কোথায় গেলে রাখাল বন্ধু
আকাশ জোরে রাও করিছে
বারিষ আসবে ভারী।
কোথায় গেলে রাখাল বন্ধু
জলদী গরুক আনেন বাড়ি।।
ধানের ক্ষেতে ব্যাঙ ডাকে,
গাছের পাতাও নড়ে
পাখ পাখালি ফিরে চলে
আপন আপন ঘরে।
মোর সোয়ামি বিদেশ গেইছে
জোয়ান বউখান ছাড়ি।
পাষান বন্ধু কওনা কবে
ফিইরা আইবা বাড়ি।।
কোথায় গেলে রাখাল বন্ধু
জলদী গরুক আনেন বাড়ি।।
ফুল বাগানে ফুলের উপর
ভ্রমর আইসা পড়ে
তাইনা দেখে মোর পরাণে
আনচান আনচান করে।
রাইতে আমার ঘুম আসে না
দিনেও ছটফট করি
জানলা দিয়া বন বাদার ও
আকাশ দেইখা ফিরি।
মোর সোয়ামি বিদেশ গেইছ
জোয়ান বউখান ছাড়ি।
পাষান বন্ধু কওনা কবে
ফিইরা আইবা বাড়ি।।
কোথায় গেলে রাখাল বন্ধু
জলদী গরুক আনেন বাড়ি।।
কোন অঞ্চলের আঞ্চলিক ভাষা একটু বললে ভাল হয়।কিছুতেই খুজে পেলাম না। ভাল লাগল কবিতা।
আঞ্চলিক শব্দ গুলো তো প্রায় কমন। তবে রাও শব্দটির অর্থ শব্দ করা। ময়মনসিংহ ও জামাল্পুর এলাকার লোক দেশী ব্যবহার করে।এখানে রাও শব্দটি আমি মেঘের গর্জন অর্থে ব্যব হার করেছি। যাক আপু ব্যস্ততার জন্য ইদানিং গান বা কবিতা লিখছি। ভাল খারাপ জানিনা। লেখার অভ্যাস টা রাখার জন্য ফাঁকে ফাঁকে লেখা। ভাল থাকবেন।
কবি জসীমউদদিন এর কথা মনে পড়ে যায়
ভাল হয়েছে
আপু আপনার আমার মত ক্ষুদ্র একজন লেখকের লেখা পড়ে এত বড় একজন মানুষের কথা মনে পড়ায় এবং আমার লেখা ভাল লাগায় আমি উৎসাহিত। আপু ভাল থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক বড় একটা প্রজেক্ট করছি। এক সময় আপনাদের সাথে শেয়ার করব।
মন্তব্য করুন