খাইও না নেশার বড়ি
গীতিকবিতা/ খাইও না নেশার বড়ি
আহসান হাবিব
৬/১১/২০২১
তুমি খাইও না খাইও না বন্ধু গো
খাইও না নেশার বড়ি
বাপে কান্দে মায়ে কান্দে ধ্বংস হয় টাকা কড়ি।
খাইও না নেশার বড়ি।
একটা ছেলে নেশাখোর হলে, পুরা পরিবার যায় রসাতলে
কারো কাছে আশ্রয় পায়না, নেশাখোর ছেলে বলে।
নেশাখোরের থাকেনা ঈমান ধর্ম
যেখানে সেখানে করে যে চুরি।
খাইও না নেশার বড়ি
বাপে কান্দে মায়ে কান্দে ধ্বংস হয় টাকা কড়ি।
খাইও না নেশার বড়ি।
হতাশা বা সখের বশে একবার নেশা ধরিলে শেষে
নেশায় নেশা পেয়ে বসে ছাড়তে নারি হাজার চেষ্টা করিলে।
দিনে দিনে সব শেষ হয়,অসময়ে যেতে হয় দুনিয়া ছাড়ি।
খাইও না নেশার বড়ি
বাপে কান্দে মায়ে কান্দে ধ্বংস হয় টাকা কড়ি।
খাইও না নেশার বড়ি।
ইয়াবা বাবা গাঁজা আরো যত নেশার বড়ি
কিনতে লাগে টাকা রে ভাই লাগে টাকা কারি কারি
নেশার টাকা ভূতে জোগায় শুধু কথার কথা
শেষ হয়ে যায় সহায় সম্বল জমি বাড়ি
খাইও না নেশার পানি বড়ি
বাপে কান্দে মায়ে কান্দে ধ্বংস হয় টাকা কড়ি।
খাইও না নেশার বড়ি।
মন্তব্য করুন