তুমি যদি(প্রিয়র জন্মদিনে)
তুমি যদি(প্রিয়র জন্মদিনে)
তুমি যদি দৃষ্টির আড়ালে থাক
সান্ধ প্রদীপ জ্বালব কাকে দেখতে
তবে তুমি যদি কাছে আস
আলো জ্বালানোর প্রয়োজন আছে কি?
তুমি যদি মেহেদী না লাগাতে
কি করে বুঝতাম
মেহেদী পাতা এত সৌন্দর্যের অধিকারী।
তুমি যদি......।।
এই পর্যন্ত লিখে রেখেছিলাম, আর সময় হয়ে উঠেনি কবিতাটা শেষ করার,শান্তর লেখা পড়ে জানলাম অল্প সময়ে অতি প্রিয় হয়ে উঠা প্রিয়র আজ জন্মদিন। গেষ্ট রুমে গেষ্ট বসিয়ে রেখে তাই লিখছি।
তোমার হাসি মাখা ছবিখানা না দেখলে
বুঝতেই পারতাম না
কলিজা ছেদ করা এমন হাসি কেউ
হাসতে পারে।
দাতের মাজনের অনেক বিজ্ঞাপন দেখেছি
বলছি তাদের
তোমার অনুমতি নিয়ে
তোমার ছবিটা ধার নিতে,
অবাধ্য ক-খানা চুল
কাউকে
এত মোহনীয় করতে পারে????
তোমার কপালে ছড়ানো
চুলগুলো
না দেখলে জানতেই পারতাম না।
তব গলে দোল খেলা মালা খানি
পদ্ম ডাটার এক পাশের ছালে ছিরে
বানানো মালাখানির কথা মনে করিয়ে দেয়।
তখন একজন সাথি ছিল
আজ সে না ফেরার দেশে।।
প্রিয় তোমার জন্ম দিন
মাথায় ডুকছে না
কি উপহার দেব তুমে
তব জন্ম দিনে।
বার বার অসংখ্য বার
আসুক ফিরে এ দিনটি
তব জীবনে।
হাসি খুশি, চাটনী সম কিছু দুঃখ
খাও দাও বুক ভরে নাও
শান্তির নিশ্বাস।
আর এত সুন্দর জীবন যে করিছে
দান...।
তার তরে স্বীকার করো
অগণিত কৃতজ্ঞতা......।
সেপ্টেম্বর,১৮,২০১৪
খুলনা,
একটা ছোট্ট প্রোফাইল ছবির এত বড় ব্যাখা ও কাব্য দেখে টাস্কি খাইলাম!
আবেগে কাইন্দাল্ছি!
ধন্যবাদ শান্ত ভাই। আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করেছে।
আমি দুঃখিত, বি বা ভাই। আই আন্নেরে কান্দাইতে চাই ন। যাক অনেক দিন পর আফনের দর্শন পাই অনেক বালা লাগছুইন।
ধন্যবাদ আহসান হাবীব ভাই জন্মদিনে আমাকে উইশ করার জন্য।
আমাকে নিয়ে কবিতা লেখার জন্যও আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। 
আপনার মন্তব্য আমাকে উৎসাহ যোগাবে
এত আবেগ কিনু???
মন্তব্য করুন