মন চলে আগে আগে, আমি পড়ে রই
দুনিয়ার মানুষের যেসব বিষয় নিয়ে বিরাট বিরাট আয়োজন, সেগুলো নিয়ে আমি কেন যেন কোনদিন আগ্রহ বোধ করিনাই তেমন একটা। কিন্তু ক্ষুদ্র, তুচ্ছ সব বিষয় নিয়ে ব্যাপক ভাবনা চিন্তা আর সময় খরচ করায় আমার কোন আলস্য নাই।
বেশ কয়েক মাস ধরে ভাবছিলাম যে এই ঠিকানাটার সাথে আমার একটা ক্লোজার দরকার। আর তাই ঘটনাটাকে একটা ঠিকঠাক পরিনাম কিভাবে দেয়া যায় সেটা নিয়ে গত কয়েকদিন ধরে নানানরকম অপশন তৈরি করছিলাম। প্রথম পছন্দ ছিল দিনের প্যাচাল ১০০ পর্যন্ত লিখে ফেলা, লেখা হয়ে গেলে সেটাই হবে সেই মাহেন্দ্রক্ষণ। কিন্তু আমি যে বহুদিন ধরে দিনের প্যাচাল লেখা বন্ধ রেখেছি, সেটা ব্লগ দেখে আবিষ্কার করতে হল। তারপর যথারিতী গোঁজামিল দেয়ার জন্য দিনের প্যাচাল ১ থেকে সব পোস্টই এই সিরিজের অন্তর্গত ভেবে নেয়ার পায়তারা করলাম। কিন্তু তাতেও দেখা যাচ্ছে বাকির খাতাকে শুন্য রাখতে আরো ১৭ রান দরকার। অথচ অতগুলো বল হাতে নাই। কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ স্মৃতি হাতড়ে পেলাম একটা তারিখ। তেমন একটা বিশেষ নয়, কিন্তু অবিশেষ ঘটনার ক্লোজার ঘটানোর জন্য বিশেষ তারিখ খুব একটা প্রয়োজনীয় না। আমার ব্লগগুলি মনোলগের বাইরে যেতে পারেনা, আর মোনোলগের তো কোন সনতারিখ থাকেনা।
----------------------------
কাল গ্রামের রাস্তায় দেখলাম একটা কুয়াশার সরলরেখা। হাঁটতে হাঁটতে সেই সরলরেখায় ঢুকে গেলাম, চারপাশ হয়ে উঠলো অলৌকিক, মনে হল এই সেই প্যারালাল পৃথিবী, যেখানে আমার পৃথিবীর প্যারাগুলি নাই। তবে প্র্যাগম্যাটিক আমিটা মাথায় টিকটিক করে বললো, জ্বী আপা, কিন্তু আছে অন্য কিসিমের প্যারা। জীবন মানেই প্যারা, এই জীবন আর প্যারালাল জীবন, কোথাও কোন শান্তি নাই।
বছর ঘুরে আবার শীতকাল, এবং অবধারিতভাবে আবার 'খেয়ালপোকা' মাথায় নড়াচড়া শুরু করে দিয়েছে। তাসের ঘরের বসতি ভাঙ্গার সুযোগ নাই, যেহেতু বসতিই নাই, হিহি। এই গানটা কেন মাথায় ঘুরতেছে জানিনা, অনেক ছোটবেলার গান। যখন নানা-দাদা, বাবা-মা, মামা-চাচা-খালা-ফুপুরা রেডিও কিংবা ক্যাসেট প্লেয়ারে যা বাজাচ্ছে তাই মনোযোগী হয়ে শুনতাম, তখনকার গান। নিজের গানের পছন্দ ধীরে ধীরে গড়ে উঠছে তখন, ভাল লাগা গানগুলি দাঁড়িকমা শুদ্ধ মুখস্ত। বড় হয়ে সেসব গান কখনো স্বউদ্যোগে বাজাইনি, তবে শিশু বয়সের স্মৃতি মাশাল্লাহ, এখনো মাঝে মাঝে হঠাৎ কোন আড্ডায় সবাই মিলে চেঁচিয়ে গাইতে কোথাও আটকায়না।
বলছিলাম খেয়ালপোকার কথা। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গান এখন গুনগুন করে আবিষ্কার করলাম এটারো পুরো লিরিকটাই মনে আছে, আর তারপর আজকে, এই মুহূর্ত থেকে এটাকে আমার জীবনের নতুন এ্যানথেম ঘোষণা করলাম।
ক্লোজার একটা ভ্রান্ত ধারনা
অথবা
পাগলের ক্লোজার মনে মনে।
মন্তব্য করুন