আবোল তাবোল - ১৬
# আমি, তুমি ও আমাদের কথকতা #
মাঝেই মাঝেই আমার খুব ইচ্ছা করে নিয়মিত একটা কিছু লিখতে,
শান্ত ভাই এর মত অত ভালো না লিখতে পারি -
নতুন আরও কিছু বন্ধুর মত লিখতে পারলেও একটা কিছু করা হতো।
তাও পারিনা। ভালোই লাগে না।
প্রিয় ব্লগ টাকে এভাবে ঘুমাতে দেখলে কারই বা ভালো লাগে!
মাসুম ভাই তাও মাঝে মাঝে আসেন, লেখেন - কমেন্টের উত্তরও দেন। রাসেল ভাই, নিভৃতদাও উঁকি দিয়ে যান মাঝে মাঝে।
শাপলা আপু সেই কবে একটা লেখা দিয়েই উধাও,
জোনাকি আপুর তো কোন আওয়াজ নাই।
জ্যোতি আপুকে কিছু বলবো না, অভিমান করলাম!
জেবিন আপু ছবি তুলতে তুলতে হারায়া যাইতাছে,
তাও একটা ছবিব্লগ দেয় না। এমনই পোস্টের কথা বাদই দিলাম!
আজ শুরুর মাসটাতেই প্রিয় মায়াবতী আপুর লাইফের খুব স্পেশাল কিছু সময় রয়েছে অপেক্ষায়, এই সময়টায় তার অনুভূতি জানাতে যে একটু আসবে তাও না! একটা বার দেখা পর্যন্ত দিতে আসে না আজকাল।
আর তানবীরা আপু এখন দেশে। কত্ত কত্ত মজা না জানি হচ্ছে সিসিমপুরে, তা যদি আমাদের সাথেও একটু আধটু শেয়ার কর হয় কি এমন ক্ষতি হয় তাতে?!
সাঈদ ভাই এর 'বিলাসী' সেই কবে শেষ,
আর নতুন কিছু দিতে আসে না! কিপ্টা হইয়া গেছে!
শুভ ভাই এর কবিতা তো কবিতা,
ভাই রে লাস্ট কবে দেখছি মনে আসতেছে না!
রুনাপা কে মাঝে মাঝে দেখি এবিতে এসে একটা দুইটা লেখা পড়েই আবার ডুব। আপার লেখার হাত এত্ত ভালো অথচ লিখেনই না। ভালোই লাগে না!
নতুন বন্ধুদের মাঝে ননসেন্স, টোকাই আর হাবীব ভাই-ই যা একটু নিয়মিত লিখে ব্লগের প্রথম পাতায় শ্যাওলা পড়তে দিচ্ছেন না, তাদের অসংখ্য ধন্যবাদ।
আগে মাঝে মাঝেই সবাইকে জ্বালাতে এটা সেটা হাবিজাবি 'আবোল তাবোল' আর 'এলোমেলো কাব্যকথন' দিয়ে প্রথম পাতার বেশ কিছু জায়গা দখল করে রাখতাম। বছর দুয়েকের পথচলাতেই খুব প্রিয় হয়ে উঠা কিছু ভাইয়া আর আপুদের আদর ভরা উৎসাহেই আমার সব আস্ফালন, চেনা অচেনা প্রিয়মুখ গুলোকেই যেখানে আজকাল লগ ইন করতে দেখি না, সেই আমার আমি কে আর কোথায় খুঁজে পাবো!
এরই মাঝে লীনাপা কে নতুন সিরিজ নিয়ে ফিরে আসতে দেখে আবারও ভরসা খুঁজে পাই। নতুন আশায় বুক বাঁধি, আবারও জমে উঠবে প্রিয় ব্লগ আমাদের।
এত সব কিছুর পরও আশাই তো সব,
ভালবাসাটুকু যখন আছে আশায় আশায়ই নয় থাকলাম!
# এবার মুভি #
আজকাল মুভি দেখা অনেক কমে গেছে, বলতে গেলে দেখাই হচ্ছে না কিছু।
প্রথম কারন সামহাও প্রায় একই সময়ে বাসার সব ল্যাপটপ আর ডেস্কটপের ডিভিডি রম খানা নষ্ট হয়ে যাওয়া! আর দ্বিতীয় কারন খান বহু পুরাতন ভৃত্য হয়ে দাঁড়িয়েছে, নতুন মুভির ভালো প্রিন্ট আসার ভয়ংকর অসহ্য দেরি! মহা বিরক্তিকর ব্যাপার!
গত বছর খানেক ভারতীয় বাংলা মুভির গানএর দারুন উন্নতি দেখে এইসব মুভি দেখার আগ্রহ বাড়ছে দিনে দিনে। বন্ধু বান্ধবদের কাছ থেকে এনে ইদানিং কয়েকটা দেখাও হয়েছে।
শুরু হয়েছিল 'বোঝেনা সে বোঝেনা' দিয়ে। একটা এক্সিডেন্ট ঘিরে আবর্তিত বেশ কিছু মানুষের জীবনের গল্প বলা যায় একে। ওভারল, ভালো লেগেছিল বেশ।
তারপর দেখলাম 'বাইশে শ্রাবন'। এটা দারুন লেগেছে। চমৎকার থ্রিলার, কিন্তু বেশ সুন্দর কাব্যিক একটা আবহ ভালো লাগা আরও বাড়িয়ে দিয়েছে। এই মুভিটার ক্যামেরার কাজ আর আর মিউজিকে সেরকম মুগ্ধ হয়েছি বলা যায়।
আরও দেখলাম 'অবশেষে', আম্রিকা প্রবাসি এক তরুণের কলকাতায় কয়েকদিনের জন্য একটা কাজে এসে কি যেন একটা ভালোলাগায় নিজের রুট খুঁজে পাওয়ার গল্প। ভালো লেগেছে বেশ।
আর আজ দেখলাম 'অন্তহীন'। কাহিনী ভালোই তবে আমার বেশি ভালো লেগেছে চরিত্র গুলোর বিল্ডআপ আর লিঙ্কিং। আর চমৎকার মানানসই মিউজিক।
আরও কি কি জানি দেখেছি, এখন মাথায় আসতেছে না। আরেকদিন বলবো নে!
# শেষে এসে, আবারও গান #
বেশ কয়েক দিন ধরেই ভাবছিলাম,
অনেক দিন হলো বন্ধুদের সাথে নতুন কোন গান শেয়ার করা হচ্ছে না।
এখানে অবশ্য আমার দোষ নেই খুব একটা,
এত্ত ভালো গানই পাই না তেমন আজকাল।
মাঝে ভালো লাগছিলো অনুপম এর গাওয়া 'দেখছি সেটাই' , অরিজিত এর গাওয়া 'থেমে যায় মেঘ' আর বনি চক্রবর্তীর গাওয়া 'স্লিপিং পিলের রাত'।
তবে ইদানিং বেশি শোনা হচ্ছে রুপঙ্করের গাওয়া 'চুপি চুপি' ।
গানটার কথাগুলো এরকম -
চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না।তারাদের সাথে তারা গুনি
শুন্যের বুকে স্বপ্ন বুনি
ওগো চাঁদ ছেড়ে যেও না..রাতের এ আড়ালে
চোখ ভিজে গেলে
জানবে না কেউ লজ্জা পেলে।মন মরে ভালোবাসা মরে না
গতকাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেও না..হাতের এ আঙুলে
ঠোঁটে আর গালে
লেগে আছো তুমি
ভুলি কোন ভুল।মন দিয়েছি তাই হাওয়াতে
জানি আসবে না ঘুম এই রাতে
ওগো চাঁদ ছেড়ে যেও না..চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না..।।
তবে আপাতত যে গানটায় বলা যায় ডুবে আছি,
তা হল অরিজিত এর গাওয়া নতুন গান 'ঘার আজা' ।
চমৎকার আলাপে ভরা এই অসাধারন গানটার কথাগুলো এরকম -
ঘার আজা ঘার আজা পিয়া মোরা ঘার আজা,
ঘার আজা ঘার আজা রে..তোমাকে আবার
ভালো করে চেয়ে নাও,
কথা দাও এবার
হারিয়ে যাবে না।ঘার আজা ঘার আজা পিয়া মোরা ঘার আজা
ঘার আজা ঘার আজা রে..এখনও কাছে
চিঠিরা আছে,
আমার কথারা
তোমার ভাষায়।মুঠোর আদরে
স্মৃতিরা ঘোরে ,
দুঠোঁট হারালো
কার কুয়াশায়।এত কাছে এসে
ভালবেসে শেষে,
এত কাছে এসে
ভালবেসে শেষে
ফেরাবে কে ফেরাবে..।ঘার আজা ঘার আজা পিয়া মোরা ঘার আজা,
ঘার আজা ঘার আজা রে..তোমার দুহাতে
সাজানো রাতে,
রাখবো নিজেকে
দুর সীমানায়।আসবে কি ফিরে
চোখের শরীরে,
এমন ফেরা তো
তাকেই মানায়।এত কাছে এসে
ভালবেসে শেষে,
এত কাছে এসে
ভালবেসে শেষে
ফেরাবে কে ফেরাবে..।ঘার আজা ঘার আজা পিয়া মোরা ঘার আজা,
ঘার আজা ঘার আজা রে..তোমাকে আবার
ভালো করে চেয়ে নাও,
কথা দাও এবার
হারিয়ে যাবে না।তোমাকে আবার
ভালো করে চেয়ে নাও,
কথা দাও এবার
হারিয়ে যাবে না।ঘার আজা ঘার আজা পিয়া মোরা ঘার আজা,
ঘার আজা ঘার আজা রে..।।
আর কি! রাত অনেক হইছে!
যাই, খেলা দেখি গিয়া।
ইটস টাইম ফর ব্রাজিল টু বি ব্যাক টু রুল এগেইন!
এই লেখাটা এবিতে আমার খুব প্রিয় একজন লেখক মীর ভাই রে উৎসর্গ করা হইল। অনেকদিন হইয়া গেছে, একটা টু আওয়াজও পাইনা লোকটার। ভাল্লাগেনা। খালি, মিস্করি!
আনটিল, নেক্সট টাইম।
ভালো থাকেন সবাই। অনেক ভালো, সবসময়। আনন্দম!
এই ব্লগটাকে নিয়ে আশা করা ছেড়ে দিয়ে, নিজের মত করে লিখে যান। লেখার উন্নতি হোক। "ব্লগিং"-এর মজা না-হয় নাই-বা পেলেন।
মুভি দেখা হয় খুব কম। ক'দিন আগে মুভি দেখার জন্য মোক্ষম একটা বস্তু বাসায় প্রবেশ করেছে। সে'পলক্ষ্যে কয়েকটি মুভি দেখলাম। সামনের যে কোনো দিন আবার বসে যাবো।
আশাটুকুও যদি ছেড়ে দেই তাহলে আর ব্লগেই আসা হবে কি না সন্দেহ আছে।
যতদিন আমি আছি। তাই আশা রাখি আশাও থাকবে, ভালোবাসাও।
মোক্ষম জিনিসখানা কি? কি কি দেখলেন? তা নিয়েও লিখেন একদিন, নতুন টেস্ট পাওয়া যাবে। ভালো থাকুন।
ব্লগে অনেককেই মিসাই, কই যে গেল সব!
সবাই ফিরে আসুন, আবার জমবে মেলা, বটতলা, হাটখোলা....
কোন একদিন..
ব্লগকে আমি খুব ভালোবাসি তাই লিখে যাচ্ছি। প্রতিদিনই লিখতে পারি কিন্তু ইচ্ছা করে না। আমিও ওতো লেখক না। আমি জানি সবাই পড়ে লেখা সেই বুঝ নিয়েই লেখা। এখন কমেন্ট না করলে আর নিজেরা না লিখলে আসলেই কিছুই করার নাই। আর এই ব্লগে কখনোই মানুষ ছিলো না বেশী। সবাই ব্যাস্ত সবাই অতিথী সেজে পড়ে যায়। আর যাদের লেখার কথা তারা যদি না লিখে তবে হা পিত্যেশ ছাড়া আর কিবা করার আছে?
ল্যাপটপে গান শুনা যায় না। রুপংকরেরটা বাদে আর কোনোটাই শুনি নাই। নিয়মিত আবোল তাবোল লেখো। নিজের মতো কাউকে যখন দেখি এই ব্লগকে সাংঘাতিক ভালোবাসে মায়া লাগে খুব। কিন্তু কিছুই করার নাই! সময় এখন বর্ষাকাল!
ভালোবাসা ছাড়া আর আছে কি।।
আপ্নেরে নিয়মিত না দেখলে ভাল্লাগে না।
লেখার বয়সতো এখনই। লিখে যাও হাত পা খুলে
লেখার কোন বয়স নাই ভাই,
যখন মাথায় কিছু আসে লেখার মতো
তখনি লেখার বয়স।
আপনে মাঝখানে গান নিয়া ভালো কিছু লেখা দিছিলেন, আবার শুরু করেন না..আর এফবির স্ট্যাটাসগুলাই তো টক ঝাল মিস্টি হয়ে বেশ, ভাব একটু সম্প্রসারন করলেই দারুন ব্লগপোস্ট হয়ে যাবে। কি বলেন?
কবে কখন কোথায়?
পোস্ট লেখার ধৈর্য্য কমে গেছে রে ভাই।
এখনি ধইরয্যে ভাটা পড়লো বাকী জীবন তো পড়েই আছে
সেটাই,
এই বয়সেই বুড়ো হৈয়া গেলে কেম্পে কি?!
এখানে বলেই তো মনে পড়ে!
নাকি সেম নামের অন্য কোন নিক ছিল?!
নতুন লেখা কই?
নতুন কিছু মাথায় না আসলে ক্যামনে লিখুম ভাই?
কি যে লিখি ? কি মন্তব্যই বা করি? আসলেই তো লেখা আর হয়না।
লিখলেই লেখা হয় রুনাপা।
এমনকি তা নতুন পাঠক আর লেখকও সৃষ্টি করতে পারে।
আপনার এই লেখাটা হঠাৎ একদিন চোখে পড়ে না গেলে কোনদিনই হয়তো তাতে কমেন্ট করতে এসে এই ভালোবাসা পরিবারের অংশ হবার চেষ্টা করা হতো না।
আবার লেখা শুরু করেন, আমরা আমরাই তো! ভালো থাকুন, সুপ্রিয় লেখিকা। অনেক ভালো, সবসময়।
মন্তব্য করুন