বাংলা সমস্যা ?
যারা বাংলা লিখতে কি-বোর্ড পাচ্ছেন না:
নতুন পোস্টে লিখা এবং মন্তব্যের ক্ষেত্রে: বাংলা টাইপ করার টেক্সট বক্সের নিচে Enable rich-text নামে একটা লিংক আছে। এটাতে ক্লিক দিলে আপনার কি-বোর্ড সংক্রান্ত মেনু আসবে। [ ব ] বাটনে ক্লিক দিলে বাংলা টাইপের জন্য আলাদা একটা বক্স ওপেন হবে। এখানে আপনার পছন্দমত কি-বোর্ড বেছে নিয়ে লেখালেখি করে কি-বোর্ড আসবে। আবার পাশের ট্যাবে ক্লিক দিয়ে মাউস চেপেও বাংলা লিখতে পারেন। একটা বাগের কারণে সাময়িক ভাবে রিচ-টেক্সট ডিফল্ট করে রাখা হয়নি।
যারা সরাসরি অভ্রতে লিখবে তাদের কিছুই করতে হবে না।
বাংলা দেখা না গেলে:
আপনার স্ক্রীনে বাংলা ঠিক মতো দেখা না গেলে কমপ্লেক্স স্ক্রীপ্ট ইন্সটল করা প্রয়োজন। কমপ্লেক্স স্ক্রীপ্ট ইন্সটল করা না থাকলে ফায়ারফক্স/অপেরা/ইন্টারনেট এক্সপ্লোরার এ বাংলা ফন্ট সুন্দর দেখায় না। কমপ্লেক্স স্ক্রীপ্টটি ডাউনলোড করতে পারেন এখান (http://www.omicronlab.com/download/tools/iComplex_2.0.0.exe) থেকে।
আমরাবন্ধুব্লগ মূলত সোলায়মায় লিপি ফন্টের উপর নির্ভর করে তৈরী হয়েছে। এখান (http://omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf) থেকে ফন্টটি নামিয়ে C:\windows\fonts ফোল্ডারে অথবা কন্ট্রোল প্যানেল থেকে ফন্টস ফোল্ডার খুলে কপি করে দিন। এরপর Ctrl + F5 চাপুন।
সাইটে বাংলা কি লেআউট যোগ করা আছে। প্রয়োজনানুযায়ী আপনার কী-বোর্ড বাছাই করুন। আবার http://www.omicronlab.com থেকে যদি অভ্র ডাউনলোড (http://download.cnet.com/3001-6675_4-10517967.html?spi=2214537887c797395450a7be7db05870∂=dl-AvroKeybo) করে আপনার কম্পিউটারে সেটাপ করে নেন তাহলে বাংলা টাইপে আর কোন ধরনের সমস্যাই হবে না।
মোজিলা ফায়ারফক্সের জন্য:
উপরের ধাপগুলো অনুসরণ করার পর মোজিলা ফায়ারফক্স এবং ফ্লক (www.flcok.com) ব্রাউজারে জন্য ফন্ট বড় করার তরিকা
tools > options > content > fonts & colors > default fonts > advance এখানে গিয়ে "fonts for"এ 'bengali' সিলেক্ট করুন। তার নিচের বক্স গুলোতে
serif: solaimanlipi (অন্য ফন্ট থাকবে, বদলে সোলায়মান লিপি করে দিতে হবে)
sans sherif: solaimanlipi,
monoscape:solaimanlipi করে দিবেন
নিচের স্ক্রিনশট অনুযায়ী ফলো করতে পারেন।
~:: ১ ::~
~:: ২ ::~
~:: ৩ ::~