দুঃখে ভরা জীবন আমার
আবুল হোসেন
মানিকদী, ঢাকা সেনানিবাস
২৪/১২/২০২০
দুঃখে ভরা জীবন আমার//
দুঃখে ভরা জীবন আমার দুঃখ লেগে আছে
কি হবে আর বলে দুঃখ, দুঃখে যে দিন গেছে
কুড়াতে গিয়ে শাপলা শালুক বিলের ঝিলের জলে
খুনশুটিতে মেতেছি, কেঁদেছি অভিমানের ছলে
সেই অভিমান বুমেরাং হয়ে বক্ষে বিধে গেছে
দুঃখে ভরা জীবন আমার দুঃখ লেগে আছে।
সাইকেলেরই চেইনে কেটে গিয়ে, পায়ের আংগুলের ক্ষত
নিদ্রাবিহীন রাত কেটেছে বুঝতে তোমার কষ্ট তোমার ব্যথা কত।
কিশোর বুকের ছোট্ট নীড়ে এত ব্যথা যে সইতে নারে, আজও মনে আছ
দুঃখে ভরা জীবন আমার দুঃখ লেগে আছে।
তোমার গায়ে হলুদ যেদিন সকল জায়গায় ঘুড়েছি সেদিন
একা একাই ঘুড়তে গেছি, ঘরেছি আর ঘুরেছি
বিলে ঝিলে বনে বাদারে,লুকিয়েছি গাছের আড়ে
তখনই যে বুঝতে পেরেছি,সব হাড়িয়ে গেছে।
দুঃখে ভরা জীবন আমার দুঃখ লেগে আছে।
মন্তব্য করুন