দয়াল তোমায় প্রনাম
আকাশপানে খুঁজে বেড়াই
কোথায় তোমার বাস-
দয়াল তুমি দয়ার সাগর
মিটাও মনের আশ ।
গয়া-কাশি-মক্কা শহর
রেশমপথে রেশম নগর
দুনিয়া তার পাগলা নাগর
খেল খেলে যাও পাগলা ডাগর।
তুমি বুদ্ধ-তুমি যীশু
তুমি মালিক-পথের শিশু
উড়াইয়া নাও মেঘপাখি
সকাল বিকাল তোমায় আঁকি-
অনিমেষ কয়-সবি ফাঁকি
হৃদমাঝারে আঁকি-বুকি
দমে দমে দমের খেলা
সময় যে নাই-গেলো বেলা।
আগুন নিভাও-আগুন জ্বালাও
কষ্টেরে দুধ কলা খাওয়াও
তুমি আল্লাহ তুমি খোদা
তুমি কৃষ্ণ-তুমি রাধা।
তোমাতে আমি থাকি
আমাতে থাকো তুমি-
আকাশ ছুঁয়ে ভুমি থাকে
দয়াল তোমায় প্রণমি।
দারুন!
ধন্যবাদ শান্ত।
আছেন কেমুন?
দারুন বাউল সংগীত লিখেছেন দাদা। (Y) (Y) (Y)
বাহ্! দারুণ!!
চমৎকার...
ধন্যবাদ টুটুল ভাই।
খুব খুব খুব ভাল লেগেছে, বিশেষ করে
ধন্যবাদ নেন।
ভাল লাগলো।
ধন্যবাদ!!
মন্তব্য করুন