তুমিই আমার পাশে থাকবে
গীতিকবিতা/তুমিই আমার পাশে থাকবে
আহসান হাবিব
৩/১২/২০২১
মরণের পরপারে যদি কোন জীবন থাকে
তোমার আমি হবো, কথা দিলাম সখি
তুমিই আমার পাশে থাকবে।
এ দুনিয়া এ প্রকৃতি মানে নি মোদের সখি
মন তবু তোমায় সখি সদাই প্রিয়া প্রিয়া ডাকবে।
তুমিই আমার পাশে থাকবে।।
তুমিতো ছিলেই পাশে আমিও ছিলাম আশে
হঠাৎ কেন কোন ক্ষণে, চলে গেলে কোন অভিমানে
আজ মর্ম জ্বালায় জ্বলি, কি করে তোমায় ভুলি
তুমিও বা কি করে এত ব্যথা সইবে।।
তুমিই আমার পাশে থাকবে।।
আজ যোজন যোজন দুরে, কেকা কেকাক ডেকে মরে
দিন মাস বছর যায়, কেকা কেকার দেখা না পায়
এপারে হলো না হলো না সখা ওপাড়েতে হবে,
তুমিই আমার পাশে থাকবে।।
মন্তব্য করুন