নষ্ট ভালোবাসা
নষ্ট ভালবাসা
এ কি বাস্তবতা
নাকি
দুঃস্বপ্নের পাশাখেলা।
কতদিন তোমাকে দেখি না
কতদিন দেখতে পাব না
জানিনা।
আজ ভিন্ন ছাদের নিচে তুমি
পেতেছ তোমার কল্পিত স্বপ্নের
বাস্তব চাদর,
আমিও তথৈবচ।
এমনটি কি হবার কথা ছিল।
মনে পড়ে
সেদিন গুলোর কথা।
অশোক পাপড়ি ভেবে ,
তব
লিপিষ্টক বিহীন রক্তাব অধরের
সুগন্ধে।
ভ্রমরকে হার মানিয়ে তোমাকে
নিষ্পেষণ করার কথা।
ফুলের গন্ধের বিলীনতা
বা সৌন্দর্যের সমাপ্তি
আমি দেখেছি
কিন্তু তোমার ভেজা ঠোটের
রূপ রস গন্ধের কমতি
কি যে বলব,
বেড়েছে বই
কল্পনাতেও ফুরোয় নি।
তাই তো আমার পাগলামো বল
বা তোমার রগে রগে
মম বিচরণের স্মৃতিকাতরতা বল
আজও বেড়েছে বই
কমেনি,
কখনো বাইসাইকেল,
কখনো মটর সাইকেল,
কখনও মার্সিডিসের গতিতে
আবার কখনও হাওয়াই জাহাজ
বা কখনও মহাশুন্য যানের গতিকেও
হাড় মানিয়ে
পাহাড়, নদী, জল
এমনকি কত শত
তারা, নীহারিকাকে ভ্রুকুটি করে
উর্ধশ্বাসে হয়েছে মম বিচরণ।
কতদিন,
বিধাতার দেয়া পা দুটোতে না চলে
চলেছি,
তোমার রক্তে আমি,
আমার রক্তে তুমি,
তোমার কি রক্ত চলাচলের
শিরা উপশিরা গুলোর
কথা মনে পড়ে
নাকি ঢাকা শহরের
নিত্য পরিবর্তন শীলতায়
তাও ফেলেছ হাড়িয়ে।
নাকি ব্যাংকের সীমাহীন কাজের চাপে
পড়েছে ঢাকা।
বিধাতার দেয়া জবানে
এক ভি লাফজ না বলে
তোমার নিশ্বাসে বলেছি
আমি,
আর আমার নিশ্বাসে বলেছ
তুমি।
আমার নিশ্বাসের নিঃর্গত
কার্বন-ডাই- অক্সাইডের
বিষাক্ততায় উদ্ভূত তরঙ্গের
মাদকতার স্মৃতি
আজও কি তোমাকে
পীড়িত করে।
বিশ্বাস কর,
মম তনুতে
হৃদয় পুঞ্জে পুঞ্জে
আজও তুমি বিরাজ,
কিন্তু এ কি ঠিক
হয়ত বা ঠিক, হয়তবা না,
কদিন আগে গিয়েছিলেম
ইকো পার্কে।
একই জায়গা, সাথে একের বদলে
অনেক সাথি,
সাথে গাড়ি,
গাছগুলো অনেক বড় হয়ে গেছে
ওরা
কিছুই শুধালো না
কেমন জানি তিরস্কার ও ভেঙচি
কাটল,
কানের কাছে কে যেন
ফিস ফিসিয়ে বলল
তুমি সাগর না হয়ে
যদি এ যমুনাও হতে
তাও ---- তুমি।
ওরা আমাকে অপরাধীর,
কাঠগড়ায় দাঁড় করাল
নাকি আমি নিজেই দাড়ালাম।
ফিরে আসার পথে ধীর গতির গাড়ির
মৃদু হাওয়ায়, মনের আকুতি ঝড়ছিল
হউক না আবার দেখা,
কোন অফিসে, পার্কে, রেস্তোরায়,
আজ কাল বা বিশ তিরিশ বছর পরে
হয়ত তখন থাকবে না
অতীত বা আজকের আকুলতা, ব্যকুলতা,
ভাঁজ পড়া ত্বক, কোটরে চোখ
কম্পিত ঠোটে
তবু বলতে তো পারব
কেমন আছ??
সিরাজগঞ্জ
নভেম্বর,১৭,২০১৩ খ্রীঃস
মন্তব্য করুন