শ্যাম-রাধা বিচ্ছেদঃ ০৬-রাধাবৃক্ষ
গাছের পাতা উড়ে হাওয়ায়
উড়ে আঁচল তোমার,
বুকের মাঝে কষ্টগাছ
শিকড় বাকড় শুধু আমার।
তুমি হইলা ফুল আর ফল
আমি দিলাম ছায়া আর জল।
অনিমেষ কয়-হাওয়ায় উড়ে
যাইবা কোথায় রাধা;
কৃষ্ণ হইলো একলা নাও
সে দুঃখনোঙ্গরে বাঁধা।
তুমি হইলা পুজার যোগ্য
ফুল-ফল সব তোমার ভোগ্য,
তুমি প্রেমের ধারা,
রাধা বিনে বহে কেমন
দিন রাত সব আছে যেমন
প্রেমের ঝর্নাধারা।
শ্যাম রাধা বিচ্ছেদ ট্রেন ইস্টিশানে
বহুদিন ধরে ভাবছি আমার নতুন রাধাবিরহ লিখব
শুরু করেন; আমি একটু ঝিরাইয়া লই।
সুন্দর! এই ব্লগে ছবি দেয়া যায় না?
===========
যায়-তবে ছবি ছাড়াই ভালো লাগে এখানে।
পড়তে গিয়ে মাঝে মাঝে তাল কেটে গেছে
আমারো তেমনি লাগছে।
দেখি কিছু এডিট করন যায় কিনা?
মিষটি আছে, তালে হলে আরো ভাল লাগবে
দেখা যাউকগা তাল কিছু ঠিক করন যায় কিনা?
সুন্দর।
মন্তব্য করুন