আমি তো এমনি করেই থাকবো দুরে
গীতিকবিতা //আমি তো এমনি করে থাকবো দুরেআহসান হাবিব
২৯/১১/২০২১
আমি তো এমনি করেই থাকবো দুরে
যদিও মন মানে না, পাব কি আকাশের ঠিকানা
আসুক না দিন মাস বছর যুগ যুগ ঘুরে।
আমি তো এমনি করেই থাকবো দুরে।।
ঐ দেখ বিশাল আকাশ ভালো বাসে জমিনকে
কেউ কি দেখেছে কভু আকাশকে আসতে জমিনেতে
অসীম ভালোবাসার অর্ঘ জমিনকে দেয় বৃষ্টি হয়ে ঝরে
আমি তো এমনি করেই থাকবো দুরে।।
তুমি তো দিয়েছ আড়ি বলবেনা কথা তাড়াতাড়ি
আমি তো বুঝি তোমার মন, মান অভিমানেই যাচ্ছে দিনক্ষন
ভয় হয় ওগো সখা পেয়ে না হারাই তাই থাকি দুরে দুরে।
আমি তো এমনি করেই থাকবো দুরে।।
মন্তব্য করুন