ইউজার লগইন

নতুন বছরের শুরু ও টাইম স্কয়ারের কয়েকটি ছবি

নতুন বছরের শুরুতেই মন খুব খারাপ।কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিনা।ভিতরে একটা অস্থিরতা অনুভব হচ্ছে Sad ।একটা সেমিস্টার প্রায় শেষ হয়ে যাচ্ছে,পুরা সেমিস্টারে কিছুই পড়িনাই টিসু
আচ্ছা যাই হোক,সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।নতুন বছর সবার ভালো যাবে এই আশা করি।
মেজাজ আরো খারাপ,প্রায় আধা ঘন্টা পোষ্ট লেখার পর দেখি পোষ্ট উধাউ Angry গুল্লি ।এমনি আমি কিচ্ছু লিখতে পারিনা Puzzled
----------------------------------------------------------------------
----------------------------------------------------
আমার এই জীবনেও থার্টি ফার্স্ট নাইট অথবা নতুন বছর নিয়া কোনো অনুষ্ঠানে যাই নাই অথবা পালন করি নাই Sad ।এবার ভাবসিলাম টাইম স্কয়ারে যাবো Party ।টাইম স্কয়ারে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬ টায়।আর আমি বাসা থেকেই বের হইসি রাত ১০ টার কাছাকাছি Big smile ।সাথে ছিল আমার আব্বু,আম্মু,আমার বোন,ফুপি,ফুপা আর আমার ফুপাত বোন।সারা রাস্তা কাজিনের সাথে গল্প করলাম লেডি গাগার গান শুনবো,অ্যাডেলের গান শুনবো (যদিও অ্যাডেল আসেনাই)।গিয়া তো পুরাই থ Shock ।কই আমার লেডি গাগা,কই অ্যাডেল।খালি মানুষ আর মানুষ Worried ।পুলিশ রাস্তায় বেরিকেড দিয়ে রাখসে At Wits End ।কাউকে যেতে দেয়না।সবাই বেরিকেডের সামনে দাড়িয়ে আছে আর একটা বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে Rolling Eyes
এই হলো সে বিল্ডিং
jpg
কিছুক্ষন পর দেখি কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে,পুলিশ তাদের চেক করে মেইন অনুষ্ঠানে পাঠাচ্ছে।সেই লাইনেও যেতে পারলাম না,বেরিকেড দেয়া Crying
এভাবেই বাজলো ১২ টা,সবাই এক জায়গায় দাড়িয়েই পালন করলো থার্টি ফার্স্ট নাইট।আর আমিও বাসায় চলে আসলাম Broken Heart
কিছু ছবি
n 042_0.JPG

n 081.JPG

n 105.JPG

jpg

jpg

(ছবি গুলো প্রিভিউ করে দেখলাম যেরকম তুলেছিলাম,পোষ্টে সেরকম আসছেনা,আপ্সুস Whew! ।অর্ধেক আসছে Sad )
কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকুন THNX

পোস্টটি ১ জন ব্লগার পছন্দ করেছেন

সুদূরের পিয়াসী's picture


ভালো থাকেন । নতুন বছরের শুভ সূচনায় আপনার জন্য শীতের সকালে চিলতে রোদমাখা শুভেচ্ছা ।

অনন্যা's picture


অনেক অনেক থ্যাংক্স,ভালো থাকবেন Smile

লীনা দিলরুবা's picture


ওই মিয়া আপ্নে ছবি আপ্লোড করা শিখতেছেননা ক্যান Angry
ছবিগুলাতো কিছুই উপভোগ করা যাইতেছেনা।
এনিওয়ে, হ্যাপী নিউইয়ার-অনন্যা Smile

অনন্যা's picture


আপু আমি তো ছবি এডিট করতে পারিনা টিসু
আপনাকেও হ্যাপি নিউইয়ার

হাসান রায়হান's picture


ছবি দেয়ার আগে যে কোনো ফটো এডিটিং সফ্টওয়ারে সাইজ ঠিক করে তারপর আপলোফ করেন। ছবি সাইজ করার সময় width = 560 করবেন। তাহলে ঠিকমত দেখাবে পোস্টে।

অনন্যা's picture


আমি পারিনা যে Puzzled দেখার জন্য অনেক ধন্যবাদ Party

একজন মায়াবতী's picture


হ্যাপী নিউ ইয়ার Party

অনন্যা's picture


থ্যাংক্স আপু,হ্যাপি নিউ ইয়ার Wink

আহমাদ মোস্তফা কামাল's picture


উৎসব দূর থেকে যতো কালারফুল দেখায়, কাছে গেলে ততোটাই ম্লান হতে থাকে। দূর থেকে দেখাই ভালো...

১০

অনন্যা's picture


একদম ঠিক বলেছেন ,ধন্যবাদ Smile

১১

রায়েহাত শুভ's picture


হেপ্পি নিউ ইয়ার...

১২

অনন্যা's picture


হ্যাপি নিউ ইয়ার,ভালো থাকুন মজা

১৩

লিজা's picture


হ্যাপি নিউ ইয়ার!! মনে হয় লোকজনের আনন্দমুখর ছবি থাকলে আরো জমতো ।

১৪

অনন্যা's picture


হ্যাপি নিউ ইয়ার,আপু গিয়ে মন খারাপ হয়ে গিয়েছিল আর এত মানুষ যে ছবি তুলা যাচ্ছিলো না Sad ভালো থাকুন নৃত্য

১৫

রাসেল আশরাফ's picture


গতবছরও অসুস্থ্য ছিলাম এইবারও Sad Sad

১৬

অনন্যা's picture


ইশসিরে,থাক পুরো বছর টা ভালো গেলেই হলো Party মজা

১৭

শওকত মাসুম's picture


হেপ্পি নিউ ইয়ার...

১৮

অনন্যা's picture


আপনাকেও হেপ্পি নিউ ইয়ার Glasses সান্তনা

১৯

অতিথি জালাল's picture


ভাল হয়েছে।

২০

অনন্যা's picture


থ্যাংক্স,হ্যাপি নিউ ইয়ার Glasses Fishing

২১

প্রিয়'s picture


হ্যাপী নিউ ইয়ার

২২

অনন্যা's picture


হ্যাপি নিউ ইয়ার প্রিয় আপু Cool পার্টি

২৩

মাহমুদ's picture


২২ জানুয়ারি নিউ ইয়র্ক আসতেছি। নিউ ইয়র্ক শহরে কিকি দেখব এবং সহজ ভাবে ট্রাম ট্রেন কিভাবে কি করলে এক দিনের ট্যুরে অনেক কিছু দেখা যাবে এই নিয়ে একটা পোস্ট দিবেন প্লিজ... খুব উপকার হবে

২৪

অনন্যা's picture


হা হা আমি নিজেই তো কিছু চিনিনা Sad
আচ্ছা আপনার পোষ্টে কমেন্ট দিয়ে আসবো

২৫

মাহমুদ's picture


আমি আসলে এই ধরনের[http://nil-pipra.blogspot.com/2011_06_01_archive.html] বিস্তারিত লেখার জন্ন আপনাকে অনুরধ করেছিলাম। আমার পোস্ট কমেন দিবেন কিভাবে? আমি তো পোস্ট দিব না Tongue

২৬

অনন্যা's picture


আচ্ছা দেখি চেষ্টা করবো,আর না হলে আপনার যে কোনো পোষ্টে কমেন্ট দিয়ে আসবো,আর এই শীতের দিনে কোথায় ঘুরতে যাবেন,বাইরে তো অনেক শীত পড়তেছি Puzzled

২৭

তানবীরা's picture


হ্যাপী নিউইয়ার-অনন্যা

২৮

অনন্যা's picture


হাই আপু,হ্যাপি নিউ ইয়ার Cool

২৯

অনন্যা's picture


হাই আপু,হ্যাপি নিউ ইয়ার Cool
অনেক দিন পর আসলেন ব্লগে

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অনন্যা's picture

নিজের সম্পর্কে

......