চাইলেই কি আর যায় ফিরা যায়
গীতিকবিতা / চাইলেই কি আর যায় ফিরা যায়
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
১/১১/২০২১
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে
বন বাদারে ঘুরছি কত দুজন নাওয়া খাওয়া ভুলে।
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে।
একদিন ভাংছি পাখির বাসা একদিন গেছি বিলে
পাখির ছানার খাবার জুগিয়ে ফিরছি সন্ধাকালে
আমার কিছু না হইলেও নিত্য মাইর ছিল তোমারই কপালে।
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে।
নারকেল সুপারি আম কাঠাল জলপাই গাছে কত যে চড়েছি
কয়টা খাইছি কয়টা আনছি যেন বিশ্বজয় করে ফিরেছি
এসব আলতু ফালতু ছোটাছুটিতে কখন কৈশোর গেল চলে।
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে।
আন্ধার শীতল মাটির ঘরে সে সব কি মনে পরে তোমার
অট্টালিকায় শীতল এসির বাতাসেও ঘুম না আসে আমার
খুব কি তাড়া ছিল তোমার, খুব কি তাড়া ছিল তোমার আগে বাগেই গেলে চলে।
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে।।
মন্তব্য করুন