কেউ কি জানে
আহসান হাবিব
হাসনাবাদ
১/২/২০২১
বন্ধু দ্বিজেন,
চাটগায়ের সি এস ডির শূণ্য বেঞ্চে দুজনে কত দিন সন্ধার পর গুনগুনিয়ে কাটিয়েছি।
আজ কেন জানি তোমাকে খুব মনে পড়ছে।
তুমি কি আমার মনের আকুতি শুনতে পাবে।
পেলে চলে এসো ঘুমের ঘোরে, মুছিয়ে দিতে মম আঁখি জল।
কেউ কি জানে// গান
(তোমাকে উৎসর্গীকৃত)
আমাার প্রাণের যে জন কেউ কি জানে, কেউ কি জানে।
আমার গানের দোলা লাগে কি তাহার প্রাণে
কেউ কি জানে, কেউ কি জানে।
কোকিলের কুহু কুহু কিউ, যমুনার ছলছল ঢেউ
সকাল সাঝে বুকের মাঝে তুলে যে বিরহের ঢেউ
এই বিরহের ঢেউ দেয় কি দোলা তাহার প্রাণে
কেউ কি জানে, কেউ কি জানে।
আমাার প্রাণের যে জন কেউ কি জানে।।
ধানের ক্ষেতে পবন ঢেউ তুলে, যায় চলে যায় কোন হিয়ার তলে
ওই বিরহী কেকা, বন বাদারে ডাকে একা একা
এই বিরহের সুর দেয় কি দোলা তাহার প্রাণে
কেউ কি জানে, কেউ কি জানে।
আমাার প্রাণের যে জন কেউ কি জানে।।
যখন কদম তলায় বেলা অবেলায় মোর কাননে
ভেকের ডাকে পরান কাপে কিসের বাণে
তখন কার কি আসে যায় শূণ্য হিয়ার সাজির কারণে।
কেউ কি জানে,কেউ কি জানে।
আমাার প্রাণের যে জন কেউ কি জানে।।
মন্তব্য করুন