গরম করিস ঠান্ডা করিস
গীতিকবিতা / গরম করিস ঠান্ডা করিস ন
আহসান হাবিব
৩/২/২০২২
তুই তো শুধু গরম করিস ঠান্ডা করিস না।
জোয়ান পোলার ঠান্ডা সয় তাও গরম সয় না।
এত ডাংগর হইছস তবু তাও কি বুঝস না।
দেয়ায় ডাকে গুড়ুম গুড়ুম গরম হয় প্রকৃতি
ডাকাডাকি ঝড়ের আভাস প্রকৃতিরই রীতি
হায়রে প্রকৃতির রীতি।।
ঝড়ের পরে সুনসান সব তাও কি জানিস না।
এত ডাংগর হইছস তবু তাও কি বুঝস না।
ছেড়ে দে সব আধুরা খেলা আসল কথা ক
আমায় যদি ভালো লাগে তো বিয়া কইরা ল
হায়রে বিয়া কইরা ল।।
ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর ছাইড়া দে তুই
আর যে পারি না।
এত ডাংগর হইছস তবু তাও কি বুঝস না।
মন্তব্য করুন