একগুচ্ছ ছড়া
এক.
শর্ত একটি খাসি
কি লিখবো ছড়া
যদি পড়ি ধরা
হয় যদি ফাঁকি
কি করে ঢাকি।
লিখবো ছড়া তবে
অবসর হবো যবে
নেইকো কোলাহল
লিখবো ছলাত ছল।
এতে কি হবে খুশি
নয়তো হবো দোষী
লিখবো ছড়া বসি
শর্ত একটি খাসি।
দাও যদি এক খাসি
বাজবে মধুর বাঁশি
ছন্দ রাশি রাশি
তাইতো ভালোবাসি।
লিখবো ছড়া মধুর
ছাড়িয়ে সাত সমুদ্দুর
গাঁথবো ছন্দের মালা
মেটাবো শব্দের জ্বালা।
(পুনশ্চ: সোহানা লিটার অনুরোধে)
দুই.
কাড়ি কাড়ি টাকা!
থাকতে হলে ভাই ঢাকা
লাগবে তোমার কাড়ি টাকা
টাকা ছাড়া গতি নেই
বন্ধুভাগ্যের অভাব তাই।
মনে কভু হয় না মানুষ
মানুষ হয় স্বভাবে
ক্ষুধায় জ্বালা সইতে নারে
চুরি করে অভাবে।
অভাবে স্বভাব নষ্ট
বলো না ভাই কেউ কারে
ঘুষের টাকায় পাহাড় গড়া
অভাব বলো কে সারে।
বিয়ে করা যন্ত্রণা নয়
সংসার গুরু দায়িত্ব
প্রেম করা সবার সাজে
থাকে নাতো স্থায়িত্ব।
তিন.
মনমরা
হয়ো না তুমি মনমরা
ফরম্যাটে পড়বে ধরা,
মাফ পাবে না
সেজেও বোকা,
এখন তো নও
ছোট্ট খোকা।
হবে তোমার মুড নষ্ট
বাড়বে আরো
দুঃখ-কষ্ট।
এতে যদি পড়ো ধরা
পরতে হবে হাতকড়া।
হয়ো না কভু মনমরা
সদা থাকো ঝরঝরা।
মনকে দাও সদা শান্তি
দূরে যাবে সব ক্লান্তি।
ভাবনাগুলো সাজাও নিজে
প্রশান্তিতে থাকো ভিজে।
চার.
চরম ধরা
মালিক যদি হতো কড়া
আমি আজ চরম ধরা
যানজটে পড়ে আটকা
ভাবছো বুঝি মন্ত্রী ফটকা!
বানিয়ে ট্রাফিক আইন
জনতাকে দিয়েছে পাইন
অ্যানালগ; না ডিজিটাল
সরকারকে দিচ্ছে গাল।
বাসটি তখন শাহবাগ
মেজাজটাই বিগড়ে যাক
চলছে গাড়ি নিচ্ছে বাঁক
সময় সময় দিচ্ছে হাঁক।
জিরো পয়েন্ট টু সায়েন্স ল্যাব
আটকে সবাই বাস বা ক্যাব
দশ মিনিটের খুচরো পথ
হারিয়ে গেছে চলার রথ।
ভালোই বলেছেন, ধন্যবাদ।
মন্তব্য করুন