তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ...
"আজি বাংলাদেশে হৃদয় হতে
কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির
হলে জননী
ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে"
বাংলাদেশের সব বন্ধুদের বিজয়ের শুভেচ্ছা।দেশের বাইরে থাকায় দিনটা কে নিয়ে কিছু করা না হলেও মন থেকে দেশকে অনেক অনুভব করি।মুক্তিযুদ্ধ নিয়ে খন্ড রাজনীতি বন্ধ হোক বিজয়ের দিনে এই প্রত্যাশা করী।শুভ বিজয়।
গানের লিঙ্ক http://www.youtube.com/watch?v=Ciqsl5GcO54
কেউ কমেন্ট দেয়না

আপনার মতো আমিও ফিল করি
আপনার জন্য আমার ফেইস বুক স্ট্যাটাস মেসেজ টা তুলে দিলাম
---------------------------------
ঢাকায় বন্ধুরা বিজয় দিবসে লাল সবুজ রঙের ফতুয়া/পাঞ্জাবি পড়ে বিজয় র্যালিতে যায় ছবি তুলে ফেইস বুকে আপলোড করে, কতো আনন্দ!
এদিকে সুইজারল্যান্ডে আজ সকাল থকেই ঝুম বৃষ্টি। আমি কল্পনা করি কোন এক বৃষ্টির দিনে বাসার কলিং বেলের টুং টাং শব্দে দরজার ওপাশ থেকে আম্মা বিরবির করে “ এই সময় আবার কে আসলো” বলতে বলতে দরজা খুলবে। দুইটা ভারি ব্যাগ সহ আমাকে দেখে অবাক হবার আগেই ‘ একবারে আইয়া পড়ছি’ বলে আম্মাকে বলব তোয়ালে দাও নাইলে ঠাণ্ডা লেগে যাবে।
এরকম একটা দিন হয়তো আসবে আবার হয়তো আসবেনা! কারনে অকারনে আমার চোখ ভিজে যায় দেশের কথা মনে পড়লে...
-----------------------------------
তবে ব্লগের পোস্ট আরেকটু বড় দিলে ভাল হয়।
আপনার কমেন্ট পড়ে অন্যরকম একটা অনুভূতি হলো।আশা করি আপনি দেশে যেতে পারবেন খুব তারাতারি
বিজয়ের দিনে ঢাকার লোকজন মনে হয় রাস্তায় থাকে... বিজয়ের আনন্দ উদযাপনে।
এর জন্য মন্তব্য ... অনলাইনে থাকা সদস্য এবং অতিথির সংখ্যা অনেক কমে যায়।
আর মন্তব্যে কি আসে যায়... আপনি আপনার অনুভুতি শেয়ার করবেন... বন্ধুরা হাজির হইলে মন্তব্যের আকাল থাকবে না
আপনার কমেন্ট দেখে ভালো লাগলো,শুভ বিজয়
বিজয় দিবসের শুভেচ্ছা
শুভ বিজয়
হুম, দেশের বাইরে সব পানসে! এমন না যে দেশে থাক্তেও খুব হুল্লোড় করতাম বিজয় দিবসে, তবে একটা আমেজ ছিলো। আলাদাই মজায় দিন শুরু হতো। আর কিছু না আগারগাঁও এর দিক থেকে ভেসে আসা তোপধ্বনির শব্দে সক্কালবেলার শুরু।
আর এইবার কি করলাম, ঠান্ডায় ঘর থেকে যখন বের হবার সময় গায়ে জড়াইছি চাদনী চকের সস্তা সুতির লাল-সবুজ ওড়নাটা। ওই পরেই সারাদিন ছিলাম। ব্যাস!
হুম আমিও দেশে থাকতে এই দিনে খুব বেশি কিছু করতাম না,আসলে শুধু এই দিনে না,দেশে থাকতে অনেক কিছুই করা হতো যেগুলো এখন মিস করি
মন্তব্য করুন