ইউজার লগইন

কি হবে?

আমার বাসার কাজের মেয়েটা ক্লাশ ফাইভ পাশ। কাল একটা ঔষধের শিশি হাতে নিয়ে আমাকে বলছে --আপা এটা কোথায় রাখব।
আমি জিজ্ঞাসা করলাম---- কি এটা?
সে খুব স্বাভাবিক ভাবেই পড়তে শুরু করে দিল--হ্রসসই ভিটামিন।
------- হ্রসসই ভিটামিন? :।
সে আবার ও পড়ল এবং বলল -----হ্রসসই ভিটামিন।
হা হা করে হাসতে হাসতে আমার বিষম খাবার অবস্থা।
এটা হল " ই ভিটামিন। ই = রসসই , আঞ্চলিকতার টানে তা হয়ে গেছে হ্রসসই।

একদিন বাসায় একটুও তেল নেই রান্না করব। ঐ মেয়ের বাবাকে ডেকে তার হাতে একটি তীর সয়াবিন তেলের পাঁচ লিটারের খালি ক্যান দিয়ে বললাম এমন একটা পাঁচ লিটারের ক্যান নিয়ে আসেন। হাতে দিলাম ১০০০টাকার একটা নোট। সে গেল তো গেল একেবারেই চলিয়া গেল আর ফিরিয়া আসিল না। বাধ্য হয়ে আমি নিজে যেয়ে একলিটার তেল কিনে আনলাম।

রাত আটটা সারে আটটার দিকে তিনি ফিরলেন। তার হাতে দুইটি খালি ক্যান। আমাকে দেখিয়ে বলল---মা সারা সৈয়দপুর পার্বতীপুর খুঁজেও এই একটা ছাড়া পাই নাই। দাম নিছে ৫০টাকা।
আমার অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে সে বললো ---সত্যি মা আমি সব যায়গায় খুঁজছি খালি ক্যান নাই আর। সবাই ভরাটা বিক্রি করে আর বলছে বৃষধবার গেলে পাওয়া যাবে।
----আমি খালি ক্যান দিয়ে কি করবো?
----আপনেই তো বললেন পাঁচটা ক্যান আনতে!
----বাসায় খালি ক্যান আছে?
----আছে?
----কয়টা?
----গুনি নাই?
----যান গুনেন আর আপনের যে কয়টা লাগবে নিয়ে যান।
পরে মনে মনে হাসলাম। এই বুদ্ধির মানুষেরা নিজের বা দেশের কি উন্নতি করবে ?

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


হাহাহাহহা। সরল মানুষ।

মাহবুব সুমন's picture


সরল সোজা মানুষরা হয়তো নিজের জন্য কিছু করতে পারে না কিন্তু দেশের ক্ষতি করে না।
দেশের ক্ষতি করছে 'বুদ্ধিমান', "ইস্মাট" , "ছিক্ষিৎ" ভদ্রলোক, যারা নিজের জন্য অনেক কিছু করলেও দেশের জন্য তেমন কিছু করে না। আশে পাশেই তাকিয়ে দেখুন না !

মেসবাহ য়াযাদ's picture


ব্যাপক মজারু হৈছে। Laughing out loud
এদের আসলে আয়োডিনের অভাব। Big smile

উচ্ছল's picture


হা হা হা... ঝাক্কাস্্ ....

মর্ম's picture


আমার কেন জানি মনে হয় এ মানুষগুলো আছে বলেই দেশটা এখনো রসাতলে যায়নি!

আমাদের বুদ্ধিমান মানুষগুলো আমাদের কাছ থেকে নিতেই জানে কেবল, দিতে জানে না কিছু।।

দেশ কী- এ বোধটাই হয়ত যে মানুষটার নেই সে আপনার টাকা ফিরিয়ে এনেছে, যতটুকু বুঝতে পেরেছে সেটুকুর উপর ভর করে দিনভর ঘুরে আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছে- 'বুদ্ধিমান' একজন যে এতা করবেই সে নিশ্চয়তা কি আছে?!

জ্যোতি's picture


হা হা হা। ব্যপক। তবে এমন সরল মানুষেরা ই ভালো।

রায়েহাত শুভ's picture


মানুষটা বেশী মাত্রায় সরল Smile
তয় হসস্বই ভিটামিন মজা পাইলাম Tongue

নরাধম's picture


সবই ঠিকাছে, ফানি পোস্ট, কিন্তু

এই বুদ্ধির মানুষেরা নিজের বা দেশের কি উন্নতি করবে ?

এইটা ভাল লাগলনা। সহজ সরল অশিক্ষিত মানুষের কাছে দেশের উপকারের প্রত্যাশা করছেন কেন? দেশ যাদের জন্য এতকিছু করছে তারাই তো দেশের উপকার তো দূরে কথা, সুযোগ পেলে দেশের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে, এই গরীব লোককে দেশ কিছুই দেইনি, সে কেন উপকার করবে? অন্তত সে দেশের ক্ষতি করবেনা।

জোনাকি's picture


মজার পোষ্ট কিন্তু

এই বুদ্ধির মানুষেরা নিজের বা দেশের কি উন্নতি করবে

কথাটা কানে/চোখে বাধলো ...

১০

তানবীরা's picture


যারা এদের নিয়ে দিনরাত কাটায় তারা জানে Sad

১১

দূরতম গর্জন's picture


মজা

তবে এই বুদ্ধি বলেই নিজের উন্নতি না হয়ে নেতাদের উন্নতি হয়

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সামছা আকিদা জাহান's picture

নিজের সম্পর্কে

যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারেবারে,
আমার জীবনে তোমার আসন গভীর আন্ধকারে।
যে লতাটি আছে শুকায়েছে মূল
কূড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল
আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে।
পূজা গৌরব পূর্ন বিভব কিছু নাহি নাহি লেশ
কে তুমি পূজারী পরিয়া এসেছ লজ্জার দীনবেশ।
উৎসবে তার আসে নাই কেহ
বাজে নাই বাঁশি সাজে নাই গেহ
কাঁদিয়া তোমারে এনেছে ডাকিয়া ভাঙ্গা মন্দির দ্বারে।
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে।