কেন খেলিস লুকোচুরি
গীতিকবিতা/ কেন খেলিস লুকোচুরি
মোঃ আবুল হোসেন
৭/১/২০২২
কেন খেলিস লুকোচুরি , কেন খেলিস না আসলে
সকাল দুপুর গেল চলে বিকাল টাও যাবে বিফলে।কেন খেলিস লুকোচুরি , কেন খেলিস না আসলে
বর্ষা কালে ভেকের খেলা সদাই ডাকে গেঙর ঘেঙ
সবাই বুঝে সঙীর খোঁজে মাতোয়ারা হয়েছে ব্যাঙ
তোর কেন রাখডাক এত চলে আয় সকল ভুলে।
কেন খেলিস লুকোচুরি, কেন খেলিস না আসলে।
কালিবিহীন কলমটাও দামহীন ডাষ্টবিনে জায়গা মেলে
বৃষ্টির পরে ছাতাটাও ভারি ইচ্ছে হয় দেই ফেল
কেউ পুষবে না ওরে দেমাগী সাধের যৌবন
চলে গেলে
কেন খেলিস লুকোচুরি, কেন খেলিস না আসলে।
মন্তব্য করুন