মাগো আসবোনা আর
মাগো আসবোনা আর
এ টি এম কাদের
মাগো ! না চাও যদি আসবোনা আর চরণ ধুলা নিতে,
তোমার চরণ তলে শরণ নিয়ে তোমার প্রাণে ব্যাথা দিতে ।
মাগো ! সন্তান য দি কানাও হয়,
জানি, মায়ের কাছে ফেলনা নয়—মাগো,
তোমার বাধলনা মা, মা হয়েও আমারে পর করে দিতে -------
আমায় দূরে ঠেলে দিতে!!!!!!
আমি আসবোনা আর ------------
আমি পরের ছেলে পর মাগো
কেউ নাই আপন এই ভুবনে,
যে জন আমার ছিল কাছের---
সে হারাল অচিন বনে ।
আমি কেঁদে কেঁদে হলাম সারা, নিঠুরা সে দেয়না সাড়া,
তুমিও মা নিঠুর হলে--- পারলে আমায় ভুলে যেতে !!!
আমি আসবোনা আর ---------------------------------!
মর্মস্পর্শী।।

মায়ের কাছে ফিরে আসতেই হবে ......
আমার গল্পে আপনার মন্তব্য আশা করছিলাম অধীর আগ্রহে । ধন্যবাদ !
মায়ের কাছে ফিরে আসতেই হবে ......
মন্তব্য করুন