আমায় না হয় রাখিলে পাশে
আবুল হোসেন //আমায় না হয় রাখিলে পাশে
হাসনাবাদ
৫/১/২০২১
সখি আমায় না হয় রাখিলে পাশে
কত মরু কত নিপ তরু পেরিয়ে এসেছি তব কাছে
সখি আমায় না হয় রাখিলে পাশে।
দেখ বাহিরে ঝর ঝর বারিষ ঝরে
বৃক্ষ তলে দাড়ায়ে রুধিতে বারিষ, রুধিতে নারে।
সমীরণ সজোরে করাঘাতে বৃক্ষশাখা দুলে
বেশন ভুষন যত সিক্ত বারিষে ফুলে
সর্বনাশা আধার ঘিরিয়া চারিধার অট্টহাসিতে হাসে।
সখি আমায় না হয় রাখিলে পাশে।
আছে যত ভেকের দল, দল বেঁধে করে কোলাহল
জুনাকি থাকি থাকি মৃদু আলোতে একি,
করিছে রঙ্গ খেলা,
খোপাখব ধ্বনি তুলে মতস্য কুল লাফিয়ে চলে
কে যেন আমায় বলে গেল যে বেলা।
যেথা যাবে যাও, কেন কেন ফিরে চাও
সে কি আসিবে, আসিবে কোন সে অবকাশে।
সখি আমায় না হয় রাখিলে পাশে।
মন্তব্য করুন