ফর্মালিন
তোমার আমার ভালোবাসা থাকবে অনেক তাজা
ফুল দিয়েছি ভালোবাসায় ফর্মালিনে ভেজা
জি আজকের বিষয় ফর্মালিন।
সেদিন আজিমপুর গুরস্তানের জনৈক গোরখোদকের বরাত দিয়ে একজন সুশীল জানিয়েছেন, বছরের পর বছর এখন নাকি মরদেহ পচে না। ফর্মালিনের ভয় জীবন থাকতেও আছে,মরে গেলেও থাকছে।
ঢাকার কিছু বাজার ফর্মালিনমুক্ত ঘোষণা করেছিলো এফবিসিসিআই। দুয়েকটা বাজারে সোয়ালাখ টাকা দামের ফর্মালিন সনাক্তকরণ মেশিন এখন আর ব্যবহার করা হয় না। বাজার সমিতির কার্যালয়ে বন্দি সেসব মেশিন। কালের কণ্ঠ জানাচ্ছে দুটো বাজারে চিঠি দেয়া হয়ছে মেশিন ফেরত চেয়ে।
যাক, খাবার না পচলেও বিএনপি জানাচ্ছে পচে গেছে আওয়ামী লীগ। ফর্মালিন দিয়ে তাদের তাজা রাখার কোন পরিকল্পনা বিএনপির নাই। তারা অপেক্ষায় আছে, আওয়ামী লীগ আরেকটু পচুক।
আওয়ামী লীগের আবার মায়ার শরীর। তারা বিএনপিকে ভালোবাসে। তাই ফরমালিন দিয়ে বিএনপিকে তাজা রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
না না এরশাদের কথা ভুলি নাই। মনে আছে, এরশাদ বলছেন, ফর্মালিনেরে মতো এমন গুরুতর বিষয়ে কৌতুক !!! না ঠিক হয় নাই।
এই বয়সেও এরশাদের রূপ যৌবন অটুট রাখার সঙ্গে ফর্মালিনের কোন সম্পর্ক নাই, বলে নিচ্ছি।
যাহোক, কৌতুক করে হোক, আর যা করেই হোক, ফর্মালিন যেহেতু বড় বড় নেতাদের মুখে উচ্চারিত হয়েই গেছে, আমরা ধরে নিতে পারি, ফর্মালিনমুক্ত খাবারের জন্য আমাদের আকুলতাও তারা জানেন।
ভাইরে এটা বড় কষ্টের , আমি টাকা দিতে রাজি থাকবো, আর ফর্মালিন মুক্ত খাবার কিনতে পারবো না।
আমাদের ম্যাঙ্গো পিপল মানে আম জনতাকে ভালো বিশুদ্ধ খাওয়ার নিশ্চয়তা দিন।
মজার হইছে!
মন্তব্য করুন