ভিঝ্যুয়াল ডিকশনারি - ২
আচ্ছা প্রিভিউয়ের মধ্যেই যদি সব চইলা আসে তাহলে তো পোস্ট প্রিভিউ বইলা আর নতুন কিছু থাকে না
উপরের দুই লাইন বাখানিয়া লিখলাম যাতে করে মূল পোস্ট রে প্রিভিউ'য়ের বাইরে নেয়ার যায়
আশা করি এতে কাজ হবে .. সাসপেন্স বজায় রাখার চেষ্টা আরকি ।
যাউগ্গা কাজের কথায় আসি - ''ভিঝ্যূয়াল ডিকশনারি - ১'' না পইড়া থাকলে পইড়া আসেন, আর পইড়া থাকলে চলেন রওয়ানা দেই...
এই পোস্টের শিরোনাম ভাবছিলাম এইরকম দিব - ''ভিঝ্যুয়াল ডিকশনারি - ২, কিংবা এক রিদয়বান নাপিতের গল্প'' ... ব্লগার ম্যাভেরিক এর একটা ম্যাভেরিক ম্যাভেরিক ফ্লেভার আসত পোস্টে ... খিকজ
চিত্র ১: সুশীল মানে এই নয় যে আপনাকে সর্বদা জিলেট রেঝর ব্যাবহার করতেই হবে
ওকাম'স রেঝর ( Occam's / Ockham's razor) -
ওকাম'স রেঝর বলতে কি বুঝায় সেইটা কেমনে ব্যাখ্যা করি!! ডিকশনারি লিখা তো সোজা কথা না!! আসেন ট্রাই করি। দুইটা থিওরি'র মধ্যে যেইটা সবচে সিম্পল সেইটাই বাইছা নেয়া উচিত - এই কথাটাই হইলো ওকাম'স রেঝরের মূলমন্ত্র। আসেন কথাটারে নেক্সট স্টেজে নিয়া যাই- যদি দুইটা থিওরির একই লেভেলের এক্সপ্লানেশান দেয়, তবে তাদের মধ্যে যেইটা ''সিম্পল'' সেইটাই গ্রহণ করা উচিত।
অহন কথাটারে ট্রু মাইনা আপনে যদি আমার আর বিল্লি শাওনে দেয় দুই থিওরীর মধ্য থিকা আমার দেয়া থিওরি এক্সেপ্ট করেন তাহলে সেন্টেন্স টা দাড়াবে ''হি ইউঝড ওকাম'স রেঝর টু পিক বিটুইন বাফড়া এন বিল্লি'ঝ থিওরি''
... ''সিম্পল'' অ্যঝ দ্যাট
... (ওকাম'স রেঝরের বিস্তারিত জানতে উয়িকি - http://en.wikipedia.org/wiki/Occam%27s_razor )
উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি নাপিত মহাশয় জিলেট রেঝর ব্যাভার করেন না বিধায় 'হ' এর পিঠে 'হুড়' চিন্হ যুক্ত করে 'হিরদম' লিখ্যা ফেলছেন; সাধে কি বলে, ''নাপিত সুশীলতার দাস'' আই মীন ''মানুষ অভ্যাসের দাস''। ওকাম'স রেঝর ব্যাভার করলে 'হিরদমের' বদলা সিম্পল বানানে 'রিদম' লিখা যাইত ।
সূত্র: বাফড়া'স কাটিং-এজ ডিজিটাল পিকশোনারি
রখস-এ-বিসমিল
দুইবার পড়ার পর পাঠোদ্ধার করলাম...
এখন আমারে যদি তোমার পুরানা পোষ্টগুলা আর ইদানিংকালের গুলার থেকে ওকাম'স রেঝর ইউজ করতে বলা হয়...তাইলে আমি বাইছা নিবো পুরানাগুলা... সাধে কি মানষে বলে থাকে, ওল্ড ইজ গোল্ড...
তারপর ও বলি নতুন চিন্তাগুলা উপস্থাপন করো, নতুন জিনিশ জানি... এই যেমন আজকেরটা... আচ্ছা, এই রেঝরের বিজ্ঞাপন হইলে কেমন হবে আইদিয়া দেও তো...
এডভার্ট এর কথা আমিও ভাবছিলাম ম্যাডাম.। কিন্তু ঐ লাইনের পয়সা পাতি সব ফারুকী আর ঐ চশমা পরা ব্যাটার রিজেকে লেখা... তুমি আমি আমগো রে এড বানানোর নাম মুখে আনলে ইন্ডিয়া পাঠায়া দিব... ডাবিং করতে... ঐ খানে গিয়া স্পেলবাইন্ডারের ''ওয়াইঝ ম্যাকের'' বাংলায় ডাবিং করার সময় নাম দিমু ''গ্যানী ম্যাক'' খেক খেক খেক..
আর তাছাড়া এইটা নিয়া এড বানাইলে পাবলিকে এড দুইবার দেইখা মর্মোদ্বার করা লাগব ... খিকজ
নাহ... ওল্ড ইঝ টূ ওল্ড... আর তাছাড়া পুরানা ঐ টাইপের পোস্ট দিতে ইচ্ছা করেনা... নুশেরা আপা'র কমেন্টে পড়ছিলাম আমার নাম দেখলেই নাকি হের হাসি চইলা আসে... এরপর আর ঐ টাইপের পোস্ট লিখার দরকার আছে ? খেক খেক খেক... বরং মন মেজাজ ভালো আছে কি না তাই এই কয়দিন এই টাইপের ফাউলামি করি ইট্টু
নুতন জিনিষ জানলাম। অর্থনীতির অপোরচুনিটি কস্টের সাথে কিছু মিল আছে আর কি।
অপরচুনিটি কস্ট কি জানতে কি আপনার সদ্য প্রকাশিত বইটা পড়তে হইব মাসুম ভাই
? খিক খিক খিক...
হ.. একটা বাদ দিয়া আরেকটা আরকি.. এই অর্থে অপরচুনিটি কস্ট এর মতই
...
হুম, পুরোটা পড়ে দেখবেন সেখানেও নাই। কিন্তু বইতে যে নাই না পড়লে কেমনে বুঝবেন?
যা'ই বলেন না কেন আপনের বই আমি পড়তাছিনা
.। ফ্রীতে দিলে অবশ্য আলকাতরা ভাইবা খাইতেও পারি ... খিকজ 
৫/৬ টা সংস্করন, শেষ হোক, তারপর যদি থাকে ফ্রি না হয় একটা দেওয়া যাবে
মনে হয়না মিল আছে। Occam's razor মতে কোন একটি ঘটনার একাধিক ব্যাখ্যা থাকলে সেই ব্যাখ্যা থাকলে সেই ব্যাখ্যাটিই acceptable হবে যেটিতে সবচেয়ে কম assumption ব্যবহার করা হবে। আগুন কেন জৃলে- এই question এর জবাব দিতে গিয়ে রসায়নের জারন-বিজারনের কনসেপট ব্যাখ্যা করার পাশাপাশি কেউ কেউ আবার অগনিদেবতা নিয়ে এসে একটা আধ্যাতিক ব্যাখ্যাও দিয়ে দিতে পারে। Occam's razor ব্যবহার করলে এখানে রাসায়নিক ব্যাখ্যাটাই acceptable হবে কারণ এটি সবচেয়ে কম অনুমান ব্যবহার করে।
পৃথিবী- টেনশান নিয়েন না ব্রো.. ফাইঝলামি চলতাছে

(ওলিগোপলির) ট্রেইডঅফের সাথেও মিল আছে, এখন মাসুমভাই আর আমারটার মধ্যে ওকামস হ্রেঝর (
) ইউজ করেন 
বাফড়া, নেক্সট পর্বে কী থাকবে? কুকামস রেঝর?
১৮+ কমেন্ট নীচে.। সতর্কতা কাম্য
মাসুম ভাই - নেক্সট পর্বে প্রি-কাম'স রেঝর থকব.. কম্পু-পর্দায় চোখ রাখুন
১৮+ কমেন্ট নীচে.। সতর্কতা কাম্য

বাফড়া থাকবে আর প্রি-কামস থাকবে না, তা কী হয়
নুশেরা আপা- প্রুফরিডার আর লেখক মিল্লা ছুপা মার্কেটিং করতাছেন বইয়ের
!!! এবি'বাসী সাবধান!!! তারা আমাদের অপরিচিত টার্মস ''অপরচুনিটি কস্ট' অলিগোপলি ব্যাভার কইরা বুঝাইতাছে সদ্য প্রকাশিত অর্থনীতি'র বই না পইড়া আমরা অগ্যানতার অন্ধকারে আটকায়া আচি !!! দিক্কার এই ছুপা মার্কেটিং কে
.। খিকজ
'হিরদম' নাহয় ওকাম'স হ্রেঝর দিয়া কাভার দিলাম, মাগার 'হ্রেঝর' রে কাভার দিতে গেলে মনে হয় কাটিং-এজ ডিকশনারীতে কুলাবে না, ব্লিডিং এজ ডিকশনারি লাগবে
হু, এখন যদি কই বইয়ের প্রথম মুদ্রন শেষ, কাল ২য় মুদ্রন শুরু হচ্ছে তাহলে তো আবার কইবেন ছুপা মার্কেটিং। তারচেয়ে চুপচাপ থাকি
নাহ, আপনেদের কালো হাত ওকাম'স রেঝরে গুড়িয়ে আই মীন কাটার আগে পর্যন্ত দেখছি মার্কেটিং চালাইতেই থাকবেন.।
বাই দ্য ওয়ে আমি কিন্তু আপনের বইয়ের ''রিভার্স মার্কেটিং'' করতাছি..। খেক খেক খেক..।
গুরু, ইমো দেইখা বুঝতাছিনা ওকাম'স রেঝর দিয়া মাথা মুন্ডাইলেন নাকি? জিলেটে হইলে কইতে হয় আপনে 'হিরদয়বান''
আমারতো ৫০% রেডিমেইড ছিলা

বাকিটা ৫০% ডিসকাউন্টে বউ কাইটা দেয়। সেলুনে গেলেও মাইয়ারা ৫০% ডিসকাউন্ট দেয়, বোনাস হিসাবে নরম হাতে মাথায় হাত বুলায়
জিলেট মাল ভালো
আর আমি বিবাহ সুত্রে ৩০% রেডিমেট পাইছি। আমি অবশ্য বাকি ৭০% রে ১০০% করার চেষ্টা করছিলাম। একটু সফলও হইছিলাম।
নাজ এইটা কি কইলেন??!!! টুটুল উপর কোন আক্রমণ সহ্য করা হবেনা

যারা ছোটো মানুষ, তারা পোষ্ট পৈড়া চৈলা যান। কমেন্ট পড়ার দরকার নাই।
পোষ্টের বিষয় বস্তু কি থিওরী নিয়া আছিলো নাকি ইকনোমিক্সের থিওরী? নাকি সকল থিওরীই ইকোনোমিক্সের থিওরীর সাথে মিল খায়?
বাই দ্যা ওয়ে, তোমার পোষ্ট একধরনের রিভার্স স্টাইল মার্কেটিং আর কমেন্টে আরেক ধরনের মার্কেটিং, দুইটা থেইকা বাইছা বৈ কেনা না কেনা টা কি ঐ, কাম রেঝর'সে পড়বে?
আরে নাহ.। আমার মার্কেটিং কেনা বা না কেনার জন্য না। আমার মার্কেটিংয়ের উদ্দেশ্য মার্কেটিং কইরা ফ্রি পাওয়া
.। তুই কিনে ফেল তাতে কইতে পারুম আামর জেবনে মার্কেটিং কইরা একটা বই এক কপি এক্সট্রা বিক্রি হইছে 
বিলাই তুমি কি তাইলে বড় হইছো?
আমিও তো পোষ্ট পড়ার আগে কমেন্ট পড়ছি।কি সব যে কয় লুকজন!
জয়ি- লোকজন ভালু না

থাকো কই?খুঁজ খবর নাই কেন?মিসাই।
এই কয়দিন দৌড়ের উপর ছিলাম তাই দেখা করার কোন সুযোগ-ই গ্রহণ করা হয় নাই.। আর ব্লগে লগিন করার সুযোগ কম পাই.। তবে পোস্ট সব নিয়মিতই পড়ি.।
ব্লগের জন্য, আমাদের জন্য কিছু সময় মুঠ করে রেখো।কাল বইমেলা যাবো বিকালে। পরশু খেলা দেখবো টি এস সি তে।এসো।
এইবারেরটা আরো ভালো পাইলাম। চলুক জোরেশোরে।
থ্যংস
হাসতে হাসতে পল্টি খাইলাম !!
ভাইসব আসেন সপাই নিঃস্কাম রেজর ব্যবহার করি থিওরী কপ্চানির সময় ।

আকাম-কুকামের সময় রেজর ইউজ করার টাইম কই
''আকাম-কুকামের সময় রেজর ইউজ করার টাইম কই''
খেক খেক খেক
ছবির সাথে পোস্টের সম্পর্ক বুঝিনাই। কমেন্টগুলা অবশ্য সেটা পুষিয়ে দিছে!
হ
.।
.। তুমার নয়া পোস্ট কই? 
রখস-এ-বিসমিল।
রখস-এ-বিসমিল
কিছুই বুঝি নাই মানে কি? আমি কি তাহলে বড় হয় নাই
ইগনোরেন্স ইঝ ব্লিচ
.।
মন্তব্য করুন