নতুন বছরের শুরু ও টাইম স্কয়ারের কয়েকটি ছবি
নতুন বছরের শুরুতেই মন খুব খারাপ।কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিনা।ভিতরে একটা অস্থিরতা অনুভব হচ্ছে ।একটা সেমিস্টার প্রায় শেষ হয়ে যাচ্ছে,পুরা সেমিস্টারে কিছুই পড়িনাই
।
আচ্ছা যাই হোক,সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।নতুন বছর সবার ভালো যাবে এই আশা করি।
মেজাজ আরো খারাপ,প্রায় আধা ঘন্টা পোষ্ট লেখার পর দেখি পোষ্ট উধাউ
।এমনি আমি কিচ্ছু লিখতে পারিনা
।
----------------------------------------------------------------------
----------------------------------------------------
আমার এই জীবনেও থার্টি ফার্স্ট নাইট অথবা নতুন বছর নিয়া কোনো অনুষ্ঠানে যাই নাই অথবা পালন করি নাই ।এবার ভাবসিলাম টাইম স্কয়ারে যাবো
।টাইম স্কয়ারে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬ টায়।আর আমি বাসা থেকেই বের হইসি রাত ১০ টার কাছাকাছি
।সাথে ছিল আমার আব্বু,আম্মু,আমার বোন,ফুপি,ফুপা আর আমার ফুপাত বোন।সারা রাস্তা কাজিনের সাথে গল্প করলাম লেডি গাগার গান শুনবো,অ্যাডেলের গান শুনবো (যদিও অ্যাডেল আসেনাই)।গিয়া তো পুরাই থ
।কই আমার লেডি গাগা,কই অ্যাডেল।খালি মানুষ আর মানুষ
।পুলিশ রাস্তায় বেরিকেড দিয়ে রাখসে
।কাউকে যেতে দেয়না।সবাই বেরিকেডের সামনে দাড়িয়ে আছে আর একটা বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে
এই হলো সে বিল্ডিং
কিছুক্ষন পর দেখি কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে,পুলিশ তাদের চেক করে মেইন অনুষ্ঠানে পাঠাচ্ছে।সেই লাইনেও যেতে পারলাম না,বেরিকেড দেয়া
এভাবেই বাজলো ১২ টা,সবাই এক জায়গায় দাড়িয়েই পালন করলো থার্টি ফার্স্ট নাইট।আর আমিও বাসায় চলে আসলাম
কিছু ছবি
(ছবি গুলো প্রিভিউ করে দেখলাম যেরকম তুলেছিলাম,পোষ্টে সেরকম আসছেনা,আপ্সুস ।অর্ধেক আসছে
)
কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকুন ।
ভালো থাকেন । নতুন বছরের শুভ সূচনায় আপনার জন্য শীতের সকালে চিলতে রোদমাখা শুভেচ্ছা ।
অনেক অনেক থ্যাংক্স,ভালো থাকবেন
ওই মিয়া আপ্নে ছবি আপ্লোড করা শিখতেছেননা ক্যান

ছবিগুলাতো কিছুই উপভোগ করা যাইতেছেনা।
এনিওয়ে, হ্যাপী নিউইয়ার-অনন্যা
আপু আমি তো ছবি এডিট করতে পারিনা

আপনাকেও হ্যাপি নিউইয়ার
ছবি দেয়ার আগে যে কোনো ফটো এডিটিং সফ্টওয়ারে সাইজ ঠিক করে তারপর আপলোফ করেন। ছবি সাইজ করার সময় width = 560 করবেন। তাহলে ঠিকমত দেখাবে পোস্টে।
আমি পারিনা যে
দেখার জন্য অনেক ধন্যবাদ 
হ্যাপী নিউ ইয়ার
থ্যাংক্স আপু,হ্যাপি নিউ ইয়ার
উৎসব দূর থেকে যতো কালারফুল দেখায়, কাছে গেলে ততোটাই ম্লান হতে থাকে। দূর থেকে দেখাই ভালো...
একদম ঠিক বলেছেন ,ধন্যবাদ
হেপ্পি নিউ ইয়ার...
হ্যাপি নিউ ইয়ার,ভালো থাকুন
হ্যাপি নিউ ইয়ার!! মনে হয় লোকজনের আনন্দমুখর ছবি থাকলে আরো জমতো ।
হ্যাপি নিউ ইয়ার,আপু গিয়ে মন খারাপ হয়ে গিয়েছিল আর এত মানুষ যে ছবি তুলা যাচ্ছিলো না
ভালো থাকুন 
গতবছরও অসুস্থ্য ছিলাম এইবারও

ইশসিরে,থাক পুরো বছর টা ভালো গেলেই হলো

হেপ্পি নিউ ইয়ার...
আপনাকেও হেপ্পি নিউ ইয়ার

ভাল হয়েছে।
থ্যাংক্স,হ্যাপি নিউ ইয়ার

হ্যাপী নিউ ইয়ার
হ্যাপি নিউ ইয়ার প্রিয় আপু

২২ জানুয়ারি নিউ ইয়র্ক আসতেছি। নিউ ইয়র্ক শহরে কিকি দেখব এবং সহজ ভাবে ট্রাম ট্রেন কিভাবে কি করলে এক দিনের ট্যুরে অনেক কিছু দেখা যাবে এই নিয়ে একটা পোস্ট দিবেন প্লিজ... খুব উপকার হবে
হা হা আমি নিজেই তো কিছু চিনিনা
আচ্ছা আপনার পোষ্টে কমেন্ট দিয়ে আসবো
আমি আসলে এই ধরনের[http://nil-pipra.blogspot.com/2011_06_01_archive.html] বিস্তারিত লেখার জন্ন আপনাকে অনুরধ করেছিলাম। আমার পোস্ট কমেন দিবেন কিভাবে? আমি তো পোস্ট দিব না
আচ্ছা দেখি চেষ্টা করবো,আর না হলে আপনার যে কোনো পোষ্টে কমেন্ট দিয়ে আসবো,আর এই শীতের দিনে কোথায় ঘুরতে যাবেন,বাইরে তো অনেক শীত

হ্যাপী নিউইয়ার-অনন্যা
হাই আপু,হ্যাপি নিউ ইয়ার
হাই আপু,হ্যাপি নিউ ইয়ার
অনেক দিন পর আসলেন ব্লগে
মন্তব্য করুন