হারিয়ে যেও না- কবীর সুমন!
হারিয়ে যেও না হারিয়ে যেও না স্বপ্নে ঝিকিমিক দূরের তারা
এখনও ডাক দেয় অনাগত দিন যদিও এই রাত দিশেহারা
এখনও জীবনের কোথাও না কোথাও বিরল ভরসার সাহসী সুরভি
এখনও রোদ্দুর সহসা জ্বেলে দেয় বিদ্রোহের রঙে রক্তকরবী
হারিয়ে যেও না হারিয়ে যেও না রক্তকিংশুক দিনের আশা
এখনও লালে লাল ভোরের আকাশে পাঠায় সুখবর ভালোবাসা
এখনও কিছু হাত হতাশা রুখছে বাতাসে কাঁপছে প্রাণের স্লোগান
এখনও কিছু মুখ মুখর কণ্ঠ সজীব রাখছে আগামীর গান
হারিয়ে যেও না ফুরিয়ে যেও না আমার আগামী গানের ভাষা
এখনও শরীরের পরতে পরতে উতরোল উতরোল জীবন পিপাসা।
সুর কথা ও কন্ঠঃ কবীর সুমন
https://youtu.be/8IyEEaTsuGQ
কবীর সুমন এই গান নিয়ে বলেছেন, "১৯৮৫ সালে বেঁধেছিলাম এই গানটি। ৩১ বছর কেটে গেল। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন - 'তেত্রিশ বছর কেটে গেল, কেউ কথা রাখেনি।' - কিন্তু না, কালের কলম লিখছে - কেউ কেউ কথা রাখছে।...
১৯৮৫ সালে গানটি যখন বেঁধেছিলাম তখন, সত্যি বলতে, নকশালপন্থীদের কথা ভেবেছিলাম, ভেবেছিলাম একটা স্বপ্নের কথা, অঙ্গিকারের কথা। তেমনি আমাদের অগ্নিযুগের বিপ্লবীদের কথা ভেবেছিলাম। হয়তো একটু বেশিই ভেবেছিলাম সূর্য সেনের কথা, আরও অনেকের কথা। তেমনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথা, বিপ্লবীদের কথাও। এই গানটি বানানোর অল্প কিছুকাল আগে নিকারাগুয়ায় গিয়েছিলাম। দেখেছিলাম বিপ্লবের একটি রূপ। সেই বিপ্লব আবার তথাকথিত "মার্ক্সবাদী বিপ্লব" নয়। সেখানে দেওয়ালে দেওয়ালে লেখা ছিল - "বিপ্লব - হ্যাঁ। কমিউনিজম - না।" মধ্যবিত্ত বাঙালি (সে-সময়ে যুবক) অবাক হয়েছিলাম।
আজ - আমি জীবনসায়হ্ণে উপনীত। দিন ফুরিয়ে এলো। কতো কী পালটে গেল। জার্মান মার্ক্সবাদী "কবিয়াল", ভাবুক, কবি হ্বল্ফ্ বিয়ারমান পূব-পশ্চিম জার্মানি মিলে যাওয়ার মুহূর্তে, সারা দুনিয়া যখন বলছে - 'মার্ক্সবাদ গেছে', তখন একটা কবিতায় লিখেছিলেন - "নিজেকে যে পাল্টায়, সেইই বেঁচে আছে।" - যা দেখলাম, জীবনে সমর্পিত হলে নিজেকে আর আলাদা করে পাল্টাতে হয় না, জীবনই পালটে দেয়।..."
হারিয়ে যাইও না..
মন্তব্য করুন