং এ যাবো না... Wink Big smile

৭৮

তানবীরা's picture


দুঃখিত! এই ছবি গুলান কবে কোথায় তোলা হয়েছে বলব ন

না কইলেন Crazy

৭৯

বোহেমিয়ান's picture


দিক্কার!

৮০

রুবেল শাহ's picture


একটা মাইনাস বাটনের খুব অভাব বোধ করছি .................

৮১

বিষাক্ত মানুষ's picture


বেশ

৮২

বিষাক্ত মানুষ's picture


খালি দুইটা কথা কইতে চাই.........

@নুশেরাপা , ঢাকায় যখন আসবেন আড্ডা দিতে তখন যদি এরকম স্নিকার আর টুইক্স এর দুইট বড় প্যাকেট না থাকে, তাইলে .......... Steve

৮৩

আজম's picture


ছবিগুলো খুঁজে পেলাম...সাড়ে তেরোজনের মধ্যে সাড়ে বারোজনকে আগে কখনো দেখিনাই (আমি ছাড়া!)
তবে আড্ডার ম্যাগনেটিক ফিল্ড খুবই শক্তিশালী থাকার কারনে তেমন সমস্যা হয় নাই Smile

@নুশেরা আপু, বাসায় এমনিতে থাকতে পারি না, আমি নাকি কম কথা বলি।এর উপর ব্লগ জগতে আপনি চুপচাপ হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছেন Shock ...দুনিয়ার কোথাও দেখি শান্তি নাই Sad

৮৪

নুশেরা's picture


@ বিমা
এই পোস্টের ৪২ নাম্বার মন্তব্যের দেনাটা ভু্ইলেন না য্যান Big smile

@ আজম
পর্যবেক্ষণ তাহলে ঠিকই আছে Smile
স্বাগতম এবিতে। জোর গতিতে শুরু হোক লেখালেখি। আমার মনে আছে, ছোট বাচ্চাদের জন্য বোধগম্যভাবে বিজ্ঞান বিষয়ক লেখালেখির পরিকল্পনা ছিলো তোমার। চাইলে সেটা শুরু করে দিতে পারো Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.