পৌ পৌ পৌ
আহসান হাবিব/পৌ পৌ পৌ
২৫/০২/২০২২
আজ দুপুরেের পর থেকে
অনবরত একটি পাখি
পৌ পৌ পৌ ডেকে যাচ্ছে।
কি যে করুন সুর
আর মেলডী।
যখন ছোট ছিলাম
গ্রামের বাড়ীতে
প্রায়ই এই ডাক শুনতে
পেতাম।
এই ডাক শুনলে মা সহ্য
করতে পারতেন না।
মায়ের ধারনা ছিল
এই পাখিটি তার
পুত্রকে হারিয়েছে
তাই পুত্রের কথা মনে হলেই
সে পৌ পৌ করে কেঁদে
শোক করতে থাকে।
কাছাকাছি হলে মা পাখিটিকে
তাড়িয়ে দিতেন।
কারণ আমার পিঠাপিঠি বড়
ভাই
কোন এক রুগে কদিন জ্বরে
ভুগেই মারা যান।
তাই মা এই পাখির ডাক শুনলে
সহ্য করতে পারতেন না।
আজ আমারো এই ডাকটি
সহ্য হচ্ছে না।
২০১০ সালে আপন ঠিকানায়
চলে যাওয়া মার কথা
খুব মনে পড়ছে।
আর মনে পড়ছে
সেই রেললাইনে ধারে
মেঠো পথটার পারে দাড়িয়ে
এক মধ্য বয়সী নারি
এখনো রয়েছে হাত বাড়িয়ে
খোকা ফিরবে
ঘরে ফিরবে
নাকি ফিরবে না।
এই গানটি।
আমাদের গীতিকার জগতের
তারকা গীতিকার
রুফিকুজ্জামানে বড় ভাই
৭১ এর মুক্তিযুদ্ধে শহীদ হন
এই ধ্রুব সত্যটি জানার পরেও
তাদের মা কখনো মানতে
পারতেন না।
তাই যে রেললাইন ধরে শেষবার তিনি
চলে যান
উনার মা প্রতিদিন সে রেল লাইনের
ধারে দাড়িয়ে থাকতেন।
হয়তো কোন একদিন তারঁ খোকা
ফিরে আসবে।
এমন লক্ষ লক্ষ নাম না জানা
খোকার জীবনে
বিনিময়ে আমরা পেয়েছি
আমাদের স্বাধীন দেশ।
স্বাধীন বাংলাদেশ।
মন্তব্য করুন