নিজ ঘরে পরবাসী
আমি এখন নিজ ঘরে পরবাসী
আর বলবো না বউ-
আমি তোমায় ভালোবাসি।
ভালোবাসা তো বলে হয় না
অনুভব করতে হয়-
হৃদয়ে স্পর্শ করতে হয়।
সারাদিন খাটাখাটুনির পর
বাসায় ফিরে বলবো না
পেটে টান পড়েছে খেতে দাও।
এখন আমি রাঁধতে শিখেছি
উনুনে ভাতের হাঁড়ি বসিয়ে
দিব্যি সব হয়ে যায়।
ছুটির দিনে সন্ধ্যায় চা-নাশতার
তাগিদ আর দেবো না-
এ ছাই না হলে কী হয়।
সিঁড়ি ভেঙে নিচে নামলেই তো
ছাইপাশটার দেখা মেলে
আয়েশ করে খাওয়ার কি?
আমার হাত যে কীভাবে ভাঙলো
বুঝতে পারছি না-
কে যেন ধাক্কা দিয়েছিল।
কারণ হিসেবে ব্যাখ্যা দিয়েছি
মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম
নির্ঘাত মিথ্যা অজুহাত।
তবে তুমি যে ধাক্কা দাওনি
নিরেট সত্য এটি-
হাত ভেঙেছে এটাই বাস্তবতা।
জ্ঞানীদের কথা, সংসার বড় ধর্ম
অনেক কিছুই সইতে হয়-
বলার থাকে কম।
প্রবাদে আছে-
সংসার সুখের হয় রমণীর গুণে
নেহায়েত খাঁটি কথা।
যদি হজমে সমস্যা না থাকে
প্যান-প্যানানি, ঘ্যান-ঘ্যানানি
বকা-বাদ্য পুরোখানি।
সংসার যে করে সে বুঝে
প্রেম-পিরিতি করে নয়,
সংসার ছেড়ে তাই বৈরাগী হয়।
আমি আছি আমরা হয়ে
আগের মতোই সশরীরে
একই ছাদের তলে।
ভালোবাসার ঘাটতি নেই
সম্পর্কের টানাপড়েন-
আশায় বুক বেঁধে।
ঢাকা, আগস্ট ১৮,
মন্তব্য করুন