শিরোনামহীন!
১.
বিস্মরণের শুকনো পাতা মাটিতে যায় মিশে
আবার জেগে উঠবে নতুন সবুজ ঘাসের শীষে।
চোখ খুলবে নতুন কুঁড়ি হাত বাড়াবে শাখা
জাগবে নতুন গানের খাতা ভালোবাসায় আঁকা।
রঙে রঙে রঙিন হবে বর্ণমালার ফুল
সেই ফুলেতে গড়িয়ে দেবো মন কিশোরীর দুল।
২.
একটু যেন অভিমানের আভাষ পেলাম কথার কোণে
সেই ব্যথাটুক মিলল এসে সঙ্গোপনে আমার মনে।
যেই কথাটি লুকিয়ে থাকে নৈঃশব্দ্যের নীরব স্বরে
যাচ্ছে গলে অশ্রু হয়ে ঝরছে আমার বুকের পরে।
৩.
হারাতে হারাতে কুড়াতে কুড়াতে যাই
আপনি যে টুকু বাজলো হৃদয়ে সেটুকুই যেন পাই।
আর সবকিছু পথের ধুলোয় পথে পথে যায় ঝরে
হারাতে হারাতে নিজেকেই যেন পাই খুঁজে বারে বারে।
বি. দ্র. বানানের ব্যপারে হাল ছেড়ে দিয়েছি। লিখতে গেলে জানা বানানও ভুল হয়ে যায়। যদি বানান-ভুল থাকে জানাতে দ্বিধা করবেন না।
সুন্দর ঝরঝরে কবিতা
ধন্যবাদ কবি
অরিত্র, আপনাকে ধন্যবাদ!
ভালো লাগলো
টুটুল, আপনাকে ধন্যবাদ!
এমন ছিমছাম কবিতা ভালোই লাগে। আমি ছন্দে কাঁচা। ভাবটাই বেশী বুঝি। সে যে মনে লাগল আমার, সে আমি বেশ বুঝেছি।
আপনাকে ধন্যবাদ
একটু যেন অভিমানের আভাষ পেলাম কথার কোণে
সেই ব্যথাটুক মিলল এসে সঙ্গোপনে আমার মনে।
যেই কথাটি লুকিয়ে থাকে নৈঃশব্দ্যের নীরব স্বরে
যাচ্ছে গলে অশ্রু হয়ে ঝরছে আমার বুকের পরে।
অদ্ভুত সুন্দর!
নুশেরা, ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম! ধন্যবাদ!
মিষ্টি কবিতা
তানবীরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ!
দু'চোখে মোর অশ্রু ঝরিয়া ঝরিয়া পড়ে
(
বানান ভুল নাই একটাও আমি থাকি কেমন করে!
মিয়াভাই এইটা কুনু কাজ করলেন কনদি? এরাম অসহ্য সুন্দর কবিতা লেখলেন, দু'চারটে বানান ভুল থাকলে খুব কী ক্ষতি হইতো? মিয়া দিলেন তো আমারে বেকার করে
হা হা হা...
আমি ভালো আছি গো ভাইটি। আপনিও থাকবেন নিরন্তর ভালো। আর এরাম কবিতা, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন......
(আমি পাইলাম, একটি ভুল পাইলাম)...
'রঙিন' এ 'ণ' হপে না ! আহা কী আনন্দ আকাশে বাতাসে
)
বাতিঘর, আপনার চোখজোড়ার কপি করে দেয়া যায়? অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা!
পড়ে গেলাম।
সাহাদাত উদরাজী, আপনারা পড়লেই আমি অনেক খুশি। কৃতজ্ঞতা জানাই।
মন্তব্য করুন