ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি
গীতিকবিতা / ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি
আবুল হোসেন
হাসনাবাদ আর্মি ক্যাম্প
২৬/০৯/২০২১
ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি আমি জেগে জেগে থাকি।
দেখব চাঁদ মুখ মিটাব মর্ম দুঃখ দেখে তব মদির আঁখি।
কতদিন পরে এলে সেকি মম আঁখি জলের মুল্য দিলে
তোমার বিরহে পথ পানে চেয়েছি কত যে আঁখি জলে ভেসেছি
শুধু আমি নই গো সখা মম বিরহে বিরহী হয়েছে
বাতাস,তরুলতা, পাখি।
ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি আমি জেগে জেগে থাকি।
আজ আকাশে পূর্নিমা না অমাবস্যা সে কথা বড় নয়।
মনের আকাশে শুধুই পূর্নিমা শরীরে পল্লবিত বাতাস বয়।
ঘুমের ছায়া পড়েছে মম চোখে তবু ঘুম নাহি ব্যাকুল দুটি আঁখি।
ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি আমি জেগে জেগে থাকি।
মন্তব্য করুন