আইজকা হের জন্মদিন
আমগো সবতের প্রিয় চৌধুরী সাহেবের (টুটুল চৌধুরী) জন্মদিনে একটা লেখা লেখনের ইচ্ছা ছিলো। সময় পাই নাই। তার জন্য আমি লজ্জিত। আইজকা হাতে কিছু সময় আছে। আইজকা আমগো এই ব্লগের একজন বিখ্যাত লেখকের জন্মদিন।
আমরা যারা একসময় এই ব্লগের বাসিন্দারা আড্ডা দিতাম, সবাই মিল্যা তারে লইয়া বিস্তর গবেষনা করছি। সে কে ? আসলে এই নামে কেউ আছে কি না ? এত্ত সোন্দর কৈরা কেমনে লেখে ? তার বয়স কিরাম... ইত্যাদি।
তারপর ঢাকার রাস্তায় যানজট বাড়ছে। সরকার পরিবর্তন হৈছে। আমগো আড্ডা কমছে। বুড়িগঙ্গায় মেলা ময়লা পানি বাড়ছে। তিনিও নিয়মিত লেখে গেছেন ব্লগে।
আমরা আবিষ্কার করলাম, তিনি একজন সংবাদকর্মী। আমাদের কারো কারো সাথে তার দেখাও হৈছে। একসাথে চা-বিড়িও খাইছি।
সেই তিনি, যার লেখা, কল্পনাশক্তি অসাধারণ। যার প্রতিটা লেখাই আমি অত্যন্ত মনোয়াগ দিয়া পড়ি। দুরন্ত, বোহেমিয়ান এক চরিত্র। সম্প্রতি তিনি আমাদের শোকের সাগরে ভাসাইয়া বৈদেশ চলে গেছেন। সেই মানুষটা, এবির ব্লগার, প্রিয় লেখক- মীর এর আজ জন্মদিন।
মিস ইউ। আই (উই) লাভ ইউ ম্যান।
এমন সোন্দর সোন্দর লেখা নিয়মিত আশা করছি আপনের কাছে।
দেশে, বৈদেশে যেইখানে থাকেন ভালো থাইকেন। অনেক শুভকামনা আপনের জন্য।
শুভ আর্বিভাব দিবস মীর ভাইজান।


বিদেশি কেক খাইতে মুঞ্চায় ..........
কতজন ক্রাশ ক্রুশও খাইছিলো সেই সময় :প
আহারে স্মৃতি তুমি বদনা
অসংখ্য কোটি কোটি ধন্যবাদ মেসবাহ ভাই। কিভাবে যে কৃতজ্ঞতা জানাই, বুঝতে পারতেসি না। আপনে বুঝে নিয়েন।
ধন্যবাদ উচ্ছল ভাই আর রাসেল ভাইকেও। পাশের থাকার জন্য, ভালবাসার জন্য
জন্মদিনের শুভেচ্ছা ব্রো।
অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ অতিথি, নিভৃতদা' ও টুটুল ভাই।
শুভ জন্মদিন (দেরীতে হলেও শুভেচ্ছাতে কোন খুঁত নেই)
জন্মদিনের বকেয়া শুভেচ্ছা ভাইজান।
তানবীরা'পুর মতো আমারও একই কথা। দেরীতে হলেও শুভেচ্ছাতে কোনো খুঁত নেই।
মন্তব্য করুন