সমর্থক সমাচার
ব্রাজিল টিমের ভক্তদের প্রাণের মনি নেইমার এবার চান বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। ব্রাজিল হেরে যাবার পর ল্যাটিন ফুটবলের পতাকা এখন আর্জেন্টিনার কাছেই।
আর্জেন্টিনার মেসি বার্সাতে তার সহকর্মী।এরইমধ্যে ডাক্তার পাঠিয়ে নেইমারের পাশে আছে ক্লাবটি। এরআগে হরমোনজনিত অসুখের চিকিৎসার ব্যয়বহন করে মেসিকে ফিট করে তোলে ক্লাবটি। বিনিময়ে মেসি সেই কিশোরবেলা থেকেই ক্লাবটির সঙ্গে।
আবার দীর্ঘদিন দেশের বাইরে থাকায় মেসিকে পছন্দ করেন না আর্জেন্টিনার মানুষরা।এমনকী তারা মনে করেন মেসির ব্যক্তিত্ব নাই। মার্কিন সাংবাদিকরা এসব তথ্য দুনিয়ার মানুষদের জানিয়েছেন।
এসব কথা বলছি বাংলাদেশে ওই দুই দলের ভক্তদের কথা মাথায় রেখে। বিশেষ করে যারা অন্যদের হেয় করে মন্তব্য করেন বা হাসাহাসি করেন। তাদের আচরণ চর দখলের জন্য লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করার মতোই। গালাগালি, পচানো, হিংসা, হেয় করা এসব কোন বিচারে খেলোয়াড়সুলভ মনোভাব হয় ?
দর্শকদের রুচি বলে কি কোন কথা থাকবে না? যারা বলেন, মজা করে অন্যের পেছনে লাগি। তাদের বলছি শিক্ষিত মানুষের মজা করার মধেও একধরণের রুচির পরিচয় থাকা জরুরী।
আমার পছন্দের দল হারলো বলে তোমার পছন্দের দলকেও হারতে হবে, এটা কোন যুক্তির কথা না।এটা রাগের কথা । খেলা কি বিনোদন নাকি রাগের মাঠ?
যাহোক, আমরা খেলা দেখবো। হারবো জিতবো। কিন্তু অন্যকে হেয় করবো না। কারণ আমরা এদেশের মানুষরা খেলা থেকে আনন্দ ছাড়া আর কিছুই পাবো না।
ঢাকা ষ্টেডিয়ামে মেসিও ফ্রি খেলতে আসবে না, নেইমারও না।
লেখাটা আরেকটু ডিটেইল হলে ভাল লাগতো।
এরা এর বাইরে আর কিছু জানে না
(
মন্তব্য করুন