অচল গল্প!
জানি এসব গল্প অচল, এই সময়ে
অন্যরকম গল্প সবাই চায়।
জানতে পারি নি তখনো, সত্যি কি আর হয় কখনো,
এসব শুধু বাতিল পুরোন গদ্যতে মানায়।
তখন তোমায় দেখতে পেতাম
মাঝে মাঝে এদিক সেদিক,
সময় অসময়ের ফেরে ভাগ্য আমায় টানতো যেদিক,
ছাদের কোণে, গলির মোড়ে, বারান্দা বা সদর দোরে,
মনে হত কষ্ট ভেজা অন্ধকারে, তুমি যেন
একটুখানি আলোর ঝিলিক
ভাবনা গুলো উড়তো যে হাওয়ায়---
জানি এসব গল্প অচল এই সময়ে
অন্যরকম গল্প সবাই চায়!
হঠাৎ যেন মনে হল বাঁধছে বাসা ভালোবাসা
ছলকে ওঠা একটু আশা নাড়ছে কড়া
এলামেলো বিষণ্ণ চিন্তায়---
জানি এসব গল্প অচল এই সময়ে
অন্যরকম গল্প সবাই চায়!
জেনেও তুমি আসলে কাছে, হাসলে কিছু
বললে কথা, জ্যোৎস্না ঝরে পড়লো যেন
ছোট্ট আমার ঘরের ভেতরটায়------
জানতে পারি নি তখনো সত্যি কি আর হয় কখনো
এসব শুধু বাতিল পুরোন গদ্যতে মানায়।
আসলে কেন বদলে দিতে
মিথ্যে মায়ায়; বুকের ভেতর আগলে রাখা
বোকাসোকা প্রেমের গল্পটা;
নিলে কেড়ে ভালোবাসা ছলকে ওঠা একটু আশা
চুপি চুপি ছিল যা এই দুরু দুরু ভীরু স্বপ্নটায়;
কী হত আর এমন ক্ষতি!
একটা অবুঝ গল্প যদি থাকত বেঁচে
আমার কল্পনায়----
জানি এসব গল্প অচল এই সময়ে
অন্যরকম গল্প সবাই চায়;
জানতে পারি নি তখনো সত্যি কি আর হয় কখনো
এসব শুধু বাতিল পুরোন গদ্যতে মানায়!
জানি এসব গল্প অচল এই সময়ে
অন্যরকম গল্প সবাই চায়;
জানতে পারি নি তখনো সত্যি কি আর হয় কখনো
এসব শুধু বাতিল পুরোন গদ্যতে মানায়
শেষের চার লাইন খুব অপূর্ব লাগলো , ভালো থাকবেন।
তানবীরা, আপনাকে ধন্যবাদ জানানো অর্থহীন! নিরন্তর শুভেচ্ছা রইলো আপনার জন্য। আপনি ভালো থাকুন।
অপূর্ব লাগলো
ভাই টুটুল, আপনাদের উৎসাহ যেন চিরকাল পাই।
ঝরঝরে শব্দ চয়ন, সুন্দর প্রকাশভঙ্গী বিষয়বস্তুকে আকর্ষণীয় করেছে । আরও এমনটি চাই ।
নাজমুল ভাই, দোয়া করবেন যেন আপনাদের এই চাওয়া সার্থক করতে পারি।
ভাল লাগল।
ধন্যবাদ!
বাহ্।
মীর, আপনাকে ধন্যবাদ!
বুলবুল,
তোমার কবিতাটি আমাকে ফিরিয়ে নিয়ে যায় আমার বেহিসাবী যৌবনের সোনালী দিনগুলিতে। সেসব দিনরাত্রির চৌহদ্দি পেরিয়ে মধ্যবয়সী আমরা এখন ম্লান যৌবনে স্থিত হয়েছি। তবু পুরোনো সে দিনের কথা কি ভোলা যায়? সবাই তো নিজের সোনালী সময়টাকে অপরূপ নিজস্বতায় ধরে রাখতে চায়, সেখানে গতির ঘোড়ার পিছু পিছু ছুটে যাওয়া স্মৃতির চ্যারিয়ট নাই বা পেল বিজয়ের সাবাসি! দোষ কি বল বন্ধু, মৃত নক্ষত্রেরা যদি ফের জেগে উঠে মায়াবী আগুনঝরা রাতে?
রোমেল চৌধুরী
স্বপ্নের দিন ছিল স্বপ্নে ছাওয়া
বুকের ভিতরে ছিল পাগলা হাওয়া
সে হাওয়ার ঘূর্ণিতে অবুঝ আবেগ
ভুলে ছিল জীবনের সব উদ্বেগ!
স্বপ্ন দেখার দিন ফুরালো স্বপ্ন দেখা শেষ
স্মৃতির পাতায় খুজে ফিরি তারি অবশেষ
আজও যখন তাকাই একা তারাভরা রাতে
বুকের ভেতর পঙ্খীরাজের খুরের শব্দ বাজে।
মোস্তফা, তোমার মত কথার যাদু আমার নেই। তাই তোমার মন্তব্যের জবাবে এই কথাগুলো খুব ম্যাড়মেড়ে শোনাবে। শোনাক, কিছু করার নেই। তোমাকে অনেক ধন্যবাদ! তোমরা পাশে আছ বলেই আজও স্বপ্ন দেখার দিন ফুরিয়ে যায় নি।
কবি,
তোমার কাছে কাব্যমোদীরা কিন্তু শাণিত কথার ঝলকানি চায় না। তারা চায়, কল্পলোকের ভেতর তুমি নিরন্তর রচে যাও আরো অপরূপ কল্পলোক। যত নীল আকাশ আছে তোমার ক্যানভাসে, তারা যেন খুঁজে পায় আরো নীল আকাশের তল। কথার যাদুর ঠুনকো সম্পদে লাভ কি তোমার, ওসব দরকার সেই অভাগার, যার আছে প্রশংসা বিক্রির চোরাকারবার। ভালো থেকো বন্ধু।
রোমেল চৌধুরী
মন্তব্য করুন