অগ্রন্থিত সৈয়দ ওয়ালীউল্লাহ
দুনিয়াজুড়ে প্রেমিকদের দল দুইটি। একদল তাজমহল দেখেছে, অন্যদল তা দেখেনি। প্রেমিকদের মধ্যে প্রচলিত এমন কথা আপনারাও নিশ্চয়ই শুনেছেন, প্রিয় পাঠক। ভ্রমণপিপাসুরাও এমন কথা বলেন। আবার, যারা এলিয়েন, ভিনগ্রহ নিয়ে পড়াশুনা করেন,তাদেরও দল দুটি। একদল দানিক্যান পড়েছেন, অন্যদল , যারা পড়েনি। আমার হিসাবে পাঠক মদারুর মতো। দুটি কারণে পড়ে। বৃষ্টি উদযাপন করতে, আবার বৃষ্টি আসেনি এই দু:খে। কিন্তু এ কথা বলতেই হয়, অসাম্প্রদায়িক পাঠকদের দল দুটি। একদল লালসালু পড়েছে অপর দল পড়েনি। পরীক্ষা পাসের জন্য হলেও আমাদের সমবয়সীদের লালসালু পড়তে হয়েছে। ফলে,সৈয়দ ওয়ালীউল্লাহ’র অগ্রন্থিত রচনা একটি লোভনীয় বই। কিন্তু প্রথমার বইটি যতটা ওয়ালীউল্লাহর অগ্রন্থিত রচনা হয়েছে, তারচেয়ে বেশী অগ্রন্থিত সাজ্জাদ শরিফ,অগ্রন্থিত শহীদুল জহির এবং অগ্রন্থিত শিবব্রত বর্মন হয়েছে। কেন? বলছি। তার আগে অনুবাদ বিষয়ে বলি।
আমি অনুবাদের পক্ষে। অনুবাদ বিদেশকে দেশে আনে, দেশকে বিদেশে নেয়। অচেনা ভাষার সমৃদ্ধ বিষয়গুলো সহজ করে আনে। তবে সমস্যা হলো ওরস্যালাইনের মতো তাতে এক চিমটি অনুবাদক থেকে যান। তিনি এক ভাষায় লেখা পড়ে, অন্যভাষায় তা রূপান্তরিত করেন। ফলে, আমরা পড়ি অনুবাদকের ভাষা। বইটিতে সৈয়দ ওয়ালীউল্লাহর একটি গল্প ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন শহীদুল জহির। ডন এ প্রকাশিত সৈয়দ ওয়ালীউল্লাহর চিত্র সমালোচনার অনুবাদ করেছেন শিবব্রত বর্মন। অজানা ওয়ালীউল্লাহ শিরোনামে একটি প্রবন্ধ লিখেছেন সাজ্জাদ শরীফ। ভালো লিখেছেন। আরো ভালো হতো ওয়ালীউল্লাহর মূল ইংরেজি লেখাগুলো বইতে সংযুক্ত করলে। মানলাম, কিছু লেখা হয়তো অস্পষ্ট হয়ে গেছে,তবুও ভবিষ্যৎ ওয়ালিউল্লাহ-চর্চায় নতুন আলো ফেলতে মুল লেখা কাজ দিতো। আমরা একটা সত্যিকার অগ্রন্থিত রচনা পেতাম।
গল্পের বিষয় নিয়ে কোন কথা বলবো না। তা জানতে হবে নিজ দায়িত্বে, মানে বই পড়ে। তবে গল্পটির অনুবাদ শহীদুল জহির করায়, বইটির একটি নতুন মাত্রা যোগ হলো। পাঠক হিসাবে এটি আমার একটি অমূল্য অভিজ্ঞতা। গল্প সৈয়দ ওয়ালীউল্লাহর কিন্তু বাংলায় পড়ছি শহীদুল জহিরের ভাষায়।
শিল্পাচার্য জয়নুল আবেদীনকেও ওয়ালীউল্লাহর চোখে দেখার সুযোগ করে দিলো বইটি।
আপাতত এটুকু। এই বইটি নিয়ে আরো কিছু বলবো আশা করি। সাহিত্য সমালোচনা আমার উদ্দেশ্য নয়, আপনাদের সঙ্গে সঙ্গে থাকার বাসনা থেকেই এই কয়েক লাইন লিখলাম।
আরো কিছু পড়ার আশায় রইলাম
পড়বো!
মন্তব্য করুন