আমার কিসে শক্তি কিসে ভক্তি
গীতিকবিতা/ আমার কিসে শক্তি কিসে ভক্তি
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
৩০/০৮/২০২১
আমার কিসে শক্তি কিসে ভক্তি কিসে মানুষ কিসে অমানুষ বুঝতে নারে আমার মনে
মানুুষে মানুষে কেন এত ভেদাভেদ কেন এত ঘৃনা মানুষ মানুষের সনে।
আমার কিসে শক্তি কিসে ভক্তি কিসে মানুষ কিসে অমানুষ বুঝতে নারে আমার মনে
এক সূর্যের তাপে সবাই বাঁচে সবার আঁধার ঘুচায় একটাই চাঁদে,চাদের আলো
হিন্দু মুসলিম যত ধর্মের কারনে কেউ কাউকে বাসে না ভালো
আবার আছে কোটি নাস্তিক যাদের সম্পর্ক নাই কোন ধর্মের সনে
আমার কিসে শক্তি কিসে ভক্তি কিসে মানুষ কিসে অমানুষ বুঝতে নারে আমার মনে
কারো দেখ সাদা চামড়া কারো আবার কুচকুচে কালো
সাদা কালোর বিবাদ লেগে থাকে হয়না কভু কারো ভালো।
আবার পেশায় পেশায় উঁচু নীচু ছুতে নারে পেশার কারনে
আমার কিসে শক্তি কিসে ভক্তি কিসে মানুষ কিসে অমানুষ বুঝতে নারে আমার মনে
মন্তব্য করুন