অবিবাহিত যুবক সম্প্রদায় নিয়া বাতেন ভাইয়ের মজা নেয়ার পিরতিবাদ ...
বহুদিন পর হাড্ডি ওয়ালা মাংস খেলুম কাল রাতে । সাথে ছিলো ভেজ খিচুরী। রাতে খেয়ে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, পাতিলে আরেকটু আছে , সকালে উইঠা পামু তো ?!!! রাতের ধ্যান-ই আছিলো পাতিলের দিকে । সকাল সাতটায় উঠে মুখ না ধুয়েই রান্নাঘরে ঢুকে পাতিলের ঢাকনা খুলে দেখি বহাল তবিয়তে আছে নাকি ?। বাহ!! বাংলার জনগন কেউ দেখি হামলা চালায় নাই । বড় গর্বিত বোধ হচ্ছে আমার বন্ধু-বান্ধব নিয়া ।
এক কাপ চা কররা একটা লিকার দিয়া টানতে গিয়া জিহবা খানিকটা ধারালো হয়ে গেছে । এইটা ব্যপার না। চায়ের মজা হইলো গিয়া গরম গরম। কম্পু ওপেন করতে এখন আর মেজাজ খারাপ হয়না। ওপেন করার পর ১০ মিনিট সব ঠিক ঠাক হইতে । আমার মত আমার কম্পুটাও লাইফের উপ্রে হতাশ । হয়তো এই কম্পু আমার কাছে মুরিদ হইছে ।
মিনিট বিশেক পর দেখি একজন রান্না ঘরে এসে ঘুর ঘুর করতেছে। মতিগতি ব্যাপক সন্দেহ জনক । যে কোনো মুহুর্তে পাতিলে হামলা চালাতে পারে । জিগাইলাম খবর কি ? মন খারাপ নাকি ? কইলো হুম কিছুটা খারাপ । গার্ল ফেরেনের লগে ফাইট হইছে । টাইম নাই, টেবিল নাই , খালি ফোনে কথা কইতে চায় । এইটা কি সম্ভব !!কন তোহ ?।
মাথা নারি। আরে বাদ দেন তো মাইয়া টাইয়া । নাম শুনলেই মেজাজ খারাপ হয়ে যায় ।
কথা কইতে কইতে ফাকে দিয়া এক প্লেট খিচুরী আর তরকারী ওভেনে দিলাম । মাশাল্লা আমার ভাগ্য দেইখা আনন্দে লাফাইতে ইচ্ছা করতেছে। দুইপিছ আলু, একপিচ সাতকড়া, আর দুইটা হাড্ডি । হাড্ডির সাথে লাগানো কিছু মাংস। হাড্ডি ছাড়া মাংস খাইতে খাইতে এখন মাংস চাবাইলে শক্ত রুটির মত লাগে । তাই হাড্ডি দেখলে আনন্দ লাগে। দাতের ফাকে মাংস লেগে থাকা আর খুচাইয়া খুচাইয়া তোলার মাঝেই হয়তো মাংসের আসল টেষ্ট। দাত খুচাইতে খুচাইতে এই পোষ্টের আগমন !!
যে কথা কইতে আইলাম , বাতেন ভাইডি একখান নুরানী ষ্টাটাস দিছে । সেই নুর আমার চোখে লাইগা চোখে আন্ধাইর দেখতাছি । বৈবাহের শানে নুযুল। গায়ে হলুদ, আর মধুচন্দ্রিমা নিয়া । এখন কথা হইলো গিয়া , উনি কি আমগো মত সহজ সরল মনা অবিবাহিত সম্প্রদায় নিয়া মশকরা করলো? নাকি আমগো রে বিবাহের মজা সম্বন্ধে একটু ধারনা দিলো । অবিবাহিত সম্প্রদায় আল্লাহ পাকের কতো পিয়ারা উনি হয়তো জানেন না । বাতেন ভাই হয়তো নারীর ( আমার নানীর) ছলনায় ভুলিয়া নিজেরে আসল আনন্দ হইতে বঞ্চিত করতেছে কিংবা নিজেরে বন্দি রাখতে রাখতে হাপায়া গেছে তাই উনি আমাদেরও ফাসাইতে চাইতেছেন ( আমি যখন বিয়া কইরা মরছি সবাইরে লইয়াই মরি টাইপ চিন্তা ভাবনা উনার)। বাতেন ভাই এতো কিছু দিলেন মাগার কিছু সম্ভ্রান্ত, শিক্ষিত, নম্র, ভদ্র, লম্বা , ফর্সা , দেখতে ইশমাট, হাসলে পুরা দুনিয়া ফানা ফানা টাইপ মেয়ের ছবি দিলোনা।
পেলেন করেছি বিবাহ করবো না !! বিয়া না করিবার সুফল ব্যায়াপক !!
১) শীত কালে ঠান্ডার আসল তীব্রতা অনুভব করা যায় । ভালো কইরা কম্বল তিনডা প্যাচায়া শুয়ে থাকার টেষ্ট বুঝা যায়।
২) রুমে বইসা বইসা বিড়ি টানা যায় । ( যদিও এখন ওকেশন বাদে টানি না )
৩) একদিন কামলা মারলে পরের ১৫ দিন ঘরে বসে বসে লেপের নীচে মুড়ি দিয়ে বসে থাকার রহস্য জানা যায় । বউ থাকলে প্রতিদিন-ই কামলা মারতে যাইতে হইতো এই মাইনাস ডিগ্রির মাঝেও।
৪) এনি টাইম , এনি নেটোয়ার্কের মত বন্ধু-বান্ধব রুমে এসে হামলা চালাতে পারে । এক লেপের নীভে ৪ জন কুস্তাকুস্তি করা যায়। টুইন্টি নাইনের মত খেলার মজা কয়েকটা বউয়ের চেয়ে অধিক মর্যাদাবান । ( আমার মত কোক, বেনসন, আর গরুভুনা-রুটির বিনিময়ের জুয়াড়িদের কাছে ) ।
৫) মাঝে মাঝে নিজ রুমে বসিয়াই গাঞ্জাময় জগত পরিভ্রমন করা যায়। বউ থাকিলে এলাকার চিপা চাপা খুজতে হতো। ফলে অনেকের চোখে বখাটে হইবার ধারনা থেকে রেহাই পাওয়া যায় ।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
যাহা কয়েকবার টেরাই মারিয়াও লেখিতে পারিলাম না ! তাহা হইলো , পোলাদের পকেটের সংখ্যা বেশি কেনো ?
প্যান্টে চাইরটা ( চিপারটা বাদ দিয়া ) ।
পাইঞ্জাবী না হয় বাদ দিলাম সার্টের দুইটা ( ভীতরের পকেট বাদ দিয়া ।
মাগার মেয়েদের একটাও পকেট থাকে না কেনো? তাদের কি পকেট লাগে না !!!? এই চিন্তা করিতে করিতে গু মার্কা জবাব এলো, মেয়েরা যত বড় ব্যাগ কাদে ঝুলিয়ে হাটে, তোদের ১০/১৫টা পকেট সেই তুলনায় কিছু নয়’রে হতবাগা।
বিঃদ্রঃ গত পরশু দিন থেকে মেজাজ চরম আকার ধারন করছে । এক বিয়া এসেছে আমার জন্য এক বন্ধু সুলভ বড় ভাইয়ের মারফত। আমার জন্য নাকি পারফেক্ট । মেয়ের বাপের নাকি বিশাল সম্পত্তি । ঢাকা শহরে বাড়ি আছে ৫তালা ( আনন্দের খবর)। কোনো ভাই নাই । ছোট একটা বোন আছে ( এইটা খুশির ব্যাপার)। মেয়ে ডাক্তারী পড়তাছে । অমায়িক মেয়ে । চেহারা ছবি নাকি মাশাল্লা। পুরা সুস্মিতা সেনের কপিপেষ্ট।
দুই বছর আগে বাপ মায় মাইয়ারে জোড় কইরা বিয়া দিছে এক ডি আইজির পোলার লগে , পোলায় হিরুইন টানতো দেইখা এক মাসের মইধ্যে নাকি ছাড়াছাড়ি হইয়া গেছে । কইলো, আপ্নের মত আইলসার জন্য এর চেয়ে ভালো বিয়া আর পাইবেন না!
((কাজি সাবে ধ্যানের কথা জিগাইছিলো, এই সেই ধ্যান যা নিয়া ব্যস্ত ! আমি কি এতই আইলসা ?.............................. ))
বরাবর ঃ এডু/মডু এই পোষ্টটা আবার অশ্লিলতার দায়ে কারাদন্ড দিয়েন না !! যথেষ্ট টেরাই দিয়েছি ভাষা ঠিক রাখতে । এই চেষ্টা করতে গিয়া অনেক মজার তত্ত্ব দিতে পারি নাই !! আফসুস !!!
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
যদি সত্য সত্য স্বাধীন মানুষ হয়ে থাকেন, তাহলে তা রক্ষায় মনোযোগী হোন
সেন্সর করা পুস্ট পড়তাম না। ভাল কইরা লেখেন তারপর পড়ুম
আমার আর বিয়া করতে মনচায় না
শওকত মাসুম @
লাইফের সেন্সর করতে করতেই জান ফানা ফানা .................. আর তো লেখা !!
বিয়া কইরা কে কি করছে ? কিচ্ছু না !! মাঝখান দিয়া আজাইরা ভেঝাল !! ভালৈ তো আছি একা একা !!!
আপ্নের লগে একমত, চ্রম একমত। বাতেন ভাইয়ের ষড়যন্ত্র মানি না মানবো না।
সাঈদ ভাই @
হাহাহা বাতেন ভাইয়ের কামডা দেখছেন ?...............
সাত সকালে দেইখা মেজাজ বিলা !!
নীড়-দা@
বড় ভাবের একটা কমেন্ট লিখেও মুছে ফেললাম।
হয়তো কখনো পোষ্ট আকারে দিবো !!
............................................................
স্বাধীন থাকার ট্রাই নিবো !! না পারলে এইটা হবে মানব জন্মের পরাধীনতার শিকল থেকে মুক্ত না হতে পারার ব্যর্থতা !!
খাইছে রে, খাইছে...
ছোট একটা বোন আছে ( এইটা খুশির ব্যাপার)। সত্যই
লাইনে দাড়ামো নাকি
দাড়াইতে সমস্যা নাই !!
কার যে বসার ভাগ্য হবে সেইটা নিয়েই ভাবতাছি !! ঃ))
বাতেন ভাইরে জরিমান করা যাইতে পারে। প্রথমত আমগো মত নিরিহ গোবেচারা বেচেলারদের বিয়াশাদীর লোভ দেখানোর জন্য।
তার পর ফটুকের জন্য আরো একটা চার্জশীট দাখিল করা যাইতে পারে। আব্বে ফটুক পাঠাইবেন্তো করিমন, জরিনা, জুলেখা টাইপের ফটু পাঠান কিন্তু তিনি তা নাকরে জলকন্যার ফটুক পাঠাইলেন। এখন যদি পা টলোমলো করে তবে সেই দায় ভার কে নিবে?
তেব্র প্রতিবাদ, গররররররররররররররর
একখান গান ডেডিকেট করলাম এই পোষ্টেরে,
"ব্যাচেলার জীবনটা,
যেনো ঘিয়ে ভাঁজা পারোটা"
(লিঙ্কু নাই) );
কাজি সাব গো , বিয়া সাদীর বাজার ভালো না ।।
বড়ই আতংকে আছি !!
আতঙ্কে আতঙ্কে আমার জলাতঙ্ক হইবার জোগার হইছে আর আপ্নে খালী আতঙ্কের কথা কন।
একেতো বংশের কুড়াল, তার উপ্রে ছোট ছোট মামাত কাকাতো সবাই কার্বার সাইরালাইছে।
দিন্দিন ছাদে টান পর্তাছে বনভুমি উজার হইতেছে। বিরাট টেন্সনে থাকি আইজ কাইল। হেইদিন এক দুস্তের পোলায় ফোনে কথা কইলো, কি সুন্দর পাকনা পাকনা কথা কয়।
আর হালায় পিছামাড়া কুপাল লইয়া পড়ছি এখনো বর্ডারই পার কর্তে পার্লামানা।
তয় সব কথার বড় কথা হইলো ব্যাচেলার জীবনের একটা আলাদা মজা আছে। ইচ্ছা হইলেই দর্জা জানালা বন কইরা বাত্তি নিভাইয়া ধুমা টানোন যায়, বিয়া করা মানেই খাল কাইট্টা কুমির আনা। আপাতত বেলতলায় যাইতে মঞ্চায়না
এই মুহুর্তে আমার ইচ্ছা করতাছে .........
একটা কল্কি বানায়া আপ্নেরে কই , " লো রে ব্যাটা দুইটা সুখ টান দে্, লাইফে এর চেয়ে মজা আর কি আছে "...............।
দেশে গেলে শেষবারের লাইগা হলেও একবার কল্কি টানুম আপ্নে আর আমি ... চান্দিনা মন্দিরের পাশে জুট রিসার্স সেন্টারের ভিত্রে .........
খোলা আকাশের নীচে । পাশে থাকবো ইরি ক্ষেতের পানির কোমল কোমল ঢেও !!
মাঝে মাঝে উবু হইয়া চুইষা চুইষা পানি খামু ...... লগে থাকবো । এক প্যাক গোল্ডলীফ ।। আর আমার দোতারা !!!
ডাইলের বোতল লমু দুইখান !! (যদিও আগে দের বোতলের বেশি খাই নাই )
খাইয়া পুরা তব্দা হইয়া নেশা চুর হইয়া শুইয়া শুইয়া আকাশ দেখমু আর ভাবের কথা কমু !!
হুম ভাব সাগরের মাঝিরে মিসাই।
মনে হয় জীবন থেকে অনেকটা দূরে চলে এসেছি ঃ(
হুম বুজলাম কাওছার ভাই(নববর্ষের পোষ্ট) ঠিক বলছে আপনার ওয়েট সম্বন্ধে। আর ছোট মুখে বড় কথা না হইলে একটা কথা কইতাম চাই, "রাজী হয়ে যান হুঞ্ছি পুরান চাল ভাতে বাড়ে" হা হা হা হা হা।
হ! দেখি !!
পুরান চাল ভাতে বাড়ে ঠিক, তয় গন্ধ বেশি ( গুনীজনরা কয়)। ;))
তাইলে আর কি নতুন ঐ সাইটের আশাতেই থাকেন আর কি।
আস্তে কন !!
এমনিতেই হুমকীর মুখে আছি মামলা খাওয়ার !!
আরেকজন তো জিগায় , বাংলাদেশে যাইবানা ? ঢাকা ইয়ারপোর্ট দিয়াই তো আইবা , তাই না ?
আমি কই হু।ওঐ জায়গায় দিয়াই যামু । আর তো পথ নাই ।
আমি ডরে প্যান্টে মুইতা দিছি । তারাতারী টয়লেটে গিয়া প্যান্ট বদলাইছি ।।
বিয়া না করার কোটি কোটি কারন দেখানি যাইবো, বিয়া করার কারন তো খালি রান্ধা বড়ির একটা অবস্থা হওয়া...
অবিবাহিত জিন্দাবাদ....বিবাহিত জিন্দাবদ...
রান্ধা বারির ব্যাপারটা ঠিক মত হইলো না !!
আমি মাইয়াগো চাইতেও ভালো রান্তে পারি বলে বিশ্বাস করি ।।
রান্তে পারলে তো হবেনা রে ভাইডি...রানতে তো পোলারাই বেসিকালি ভালো পারে(শেফ, বিয়ার রান্নার বাবুর্চী সব পুলা), কথা হৈলো, আনপ্রফেশনাল রান্তে কনটিনিউ করার খায়েশ আছে নাকি? সেডাই তো ভেজাল, নাইলে তো আমিও আমার বিয়া না করা বউয়ের চেয়ে ভালো রান্তে পারি, এডা আমার না দেখা, না চেনা শাশুড়িও নিজের মুখে কৈছে...
হাহহাহা............... কথা সত্য !!
পুরা সুস্মিতা সেনের কপিপেষ্ট... ।
বুঝলাম না, আগের সুস্মিতা নাকী বরতমানের সুস্মিতা ???
সুনদর কোনডা ভাইডি ?
(( আমার হিন্দি ছিনেমার ব্যাপারে ধারনা নার্সারী, কেজি স্কুলের পোলাপাইনের মত ))
মুহাহাহাহহ!!! তোরা যে যা বলিস ভাই, আমি বিয়া করমুই!!!!
আইচ্ছা !!
সবার বিয়া করা উচিত না!!! আর সবার লেইগা করা ঠিকও না !! ্সট
নেক্সট ৫ বছর বউ চালানের টেকা হাতে লইয়া কইরেন ।।
আমার অবস্থা হইলো নেক্স সপ্তাহ আমি নিজে চলার খেমতা নাই !!
খাইছে আপনাতো ফাঁসি হওয়া উচিত, হাঁচা কথা কওনের লাইগ্যাpre>
সবই তাঁর লীলাখেলা গো বেহিন ... সবই তাঁর ইচ্ছা ।
আমি অধম কী সাধ্য বুঝার
ব্যাপার কি ?
কেউ কি কইবেন , ইমো কাম করেনা কিল্লাই ...............?
সব কিছু দেয়ার পর আবার ডিজেবল রিচ টেক্সট করেন
দেখবেন শুরুতে <প্রি> আর শেষে <!--প্রি--> আছে এই দুইটা মুইছ্যা দিয়া কমেন্টান, ইমু কামকর্ব
বিয়া ফেরত দেওনের কোনো উপায় জানা আছে কারো?
বিবাহিত কাউরে জিজ্ঞেস করতে হবে ...
Je Bia diche here daika aina Torol panio dane badhito koira taro por khub khusi mane pura pankha mode loin jigan uttar ekhan thik e paiben..Insha Allah...(R paile kaure koien na)
মেয়ের বাড়ির ঠিকানা দেন
এবির পোলা... আমাগো দায়েত্বের মধ্যে পরে
মডারেশম টিম আগে পাঠাইয়া দেই...
পরে আম্রা যাইয়া খাতির জমাই :)
আপ্নে ধিরে সুস্থে আসেন
হাহাহা .........

মেয়ের বাড়ির কি ঠিকানা দিমু , মায় জানলে আমারে জুতাইবো ।।
আমার মত আমার কম্পুটাও লাইফের উপ্রে হতাশ । হয়তো এই কম্পু আমার কাছে মুরিদ হইছে । এই কথাটা আমার জন্য প্রযোজ্য।পোষ্ট পড়ে খুবই মজা পাইছি।মন্তব্য লিখতে গিয়া অফ গেলাম।সেন্সর অার কি!!!
আছেন কিরাম ?
মেলা দিন বাদে ...............
এই শীতে মইরা যামু কিনা এইটা নিয়া চিন্তিত আছি....
হ!
মইরা গেলেই বাইচ্চা যাইগা এখন !!! ভাল্লাগেনা দুনিয়া দারি ।।
হাফ মইরা আপনাগো পোষ্টে কমেন্ট করতাছি।ঠান্ডায় হাত পা ব্যথা হয়ে যায়
আছেন কোন দেশে ...............
এতো ঠান্ডা তো মনে হয় ...... কানাডাতেও নাই ।।
তাইলে কৈতাছেন, বাতেন কামডা ভালো করেনাই?
অবশ্যি কইতাছি ...............
কোন সন্দেহ নাই !!
পাঁচ নম্বরেই না বিয়ের সুবিধা শেষ করে দিলেন!!! দেনতো আমারে এক প্লেট খিচুড়ী আর মাংস দেন, ঐ সাতকড়া বাদে, আমি আরো মূল্যবান দশটি পয়েন্ট লিখে দেই।
৬. বউ থাকলে যেখানে ইচ্ছা সেখানে কাপড় ফেলতে পারবেন না, গুছিয়ে রাখতে হবে।
৭. সপ্তায় সপ্তায় নিয়ম করে নামায পড়তে হবে।
৮. মানিব্যাগের সাইজ পাতলা হবে
৯. মুখ খারাপ করা যাবে না
১০. পরম বিষের সময়ও হাসিমুখে বলতে হবে, তোমারে চরম ভালো পাই মর্জিনা
বাকি গুলো খিঁচুরী খাওয়ার পর দিমুনে
এরেই বলে অভিজ্ঞতা !!!
আহা!! কতো সুন্দর কইরা বর্ননা দিলেন । আমার বিবাহের খিচুরী দিমুনে ।

ঈমানে কইলাম !! কইয়া ফেলান বাকী গুলান !!
আমি বিয়ার বিপক্কে আমি লিপ টুগেতার কত্তে চাই
রাসেল ভাই (খারাপ মানুষ) রে বলেন উনার লাভ হোটেলে সিট রাখবনে
রাসেল ভাইও এইখানে রেজি করছে । মাগার এতো লেইট কেনো হচ্ছে বুঝতেছি না ............ লাভ হোটেল বালা পাই ।।
সাথে বউ থাকলে লস হবে না !!
জাবির ভাই @ হবে না রে বৎস !! হবে না !!
মাঝে মাঝে যে বিয়ার লেইগা মন কুঁ কুঁ করে না, তাও কিন্তুনা !!
পোস্টে হাজার মাইনাস--------------
মাইনাস তো দিবেনই ............
আমগো নিয়া মসকারী করবেন, এখন কইলেই মাইনাস !!
Darun .....
থাঙ্ক্যু !!
মন্তব্য করুন