বহু সাধনায় ধরেছি হাত
আহসান হাবিব / বহু সাধনায় ধরেছি হাত
হাসনাবাদ সেনা ক্যাম্প
১০/২/২০২১
বহু সাধনায় ধরেছি যে হাত হাততো ছাড়বো না
আমরা হাততো ছাড়বো না।
উডাল পাতাল ঢেউ বা ঝড়ের রাতে পথ হারাবো না।
আমরা হাততো ছাড়বো না।
বহু সাধনায় ধরেছি যে হাত হাততো ছাড়বো না
আমরা হাততো ছাড়বো না।
জীবন নদীর চলার পথে সোজা কিংবা উল্টা রথে
কালবৈশাখীর ঝড়ের রাতে সব কিছু যদি হয় হারাতে হয়
সকল কিছু হারাবো তবু।
হাতে হাত রেখে যাব হাততো ছাড়বো না।
আমরা হাততো ছাড়বো না।
বহু সাধনায় ধরেছি যে হাত সে হাত ছাড়বো না
মওলা তুমি সাজিয়ে মেলা উপরে বসে দেখছ খেলা
আমরা যত কাঠ পুতলা, খেলে যাচ্ছি সকাল সন্ধ্যা বেলা
খেলতে খেলতে যায় যে বলা, অনেক খেলা খেলতে বাকি খেলা হলো না।
তবু আমরা হাততো ছাড়বো না।
বহু সাধনায় ধরেছি যে হাত সে হাত ছাড়বো না
মন্তব্য করুন