ইউজার লগইন

একটুখানি রবির গানে..

একটা সময় ছিল,
কোথাও রবিবুড়োর গান হবে শুনলেই দৌড়ে চলে যেতাম শুনতে।

বাসার কাছে হলে তো ভালোই, একটু দূরে হলেও সমস্যা নেই।

আজকাল আর তেমনটা হয় না, সময় করে আর যাওয়া হয় না।
সময়টাই খুব অস্থিরতার,
তাই আজকাল বলা চলে এইসব প্রোগ্রামের খবর চোখেই পড়ে না খুব একটা।

যাই হোক, প্রতিবছর রবি বুড়োর জন্মদিনে ৩/৪ দিনের রবীন্দ্র উৎসব আয়োজন করে থাকে বাংলাদেশ জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা বা পরিষদ। এবারও করেছিল।
৮ থেকে শুরু করে ১১ মে। আগে প্রায় প্রতিদিনই, এমনকি দিনে দুইবেলাও যাওয়া হত গান শুনতে। শাহবাগে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে।

এবার শুধু একদিনই যাওয়া হয়েছে, পরশু। কাল যাওয়ার ইচ্ছা ছিল ছায়ানটের প্রোগ্রামে। সাভারেরর ভবনধ্বসে ১৭ দিন টিকে থেকে ৩৯১ ঘণ্টা পর উদ্ধার হয়ে আসা মিরাকল রেশমার আনন্দের রেশে আর যাওয়া হয় নি ওখানে।

পাবলিক লাইব্রেরি অথবা ছায়ানট, এইসব জায়গায় গেলে সবচেয়ে ভালো লাগে যে ব্যাপারটা তা হল একসাথে এত্ত মানুষ চুপচাপ মুগ্ধ হয়ে রবি বুড়োর গান শোনা। আর এইসব প্রোগ্রামে গেলে চেনাজানা গানের পাশাপাশি অনেক অচেনা আনকমন গানও শোনা হয়ে যায়, এই ব্যাপারটাও খুব ভালো লাগে আমার।

ওখানে গান শোনার অনুভূতিটাই একটু ছড়িয়ে দিতে ইচ্ছে করছে বন্ধুদের মাঝে।
তাই ইদানিং কালে বেশ ভালো পরিমানে শোনা দুটি রবীন্দ্রসংগীত শেয়ার করতে
বসলাম আজ।

প্রথমটা গেয়েছেন প্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। গত ২/৩ বছরে তিনি বেশ কিছু রবীন্দ্রসংগীত গেয়েছেন। এর মাঝে আমার মতে এটাই সবচাইতে ভালো হয়েছে, পারফেক্ট ই বলা চলে 'বসন্ত উৎসব' মুভির এই 'আজ যেমন করে' গানটা।

কথাগুলো এরকম -

আজ যেমন করে গাইছে আকাশ
তেমন করে গাও গো।
যেমন করে চাইছে আকাশ
তেমনি করে চাও গো।

আজ হাওয়া যেমন পাতায় পাতায়
মর্মরিয়া বনকে কাঁদায়,
তেমনি আমার বুকের মাঝে
কাঁদিয়া কাঁদাও গো।

এর পরের গান টা গেয়েছেন কৌষিকী দেশিকান। সোমলতার গান যেমন মুগ্ধ করে তার চমৎকার সুর আর মিষ্টি গলার জন্য, কৌষিকীর গান তেমনি ভালো লাগে অসাধারন রেঞ্জ আর নিখুঁত কারুকাজের জন্য। 'শুন্য অঙ্ক' মুভির এই 'আলোয় আলোকময় করে' গানটাতেও এর কোন ব্যতিক্রম নেই।

এই গানটার কথাগুলো এরকম -

আলোয় আলোকময় ক'রে হে
এলে আলোর আলো ।
আমার নয়ন হতে আঁধার
মিলালো মিলালো ।
সকল আকাশ সকল ধরা
আনন্দে হাসিতে ভরা,
যে দিক-পানে নয়ন মেলি
ভালো সবই ভালো ।

তোমার আলো গাছের পাতায়
নাচিয়ে তোলে প্রাণ ।
তোমার আলো পাখির বাসায়
জাগিয়ে তোলে গান ।
তোমার আলো ভালোবেসে
পড়েছে মোর গায়ে এসে,
হৃদয়ে মোর নির্মল হাত
বুলালো বুলালো ।

একটু সময় করে শুনে নিতে পারেন গান দুটি,
আমার মনে হয় - প্রায় সবার কাছেই ভালো লাগবে শুনতে।

রবির সুরে, রবির গানেই আমাদের পথচলা,
ভালো না লেগে কোন উপায়ই নেই আসলে!

ভালো থাকুন সবাই। অনেক ভালো।
প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। আনন্দম!

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

নিভৃত স্বপ্নচারী's picture


রবির সুরে, রবির গানেই আমাদের পথচলা

সুন্দর বলেছেন বাউন্ডুলে, রবির গানের তুলনা নেই...

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ। Smile

নিঃসঙ্গতা's picture


আজ যেমন করে গাইছে আকাশ বিক্রম সিংয়ের গলায় খুব চমতকার গাওয়া একটা ভার্সন আছে। ইউটিউবে। শুনে দেখতে পারেন।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ঠিক বলেছেন,
খালি গলায় বিক্রম সিং এর গান শুনতে আসলেই চমত্‍কার লাগে। ধন্যবাদ।

রুমন's picture


এই গানটা ডাউনলোড লিঙ্ক আছে?

বিষণ্ণ বাউন্ডুলে's picture


নিচের লিংকটায় ট্রাই করে দেখতে পারেন।

www.gosong.net/download/uncPTqnfF_o/Vikram_Sings_Aj_Jemon_Korey.html

আরাফাত শান্ত's picture


আমার ঘুরে ফিরে বিশ পচিশটা রবীন্দ্র সংগীত ভালো লাগে। এর বাইরে শুনি না। পোশ্ট ভালো হইছে।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কমবেশি আমাদের সবারই এই একই অবস্হা। তবুও এই গান দুইটা একটু আলাদা ভাবে ভালো লাগছে এই অস্হির সময়ে, আর নয়তো হয়তো এদের নিয়ে লেখাই হতো না। একবার হলেও শুনে দেইখেন। ভালো থাকেন সুপ্রিয় শান্ত ভাই।

তানবীরা's picture


Big smile Big smile Big smile

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনার বলার কিছু ছিল না..?!

১১

দূরতম গর্জন's picture


রবীন্দ্রনাথের গান এখনো শোনা হয় তবে বর্তমানে রক মেটালের ধাচ টা পছন্দ হচ্ছে না

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এ ব্যাপারে আমি পুরান দিনের মানুষ।

রক উইদ রবীন্দ্রনাথ টাইপ ফাতরামি গুলো কে
গানের পর্যায়েই ফেলতে পারি না। Stare

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!