------
কিছুটা সময় মুঠো তে বন্দি করতে সব পিছনে ফেলে ১৪ ঘণ্টা ছুটে চলা। সাদা বরফ দেখে যার শরীর হিম হয়ে যায়, কাঁপতে ২ ফুট বরফ হাচরে পাছরে ছোট এক কামরা র দরজায় টোকা দেয়া। শুধু একটু সংসার সংসার খেলার লোভে সবার চোখ ফাঁকি দেয়া, হাজার বাহানা দেয়া। ব্রেক আপ, প্যাঁচ আপ এর চিন্তায় চোখের জলে ভাসা। কোন এক সময় ছোট কোন ভুলে দূরে সরে যাওয়া আর অনেক অনেক বছর পর অকারন কোন চেনা পথে দেখা হয়ে গেলে শব্দ ভাণ্ডার খুঁজে খুঁজে হয়রান হওয়া। কোন কাব্যিক কথোপকথন নয়। কোন অভিযোগ নয়। দাঁড়ি পাল্লা হাতে ভালবাসা আর ছলনার মাপকাঠি নয়।
কিছু ই আর হবার নয়। তোমার অনুপস্থিত ব্যাথিত করে, ক্ষিপ্ত করে, রাগান্বিত করে।
কেন সেদিন এভবে ছুটে গিয়েছিল আজ ও জানে না। কোন প্রয়োজন ছিল না, জানা ছিল খুব শিগ্র এ দেখা হবে। এই তো মাস কয়েক। তাও সেদিন কোন এক অজুহাতে এতো দূর পাড়ি দেয়া। ৭ দিন নিজেদের মতো করে থাকা। আর কখন ও হবে কি হবে না, এমন ভেবে ই যাওয়া হয়তো। সমাজ সংসার সম্পর্কের বাইরে শুধু দুই জন মানুষের সহবাস এর আকাঙ্খা ই টেনে নিয়েছিল। কখন মনে হয় নি ভাবনা এমন ভাবে সত্য হবে। আর কখন ও কেউ কারো দিকে ছুটে যাওয়া হবে না, সম্পর্কে হাপিয়ে উঠলে পালিয়ে যাওয়া হবে না। বাচ্চাদের মতো অভিমান করে ডিনার শেষ এ এক জনের হাতে ছাতা দিয়ে আরেকজন বৃষ্টিতে নেমে যাবে না হন হন করে। যদিও গন্তব্য এক ই জানি। অব্যাক্ত অভিমান নিয়ে ই চলে গেলে, একা ছাতা হাতে দিয়ে।
মন্তব্য করুন