প্যারেডি গানের কী ছিরি...
অনেকদিন আগে কোনো একজন বিবাহিত লোকের মুখে শোনা গান।
'তুমি কি দেখেছো কভু, জীবনের পরাজয়। দুখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয়' এর প্যারেডি গান এটি:
সাধে কি বলিগো আমি
এ জীবন জ্বালাময়
বিয়ার পরেতে
বউয়ের জ্বালায়
তিলেতিলে মোর ক্ষয়।।
প্রতিদিন কত শালা-শালী আসে
বোনের খবর নিতে
সারারাত মোর বাইরে কাটে
মশার কামড়েতে।
নিউমার্কেটে পকেট আমার
শূণ্য হয়ে যায়
মুদির দোকানে বাকীর খাতাটা
পূর্ণ রয়ে যায়।
এক সাধের বউ তবু মোর
মুখ ভার করে রয়...
বিয়ের পরেতে বউয়ের জ্বালায়
তিলে তিলে মোর ক্ষয় ।।
স্নো-পাউডার-গহনা পর্লার
প্রতিদিন বায়না
হাইহিল আর সিনেমা ছাড়া
তাকে মানায় না
এই করে করে পকেট আমার
শূণ্য হয়ে যায়
মুদির দোকানী আমার দিকে
আড় চোখে তাকায়
এত সাধের বউ তবু মোর
মুখ ভার করে রয়...
বিয়ার পরেতে
বউয়ের জ্বালায়
তিলেতিলে মোর ক্ষয়।।
সাধে কি বলিগো আমি
এ জীবন জ্বালাময়
বিয়ার পরেতে
বউয়ের জ্বালায়
তিলেতিলে মোর ক্ষয়।।
ভাবতেসি বিয়ের পর কি শুধুই বউরাই স্বামীদের জ্বালাতন করে, নাকি উল্টাটাও কখনো কখনো ঘটে
কেমনে কই ? আমি জ্বালাই না, আমারেও না... আপনি টেরাই কইরা দেখতারেন। তারপর সেই অভিজ্ঞতা না হয় জানাইলেন আমগোরে...
এই জিনিস আপ্নে লিখছেন!! বিবাহিত দাদাভাই?
এখন বলতে যাইয়েন যে অন্যের লেখা কেবল পোষ্ট আপ্নে করছেন!!
অনেকদিন আগে কোনো একজন বিবাহিত লোকের মুখে শোনা গান।
'তুমি কি দেখেছো কভু, জীবনের পরাজয়। দুখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয়' এর প্যারেডি গান এটি।
এই ভূমিকাটা তোর চোক্খে পড়ে নাই ????
পুরা জীবনমুখী গান। বাপ দাদা'র মতো ক্যান যে ভুল করেছিলাম
তোমারও ওই লোকের মতো অবস্থা রাসেল ? আফসুস !
এই পোস্টে উদরাজী ভাইজানের কমেন্ট মিস করি
হ, হেরে সবতে মিল্যা যেই হারে পঁচাইছো ? একটা বিনোদন ছিলো পোলাটা। সেই পাঙ্গাস মাছের পেটি...গুলনাহার কী কী জানি লিখছিলো...
মন্তব্য করুন