মা দিবস ইবুক - লেখা আহবান
মা - ছোট্ট শিশুর প্রথম ভালবাসা। নিরাপত্তা আর মমতায় গড়া সেই কোল, সেই উষ্ণতার পরশে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় মন। বড় হয়ে ওঠার সাথে সাথে মা'কে ঘিরে জমা হয় ভালবাসা, অভিমান আর দুষ্টুমির শত শত গল্প। সঙ্কটকালে কেবলই মনে হয় যদি সব কিছু ছেড়ে মা'র স্নেহমাখা কোলে মুখ লুকাতে পারতাম, তবে পৃথিবীর কোন কষ্টই আমাকে স্পর্ষ করতে পারতোনা। দৃশ্বত মা কারও কাছে থাকেন, কারও বা দূরে - কিন্তু মা আছেন সবার হৃদয়ে - সব সময়। মা'কে নিয়ে লিখতে গেলেই মনে পড়ে যায় সেই ছেলেটির কথা, যে প্রিয়তমাকে উপহার দেবে বলে মা'র হৃৎপিন্ডটা ছিড়ে নিয়ে যাচ্ছিলো, পথে হোঁচট খেয়ে পড়ে গেলে মা'র হৃৎপিন্ড বলে ওঠে - "বাবা, ব্যাথা পেলি?"
১০ই মে ২০১০, মা দিবস উপলক্ষে আমরাবন্ধুর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হবে ই-বুক "মায়াবতি মা আমার"। মা'কে নিয়ে লিখুন, মা'র কথা লিখুন।
লেখা পাঠাবার ঠিকানাঃ absonkolon@gmail.com
লেখা দেবার শেষ সময়ঃ ৩০ এপ্রিল ২০১০
লেখার ফরম্যাটঃ ইউনিকোড অথবা বিজয়ে লেখা এম এস ওয়ার্ড ডকুমেন্ট
লেখার সাথে উল্লেখ করবেনঃ
১) আপনার ব্লগ নিক
২) আপনার সম্পর্কে কিছু কথা (অপশনাল)
৩) মূল লেখাটি
৪) লেখাটির পেছনের কিছু কথা (অপশনাল)
মনে রাখবেনঃ
দয়া করে অন্য কোন ব্লগে বা মিডিয়ায় পূর্বে প্রকাশিত কোন লেখা দেবেননা।
আমরা যাদের লেখা হাতে পাব, তাদের ইমেইলে কনফার্মেশন জানিয়ে দেয়া হবে। কারো লেখা পিডিএফ'এ দেবার অনুপযুক্ত মনে হলে তাকেও কারণ সহ ইমেইলে জানিয়ে দেয়া হবে।
বানান নিয়ে ভাববেননা, আমরা চেষ্টা করবো বানান ভুল সংশোধন করে নিতে। শুধু লিখে যান আপনার মনে যা আসে। লেখার সাবলীলতা নয়, এই পিডিএফ'এ মুখ্য হয়ে উঠুক মার জন্য ভালবাসা, যার মুল্য পৃথিবীর কোন কিছু দিয়েই মাপা সম্ভব নয়।
পিডিএফটি তৈরীতে আমাকে সহায়তা দেবে আড্ডাবাজ ও সুপ্তি।
আপনার হাতে সময় আছে ০৯ দিন। লেখার শুরুটা আজকেই করুন না, সময় খুব দ্রুত পেড়িয়ে যায়।
সবাইকে শুভেচ্ছা .......
শীঘ্রই প্রতিশ্রুত লেখা পৌছাইয়া দিমু...
অনেকেরি দেয়ার কথা ...
আম্রা আবার শেষ সময় ছাড়া কিছু করি না
অপেক্ষায় রইলাম আরো একটা সংকলনের।
লেখা দিমু, তয় শেষকালে আরেকটা গুঁতানি দিয়েন। আমার ভুলোরোগ আছে
অদিতিয়াফু, পুরাল লেখা চলপে

মাকে নিয়া সারা জীবনে একটা লেখাই লেখছি, তার পর আর পারিনাই। এইটা একটা লিমিট
ছরি উপ্রেতো আগেই নিশেধ আছে
লেখা দিতে মনচায়
নজু ভাই চিনতাইয়েন না । যদি চান আপনারে ডেইলি ফেস বুকে ১ টা কইরা গুতা দিমু নে মনে রাখার জনয। লেখা দেয়ার ইচছা রইলো।
শুধু অপেক্ষায় থাকলে হবে না। লেখা ও পাঠাতে হবে
চমৎকার । অপেক্ষায় ।
সময় বের করতে পারলে দেব
মন্তব্য করুন