অতিথি পাখি'এর ব্লগ
শেষ রাতের শেষ অন্ধকারের কিছু স্মৃতি... পর্ব দুই
ভূমিকাঃ ভোর হয়েছে বেশ আগেই। গাছের পাতা কালো থেকে সবুজে রুপ নিয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি আমাকে আনন্দ দেয়না; যেমন দিচ্ছেনা এখন। বৃষ্টির ফোঁটাগুলো আপ্রান চেষ্ঠা চালাচ্ছে গাছের পাতার সাথে মিশে যেতে। কিছুক্ষন চষে বেড়িয়েই গড়িয়ে পড়ে, মাঝে মাঝে দু’এক ফোটা প্রান-পণে লেপ্টে ধরে আছে গাছের পাতার সাথে, অনেকটা যোকের মত। যেনো বৃষ্টির ফোঁটার প্রার্থনা পাতার মাঝেই বসত গড়া। গাছের পাতার সাথে লেপ্টে থাকা বৃষ্টির ফোঁ
চেনা মুখের চেনা কথা, অজানা অচেনা দূঃখ ব্যাথা !! ( উৎসর্গঃ কাওছার)
আমার লাষ্ট পোষ্টটা আমার একটা ফিলিংসের বহিঃপ্রকাশ ছিলো! একেক সময় একেকটা ভাব কাজ করে । তখন যা মনে আসে লিখে ফেলি । এটার মাঝে গোপন কোন অর্থ থাকে না , যা মানুষকে আহত করতে পারে । আমি সৃষ্টিকর্তার চেয়ে মানুষকে বড্ড বেশি ভয় পাই। কখনো কেউ আমার দ্বারা কোনো কষ্ট পেলো কী না ইদানিং ভাবতে থাকি। এটা মনের এক অবস্থা বৈ কিছুই না ।
i want to restart my life .......... ( উৎসর্গ নীড়-দা ও সোহেল কাজী)
ইদানিং কালের ব্রেকিং নিউজ হলো, রাতের সারমর্ম বুঝার আগেই ঘুমের সারমর্ম বুঝতে পারি। ঘুমের মাঝে এখন মজা নেবার বৃথা চেষ্টা চালাই। মজাটার ধরন হলো, ঘুমুতে দেরী মাগার স্বপ্ন আসতে দেরি নাই । স্বপ্নের ধরনগুলো অবশ্য একটু অন্যরকম । হয়তো অন্য সবার মত না । ভয়ে মাঝে মাঝে আতকে উঠি। সেই সুবাদে আজকাল হার্টের অবস্থা শোচনীয় । ইউ,টিউবে একটা লাশের পোষ্টমর্টেম দেখার খায়েশ জন্মেছিলো কয়েকদিন আগে। যেই আমি মুরগীর রক্ত দেখল
অবিবাহিত যুবক সম্প্রদায় নিয়া বাতেন ভাইয়ের মজা নেয়ার পিরতিবাদ ...
বহুদিন পর হাড্ডি ওয়ালা মাংস খেলুম কাল রাতে । সাথে ছিলো ভেজ খিচুরী। রাতে খেয়ে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, পাতিলে আরেকটু আছে , সকালে উইঠা পামু তো ?!!! রাতের ধ্যান-ই আছিলো পাতিলের দিকে । সকাল সাতটায় উঠে মুখ না ধুয়েই রান্নাঘরে ঢুকে পাতিলের ঢাকনা খুলে দেখি বহাল তবিয়তে আছে নাকি ?। বাহ!! বাংলার জনগন কেউ দেখি হামলা চালায় নাই । বড় গর্বিত বোধ হচ্ছে আমার বন্ধু-বান্ধব নিয়া ।
দিলে চোট দিলিরে শেফালী । পর্ব ((১))
তুমি স্বপনে কইয়াছিলে,
১)শইলের যত্ন নিও,
২)ঠিক মত খাইও,
৩)ঠিক মত ঘুমাইও
৪) আর আমার কথা ইয়াদ কইরো ।
বিশ্বাস করো, তোমার কতা মানতে গিয়া উপ্রেত্তে নিচে আইতে আইতে তোমার কতা আর ইয়াদ থাকেনা।।
==============================
==============================
একদা, পূর্ণিনা নিশিতে চকচইক্কা চান দেইখ্যা তোমারে কইছিলাম , ওই চান্ডারে ফুল বানায়া তোমার খোপায় দিমু ,
শেষ রাতের শেষ অন্ধকারের কিছু স্মৃতি (উৎসর্গ ঃ বিহঙ্গ)
চেনা পথেই ঘুরেছি শতবার, অচেনা ভাবে মাড়িয়েছি চেনা চেনা ক্ষেতের আইল হেলে দুলে। টান টান সিনার মত খালের পাড় চষে বেরিয়েছি স্নিগ্ধ জোসনা আলোয়ে !!
উচ্ছিষ্ট !!!
বহু চেষ্টা করিয়া এই লাইন লিখার সামর্থ হইলো , পাঁচ দিনের পরিশ্রমে যা আসলো !!
ওরে পাগলা!! ভান ধরিস না কাপড় পর !!
বৈরাগ্যপনা গোফ-দাড়ি নয়, দিলে কর!!
আজাইরা পেন পেন ( কেউ পইড়া বিরক্ত হইলে দোষ নাই )
সপ্তায় দুই দিন কামলা মারি শুক্র আর শনি। বাকী পাঁচ দিন আল্লাহ পাকের রহমতে খাই আর ঘুমাই । কোনো চিন্তার ধারে কাছে নাই । ঋন করতে করতে নিজেরে বন্ধক রাখার লোক খুজতেছি । শালার এমন এক কপাল নিয়ে দুনিয়াতে আসছি, একটা ইংলিশ মেয়ের কাছেও নিজেরে গছাইতে পারলাম নাহ।
শিরোনাম নাই !!
প্রথম পোষ্ট এই ব্লগে । গত দুই দিন ধরে কী-বোর্ড যে কিঞ্চিত লুজ করি নি তাও কিন্তু না ।
ক্যালোরির হিসেব না হয় বাদ-ই দিলাম ।
কেমন যেনো কোন কিছুতে কোন কিছু যায় আসে না টাইপের অবস্থা হয়ে দাড়িয়েছে ।
যাক শুভেচ্ছা সবাইকে !! ব্লগটা অনেক দূর এগিয়ে যাক এই কামনা !!!