ইউজার লগইন

দিনের প্যাচাল ১৪

you've got your ball, you've got your chain,
tied to me tight, tie me up again,
who's got their claws in you my friend,
into your heart i'll beat again

sweet like candy to my soul,
sweet you rock, and sweet you roll
lost for you i'm so lost for you

and you come crash into me
and i come into you...

এইটা একটা হতচ্ছাড়া গান। একবার মাথায় ঢুকলে বাজতেই থাকে, বাজতেই থাকে। কিন্তু সে এমন একটা গান যে যখন তখন গুনগুন-ও করা যায়না। একদিন অফিসের মধ্যে হঠাৎ আবিস্কার করলাম অনেকক্ষণ ধরে 'hike up your skirt a little more, and show the world to me' লাইনটা হাম করতেছি। কি ভয়াবহ। কপাল ভাল ধারেকাছে কেউ ছিলনা। ব্যাটা এইরকম একটা আপাত পারভার্ট/স্টকার গান ক্যামনে এতো সুন্দর বানাইল কে জানে। কিন্তু গানটা পুরা মন্ত্রের মত আসলে। সারাদিনরাত মাথার মধ্যে চলতে থাকে। ভিডিওটাও এতো সুন্দর। এইরকম আরেকটা মন্ত্র হইল anthem for a seventeen year old girl. ঐটাও যদি একবার শুনি সারাদিন মাথার মধ্যে 'park that car, drop that phone, sleep on the floor, dream about me' চলতে থাকে অবিরাম।

আমার দিনকাল যে ক্যামন যাইতেছে নিজেই জানিনা। চায়না থেকে ফিরে আসার পর কাজে ঝাপায় পড়ব এই ইরাদার কারনে আমি মোটামুটি কোন কাজকর্ম করিনা। সারাদিন ঘুমাই, আর যখন ঘুমাইনা তখন হয় খাই নাহয় ঝিমাই। সুখী মানুষ। তবে সুখী মানুষজনের পর্বতসম কাজ জমে থাকেনা। আমি পর্বতসমান কাজ জমাই, তারপর সেই পর্বতের উপরে আরামসে দাঁড়ায়ে দাঁড়ায়ে দুনিয়াদারি দেখি, আর পর্বতের বরফ একটা পেপারকাপে নিয়ে একটু চিনি আর ক্রিম মিশায়ে খাই। কি হবে আমার জীবনে Sad

সম্পর্কের ঠুনকো স্বভাব নিয়ে ভাবলাম কিছুদিন। বন্ধুত্ব-ও আসলে খুব মজবুত জিনিষ না বলে মনে হয় ইদানিং। কিংবা হয়তো আমার ক্ষেত্রেই হয় এটা শুধু। সবার প্রয়োজনে আমাকে হাজির থাকতে হয়, আমার প্রয়োজনে কেউ কোন সাড়াশব্দ করার দরকার মনে করেনা, কয়েকবার নক করার পরেও। মেজাজ খারাপ হয়, কিন্তু কিছু করতে পারিনা। আর কিছু করতে না পারার এই অক্ষমতাটা আরো ভয়ংকর। নিজের উপর রাগ লাগে, নিজেকে আরো অপছন্দ করতে থাকি, ভাবতে থাকি আসলে হয়তো ওদের সময় আমি নিজেই ডিজার্ভ করিনা। they are special, they can come to me when in need. but i can't go to them. they are important people, they don't have time for such an insignificant creature as me.

বেশি বেশি বলতেছি। এতোটা খারাপ অবস্থা না। মনটা একটু খারাপ। কিন্তু ব্যাপার না। একলা চলরে নীতি তো আমার সারাজীবনের। এই পর্যন্ত যখন একা একা চলে আসছি, বাকি যেট্টুক আছে জীবন, চলে যাবে, নট টু ওয়রি। ইন দ্য মিনটাইম, ফ্রেন্ডস এ্যান্ড এ্যাকুয়েনট্যানসেস, প্লিজ ফিল ফ্রি টু ইউজ মি হোয়েনেভার ইউ ফিল লাইক।

হাহা, কি পরিমান ইমো আছি আমি এখন! যাকগা। লেটার্স টু জুলিয়েট নামক চরম পঁচা একটা মুভি দেখলাম সেইদিন। আমি আর আমার বন্ধু সিদ্ধান্ত নিলাম নিজেদের পছন্দে আর কোন চিকফ্লিক দেখা যাবেনা। এর আগে টাইম ট্রাভেলার্স ওয়াইফ নামক একটা মুভি অনেক শখ করে দেখতে গিয়া বিশাল ধরা খাইছিলাম। তারপর আরেকদিন লাভ এ্যান্ড আদার ড্রাগস। চরম ছ্যাক। চিকফ্লিক এখন থেকে রেকমেন্ডেশনে দেখা লাগবে। মাঝে দেখলাম লর্ড অফ দ্য রিংস। দুই পন্ডিত আমাকে এইটা দেখাবার জন্য বহুদিন থেকে তাক করে বসে আছে, সেইদিন হঠাৎ সুযোগ পেয়ে গ্যাল। প্রথমটা দেখে আমি তো অস্থির, এরপর কি হইল? দুইজন গম্ভীর গলায় বলে এখন তুমি টু টাওয়ার্স দেখবা। তো ঐ রাতেই আবার দেখলাম দ্বিতীয় পার্ট। এরপর গ্যাল ভোর হয়ে, কিন্তু আমি আবার অস্থির, আয়হায় এরপর কি? বেটিগুলা বলে, 'ওহ শেষ মুভিটা খুব-ই বাজে বানাইছে, ঐটা খবরদার দেইখো না, এক কাজ করো, বইটা পড়ে ফেল!' এমন রাগ লাগল! যাই হোক, ঘুমটুম শেষ হওয়ার পর কৌতুহল অনেকটাই শেষ, জীবনে কত কত সমস্যা, লর্ড অফ দ্য রিংস-এর শেষ নিয়ে কতক্ষণ আর মাথা ঘামানো যায়। দেখি কোনদিন যদি বই পড়ার মত অবসর হয় জীবনে, পড়ে ফেলব।

চায়না ট্রিপের জন্য অধীর আগ্রহে বসে আছি। আই নিড এ ব্রেক। আর ভাল্লাগেনা। সবাইকে গুলি করে মেরে ফেলতে ইচ্ছা করে, শুধু আমি একা থাকবো পৃথিবীতে, তাইলে আর কেউ আমাকে হার্ট করতে পারবেনা কোনভাবে। ওয়েল, খুব সুবিধার চিন্তা না একজন 'শান্তিবিদ্যা'-র (এইরকম কোন শব্দ কি আসলে আছে?!) ছাত্রীর জন্য। বাট হু কেয়ারস এনিওয়ে, গো টু হেল দুনিয়া, আই হেইট ইউ। Worried

খাইছে পুরা টিনেজারদের মত করতেছি, ক্যান জানি অনেক ইমো আছি আজকে। Worried


পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লর্ড অব দ্যা রিংস ৩টা মুভি-ই এক বসায় দেখসিলাম! Tongue Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.