এই দুনিয়া সরাই খানা
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
৩০/৫/২০২১
এই দুনিয়া সরাই খানা//
এই যে দুনিয়া সরাই খানা কদিন থাকবো আর
আইতে না আইতেই যাবার জন্য হইতে হয় তৈয়ার
আমার সাধ না মিটিল আশা না পুরিলো এই রঙের দুনিয়ায়
এটা করতে বাকি ওটা করতে বাকি কোনটা করবো আর।
আইতে না আইতেই যাবার জন্য হইতে হয় তৈয়ার
শীশুকালের শিশুতোষ স্মৃতি, মনে পরে অল্প অতি
কিশোর কালটা গেল কবে টেরই পাইলাম না
যৌবন কালের রঙের ঘোড়া বানতে চাইলেও ছুটছে তেরা
যৌবনের কালের রঙিন জীবন ফুরুত কইরা হইয়া গেল পার।
আইতে না আইতেই যাবার জন্য হইতে হয় তৈয়ার
যখন পড়লাম ভবের মায়ায়, দেখি পাক ধরেছে চুলের গোড়ায়
সুরের রাজ্যে সন্তরণ করি, কি যে সাদ আহা মরি মরি
সাহিত্যের শাখায় বিচরন করি প্রেমে পড়েছি কারি কারি
আরো কত কিছু করতে বাকী কয়টা বলবো আর
আইতে না আইতেই যাবার জন্য হইতে হয় তৈয়ার
যখন চালাই সাধের গাড়ি, মনটা চায় যেন হাওয়ায় উড়ি
কোথায় যাব, কোথায় যাব কোনটা রেখে কোনটা খাব।
সাধের গাড়ি তেমনি আছে,নানান রকমের খাবারও আছে
গাড়ি চালানের শক্তি নাই আর, খাবার খেলেও হজম হয়না আর।
আইতে না আইতেই যাবার জন্য হইতে হয় তৈয়ার
মন্তব্য করুন